For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) স্মার্টফোনের ব্যাটারি লাইফ বাড়ানোর সহজ উপায়

|

আজকের দিনে স্মার্টফোন ছাড়া বাঁচা যেন অসম্ভব হয়ে উঠেছে। সকলের হাতেই প্রায় স্মার্টফোন এসে গিয়েছে। আর এর মাধ্যমেই একাধিক গ্যাজেটকে আপনার মোবাইলেই ব্যবহার করতে পারছেন সকলে। তার সঙ্গে বাড়তি পাওনা হিসাবে রয়েছে ফোনে কথা বলা বা ভিডিও কলিংয়ের সুবিধা। [মোবাইলে অতিরিক্ত আসক্তি? বাঁচতে চাইলে এই তথ্যগুলি জেনে নিন]

আগেকার ফোনে কথা বলা বা মেসেজ করার সুবিধার বাইরে খুব বেশি ফিচার থাকত না। স্মার্টফোন আসার পরে সেই ধারণাটাই বদলে গিয়েছে। এখানে স্যোশাল নেটওয়ার্কিং এর পাশাপাশি ছবি আঁকা, গান শোনা, সম্পাদনা করা, গেম খেলা, অনলাইনে জিনিস কেনা, এমন হাজারো সুযোগ-সুবিধা রয়েছে। [মহিলা সুরক্ষায় সব মোবাইলেই থাকবে 'প্যানিক বোতাম']

আর যেহেতু এতগুলি ফিচার বা বৈশিষ্ট্য একটি ফোনেই আপনি পাচ্ছেন, সেহেতু এর ব্যাটারি লাইফ যে স্বল্পস্থায়ী হবে সেটা বলাই বাহুল্য। স্মার্টফোন নিয়ে এই একটাই অভিযোগ করে করে সকলে ক্লান্ত। [কীভাবে মোবাইলের ক্ষতিকর বিকিরণ থেকে বাঁচবেন]

তবে কয়েকটি উপায় মেনে চললে আপনার স্মার্টফোনের ব্যাটারিলাইফও দীর্ঘস্থায়ী হতে পারে। কি সেই উপায় তা জানতে ক্লিক করুন নিচের স্লাইডে। [আর মাত্র ৮ বছর আয়ু রয়েছে ইন্টারনেটের, বলছেন বিজ্ঞানীরা]

ব্যাটারি সেভার মোড

ব্যাটারি সেভার মোড

সব স্মার্টফোনেই ব্যাটারি সেভার মোড থাকে। যদি দেখেন, মোবাইল বহুক্ষণ চার্জ দিতে পারবেন না, সেটা ব্যবহার করুন।

অ্যাপসগুলি চেক করুন

অ্যাপসগুলি চেক করুন

আপনার অজান্তেই বহু অ্যাপস ব্যাকগ্রাউন্ডে প্রসেস হয়ে ব্যাটরি পোড়াতে থাকে। তাই অপ্রয়োজনীয় অ্যাপসগুলিকে বাদ দিন।

অ্যাপস অফ করুন

অ্যাপস অফ করুন

রেডিও, ওয়াই-ফাই, ব্লুটুথ ইত্যাদি অ্যাপস প্রয়োজন না হলে বন্ধ রাখুন।

অটো ব্রাইটনেস চালু করুন

অটো ব্রাইটনেস চালু করুন

নিজের মতো করে স্ক্রিনের উজ্জ্বলতা বাড়িয়ে ব্যাটারি পোড়াবেন না। অটো ব্রাইটনেস করে রাখুন। মোবাইল প্রয়োজনমতো তা বাড়িয়ে কমিয়ে নেবে। তাতে ব্যাটিও কম পুড়বে।

অ্যাপস আপডেট করুন

অ্যাপস আপডেট করুন

নিয়মিত আপনার অ্যাপসগুলি আপডেট করুন। পুরনো অ্যাপসের ব্যাকডেটেড ভার্সন বেশি ব্যাটারি পোড়ায়।

অ্যানিমেটেড ওয়ালপেপার রাখবেন না

অ্যানিমেটেড ওয়ালপেপার রাখবেন না

অ্যানিমেটেড ওয়ালপেপার রেখে অনেকেই নিজের অজান্তে ব্যাটারি লাইফকে একলাফে অনেকটা কমিয়ে দেন। ঘনঘন চার্জ দেওয়া কমাতে এটা করবেন না।

ভাইব্রেট মোডে রাখুন

ভাইব্রেট মোডে রাখুন

সুন্দর রিংটোনের চেয়ে ভাইব্রেট মোডে ফোন রাখলে কম ব্যাটারি পোড়ে।

ভালো নেটওয়ার্ক ব্যবহার করুন

ভালো নেটওয়ার্ক ব্যবহার করুন

আমাদের দেশে সবকটি মোবাইল পরিষেবা সংস্থার নেটওয়ার্ক ভালো নয়। নেটওয়ার্ক সঠিকভাবে ধরতে গিয়ে স্মার্টফোনের ব্যাটারি করে যায়। তাই বারবার মোবাইল চার্জ দেওয়া থেকে বাঁচতে উন্নত নেটওয়ার্কের পরিষেবা ব্যবহার করুন।

English summary

Ways to improve the battery life of your Smart Phone

Ways to improve the battery life of your Smart Phone
Story first published: Tuesday, January 19, 2016, 16:20 [IST]
X
Desktop Bottom Promotion