For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

দুগ্গা মার আশীর্বাদ পেতে চান? তাহলে পুজোর সময় রাশি অনুসারে জামা-কাপড়ের রং নির্বাচন করতে ভুলবেন না!

জ্যোতিষ শাস্ত্র মতে দুর্গা পুজোর সময় যদি প্রতিটি রাশির জাতক-জাতিকারা তাঁদের রাশি অনুযায়ী যে যে রং লাকি, সেই অনুসারে যদি জামা-কাপড় কেনেন, তাহলে মায়ের আশীর্বাদ লাভ করার সম্ভাবনা যায় বেড়ে।

|

জানি বন্ধু শুনতে হয়তো আজব লাগছে। কিন্তু বিশ্বাস করুন জ্যোতিষ শাস্ত্র মতে দুর্গা পুজোর সময় যদি প্রতিটি রাশির জাতক-জাতিকারা তাঁদের রাশি অনুযায়ী যে যে রং লাকি, সেই অনুসারে যদি জামা-কাপড় কেনেন, তাহলে মায়ের আশীর্বাদ লাভ করার সম্ভাবনা যায় বেড়ে। আসলে প্রতিটি রঙের সঙ্গেই শুভ এবং অশুভ শক্তির একটা যোগ রয়েছে। তাই তো শুভ শক্তির সঙ্গে সম্পর্ক রয়েছে এমন রং নির্বাচন করলে আমাদের চারিপাশে পজেটিভ শক্তির মাত্রা এতটা বেড়ে যায় যে দৈব শক্তির আশীর্বাদ লাভ করতে সময় লাগে না। আর একবার মায়ের মন জয় করতে পারলে জীবনের ছবিটা আরও রঙিয়ে উঠতে যে সময় লাগে না, তা তো বলাই বাহুল্য! তাই তো বলি বন্ধু, দেবী দুর্গার আশীর্বাদে মনের সব স্বপ্ন পূরণ হোক, সেই সঙ্গে নানাবিধ বিপদ ঘটার আশঙ্কা কমুক, এমনটা যদি চান, তাহলে এই লেখাটি একবার পড়ে ফেলতে ভুলবেন না যেন!

প্রসঙ্গত, আজ নবরাত্রির প্রথম দিন, মানে প্রথমা। তাই আজ থেকে আগামী নয় দিন,অর্থাৎ দশমি পর্যন্ত কী কী রং আপনার জন্য় লাকি, তা জানতে প্রথেম নিজের রাশি জেনে নিন, তারপর চোখ রাখুন এই প্রবন্ধে...

১. মেষরাশি:

১. মেষরাশি:

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে এই রাশির জাতক-জাতিকারা যদি পুজোর কটা দিন লালা বা হলুদ ঘেঁষা জামা-কাপড় পরেন, তাহলে কিন্তু দারুন উপকার পাওয়া যায়। তাই তো বলি বন্ধু, এখনও যদি পুজোর শপিং শেষ হয়ে গিয়ে না থাকে, তাহলে এই দুটি রঙের কিছু একটা কিনতে ভুলবেন না যেন!

২. বৃষরাশি:

২. বৃষরাশি:

আপনাদের জন্য লাকি কালার হল সাদা এবং গোলাপী। এমনটা বিশ্বাস করা হয় যে আজ থেকে আগামী নয় দিন যদি এই দুটি রঙের কম্বিনেশনের জামা-কাপড় পরেন, তাহলে মায়ের আশীর্বাদে নাকি অনেক অনেক টাকার মালিক হয়ে ওঠার স্বপ্ন পূরণ হতে সময় লাগে না। তাই তো বলি, আপনাদের মধ্যে যারা ৩০ পরতে না পেরতেই অনেক অনেক টাকার মালিক হয়ে উঠতে চান, তারা এই দুটি রঙের সঙ্গে বন্ধুত্ব পাতাতে দেরি করবেন না যেন!

৩. মিথুনরাশি:

৩. মিথুনরাশি:

নানাবিধ সমস্যায় জীবন কি দুর্বিষহ হয়ে উঠেছে? তাহলে বন্ধু এবারের দুর্গা পুজোয় যতটা সম্ভব সবুজ ঘেঁষা জামা-কাপড় পরুন। তারপর দেখুন কী হয়...! আসলে এমনটা বিশ্বাস করা হয় যে মিথুনরাশির জাতক-জাতিকাদের জন্য সবুজ রং বেজায় লাকি। তাই তো পুজোর সময় এই রঙের জামা-কাপড় পরলে দেবীর আশীর্বাদে যে কোনও ঝামেলা মিটে যেতে সময় লাগে না।

৪. কর্কটরাশি:

৪. কর্কটরাশি:

আপনাদের জন্য লাকি কালার হল সাদা বা যে কোনও হালকা রং। তাই তো বলি বন্ধু, জ্যোতিষ বিশেষজ্ঞদের মতামতের উপর যদি একটুও বিশ্বাস থাকে, তাহলে আগামী নয় দিন হালকা রঙের জামা-কাপড় পরতে ভুলবেন না যেন!

