For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) জেনে নিন নিজের চুল নিয়ে অজানা নানা তথ্য

|

বলা হয়, চুলের উপরে মুখের সৌন্দর্যের অর্ধেকটা নির্ভর করে। তাই চুলের যত্ন নেওয়াটা আমাদের অবশ্য কর্তব্য।

তবে আমরা অনেকেই চুলের যত্ন নেওয়ার ক্ষেত্রে অতিমাত্রায় উদাসীন। চুল নিয়ে খুব বেশি জ্ঞানও আমাদের নেই। জানেন কি পাখির পালক, পশুর শিং যে উপাদানে তৈরি সেই একই উপাদানে তৈরি আমাদের চুল।

যাদের যৌন জীবন সুখী ও নিরাপদ তাদের চুলের বৃদ্ধি অনেক বেশি গতিতে হয়। তবে গড়ে প্রত্যেক মানুষের দিনে ১০০টি করে চুল পড়ে। নিচের স্লাইডে দেখে নিন, চুল নিয়ে আরও নানা চাঞ্চল্যকর তথ্য।

প্রথম তথ্য

প্রথম তথ্য

জানেন কি, চুলের গোড়ার অংশ বাদে বাকিতে কোনও প্রাণ নেই। মাথার সঙ্গে লেগে থাকা অংশ বাড়লেই চুলের বৃদ্ধি হয়।

দ্বিতীয় তথ্য

দ্বিতীয় তথ্য

গরম আবহাওয়ায় চুলের বৃদ্ধি বেশি ভালো হয়। কারণ গরমে রক্ত সঞ্চালন ভালো হয়।

তৃতীয় তথ্য

তৃতীয় তথ্য

ভিজে চুল টানলে আসল দৈর্ঘ্যের চেয়ে ২৭ শতাংশ বেশি বাড়তে পারে।

চতুর্থ তথ্য

চতুর্থ তথ্য

যার চুল যত কালো, তাতে কার্বন তত বেশি থাকে।

পঞ্চম তথ্য

পঞ্চম তথ্য

জানেন কি চুল আপনার সম্পর্কে সব তথ্য বলে দিতে পারে। ফরেনসিক পরীক্ষায় জানা যেতে পারে আপনার অভ্যাস, রক্তের গ্রুপ থেকে শুরু করে হাজারো তথ্য।

ষষ্ঠ তথ্য

ষষ্ঠ তথ্য

যে মুহূর্তে আপনি একটি চুলকে গোড়া থেকে তুলে দেবেন, ঠিক তার পরমুহূর্তেই সেখান থেকেই নতুন চুলের বৃদ্ধি শুরু হয়।

সপ্তম তথ্য

সপ্তম তথ্য

অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন ও সালফারের মতো উপাদান দিয়ে চুল গঠিত।

অষ্টম তথ্য

অষ্টম তথ্য

একই দৈর্ঘ-প্রস্থ ও ব্যাসার্ধের তামার তারের মতোই শক্তিশালী আমাদের চুল।

নবম তথ্য

নবম তথ্য

চুলকে টিস্যু হিসাবে গণ্য করা হয়। সবচেয়ে তাড়াতাড়ি বৃদ্ধি পায় এই টিস্যু।

দশম তথ্য

দশম তথ্য

প্রতিটি চুলের গড় আয়ু পাঁচ বছর। মাথায় অর্ধেকের বেশি চুল পড়ে গেলে তবেই টাক দেখতে পাওয়া যায়।

English summary

Weird Facts About Hair

Weird Facts About Hair
X
Desktop Bottom Promotion