৫. সিংহরাশি:

৫. সিংহরাশি:

বিশেষজ্ঞদের মতে এই সময় গ্রহ-নক্ষত্রদের অবস্থান বদলে যাওয়ার কারণে আপনাদের মধ্যে অনেকেরই গ্রহ দোষ দেখা দেবে। ফলে আগামী কয়েকদিন একেবারেই ভাল যাবে না কিন্তু! তবে এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপায় আছে কিন্তু! কী উপায়? এক্ষেত্রে আজ থেকে আগামী নদিন হলুদ রঙের জামা-কাপড় পরতে হবে। তাহলেই গ্রহ দোষ তো কেটে যাবেই, সেই সঙ্গে মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠবে জীবনের প্রতিটি দিন।

৬. কন্যারাশি:

৬. কন্যারাশি:

আপনার জন্য লাকি কালার হল সবুজ, সাদা এবং যে কোনও হালকা রং। তাই এই ধরনের জামা-কাপড় কিনতে ভুলবেন না যেন! কারণ কিন্তু একটাই। কারণ এমনটা বিশ্বাস করা হয় যে নবরাত্রির সময় কন্যারাশির জাতক-জাতিকারা যদি এমন রঙের সঙ্গে বন্ধুত্ব পাতান, তাহলে মনের অন্দরে সযত্নে সাজানো প্রতিটি স্বপ্ন পূরণ হতে সময় লাগে না।

৭. তুলারাশি:

৭. তুলারাশি:

মা দুর্গার আশীর্বাদে পরিবারে সুখ-সমৃদ্ধির ছোঁয়া লাগুক, এমনটা যদি চান, তাহলে পুজোর চারদিন সাদা বা হলকা টেক্সচারের জামা-কাপড় পরতে ভুলবেন না যেন!

৮. বৃশ্চিকরাশি:

৮. বৃশ্চিকরাশি:

আগামী কয়েক মাস কিন্তু আপনাদের একটু কষ্টে কাটবে। কারণ প্লেনেটারি মুভমেন্টের কারণে এমন কিছু গ্রহ-নক্ষত্রের প্রভাব আপনাদের উপর বাড়বে যে কারণে অর্থনৈতিক ক্ষতি তো হবেই, সেই সঙ্গে প্রিয় মানুষদের সঙ্গে সম্পর্কেরও অবনতি ঘটতেও পারে। তবে আপনি যদি চান, তাহলে কিন্তু এমন পরিস্থিতি থেকে বেঁচেও থাকতে পারেন। তবে তার জন্য দুর্গা পুজোর সময় লাল অথবা স্যাফরন রঙের জামা-কাপড় পরতে ভুলবেন না যেন। কারণ এমনটা করলে দেবী দুর্গা আপনার উপর এতটাই প্রসন্ন হবেন যে মায়ের আশীর্বাদে যে কোনও বিপদ কেটে যেতে দেখবেন সময় লাগবে না।

৯. ধনুরাশি:

৯. ধনুরাশি:

দুর্গা পুজোটা বেজায় আনন্দে কাটুক এমনটা যদি চান, তাহলে পুজোর চার দিন হলুদ রঙের জামা-কাপড় পরতে ভুলবেন না যেন! প্রসঙ্গত, জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে হলুদ রংটা ধনুরাশির জাতক-জাতিকাদের জন্য বেজায় লাকি। তারা যদি বেশিরভাগ সময়ই এই রং ঘেঁষা জাম-কাপড় পরেন, তাহলে কর্মক্ষেত্রে চরম সফলতা লাভের সম্ভাবনা তো বাড়বেই, সেই সঙ্গে অর্থনৈতিক উন্নতি ঘটবে চোখে পরার মতো।

১০. মকররাশি:

১০. মকররাশি:

দেবী দুর্গার আশীর্বাদের হাত সদা আপনার উপর থাকুক, এমনটা যদি চান, তাহলে আগামী কয়েকদিন নীল রঙের সঙ্গে বন্ধুত্ব পাতাতে ভুলবেন না যেন! প্রসঙ্গত, এক্ষেত্রে আরেকটি জিনিস জেনে রাখাও একান্ত প্রয়োজন। তা হল, আপনার উপর শনি দেবের নেক নজর সদা রয়েছে। আর নীল রং যেহেতু শনি ঠাকুরর বেজায় পছন্দের, তাই তো এই কালারের জামা-কাপড় পরলে দেবের আশীর্বাদে সারা জীবন অনন্দে কেটে যাওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায় কিন্তু!

১১. কুম্ভরাশি:

১১. কুম্ভরাশি:

এমন বিশ্বাস রয়েছে যে এই রাশির জাতক-জাতিকাদের জন্য লাকি কালার হল ডার্ক নীল এবং কালো। তাই তো কুম্ভরাশির অধিকারীরা যদি এই দুই রঙের জামা-কাপড় বেশি মাত্রায় পরতে পারেন, তাহলে শুধু মা দুর্গাই প্রসন্ন হবেন না, সেই সঙ্গে শনি দেবও বেজায় খুশি হবেন। ফলে দেব-দেবীর আশীর্বাদে সারাটা জীবন যে সুখে-শান্তিতে কেটে যাবে, তা কতি আর বলার অপেক্ষা রাখে!

১২. মীনরাশি:

১২. মীনরাশি:

পুজোর ফ্য়াশনে কী কী রং-এর টপ-কুর্তা বা জিন্স জায়গা করে নেবে, তাই বাছেন কি? তাহলে বন্ধু খেয়াল করে স্য়াফরন, হলুদ এবং যে কোনও হালকা রং-এর জামা-কাপড় কিনতে ভুলবেন না যেন! কারণ জ্য়োতিষ বিশেষজ্ঞদের মতে মীনরাশির জাতক-জাতিকারা যদি নবরাত্রির সময় এই সব রঙের সঙ্গে বন্ধুত্ব পাতান, তাহলে মা দুর্গা বেজায় কুসি হন। ফলে দেবীর আশীর্বাদ তেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা যায় কমে।

Read more about: বিশ্ব
English summary

Wear The Right Colours To Experience The Power Of Navratri

Colours have a very important role and they influence not only our behavioural patterns but also many areas of life. Also, festivals have a great connect to colours. The festival of Navratri is celebrated in honour of the nine forms of Goddess Durga, and each of these forms signifies a particular colour.
Story first published: Wednesday, October 10, 2018, 12:48 [IST]
X
Desktop Bottom Promotion