For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বাড়ির ড্রয়িং রুমে অল্প পরিমাণে নুন এবং হলুদ রাখলে কী কী উপকার পাওয়া যায় জানা আছে?

বাড়িতে যদি অল্প করে হলুদ এবং নুন রাখা যায়, তাহলে গৃহস্থের প্রতিটি কোণায় পজেটিভ শক্তির মাত্রা বাড়তে শুরু করে, আর এমনটা যখন হয়, তখন জীবনের ছবিটা বদলে যেতে সময় লাগে না।

|

শুনতে নিশ্চয় আজব লাগছে? নিশ্চয় ভাবছেন হঠাৎ করে ড্রয়িং রুমে নুন এবং হলুদ রাখবেন কেন, তাই তো! আসলে বাস্তু নিয়ে যারা গবেষণা করেন, তারা বলেন বাড়িতে যদি অল্প করে হলুদ এবং নুন রাখা যায়, তাহলে গৃহস্থের প্রতিটি কোণায় পজেটিভ শক্তির মাত্রা বাড়তে শুরু করে, আর এমনটা যখন হয়, তখন জীবনের ছবিটা বদলে যেতে সময় লাগে না।

ভাববেন না শুধু বলার জন্য বলা হচ্ছে। বাস্তবিকই কিন্তু নুন এবং হলুদ আপনার জীবনকে বদলে দিতে পারে। কীভাবে এমনটা সম্ভব, তা যদি জানতে চান, তাহলে বাকি প্রবন্ধে চোখ রাখতে ভুলবেন না যেন! প্রসঙ্গত, বিশেষজ্ঞদের মতে ঠাকুর ঘরে বা ড্রয়িং রুমে দুটো ছোট্ট বাটিতে, লোকের নজর এড়িয়ে যদি হলুদ এবং নুন রাখতে পারেন, তাহলে...

১. পরিবারে সমৃদ্ধির ছোঁয়া লাগতে সময় লাগে না:

১. পরিবারে সমৃদ্ধির ছোঁয়া লাগতে সময় লাগে না:

এমনটা বিশ্বাস করা হয় যে বাড়ির যে জায়গায় সারাদিনে সবথেকে বেশি মাত্রায় লোকের আনাগনা থাকে, সেখানে যদি নুন রাখা যায়, তাহলে নেগেটিভ শক্তির প্রভাব কমতে শুরু করে। সেই সঙ্গে গৃহস্থের অন্দরে মা লক্ষ্মীর আগমণ ঘটে। আর এমনটা যখন হয়, তখন পরিবারে অর্থনৈতিক সমৃদ্ধির ছোঁয়া লাগতে সময় লাগে না। ফলে যে কোনও ধরনের অর্থনৈতিক সমস্যা কমে যেতে সময় লাগে না। শুধু তাই নয়, পরিবারে কোনও ধরনের কলহ মাথা চাড়া দিয়ে ওঠার আশঙ্কাও কমে।

২. বাপ্পার আশীর্বাদ মেলে:

২. বাপ্পার আশীর্বাদ মেলে:

বাস্তু বিশেষজ্ঞদের মতে বাড়ির ঠাকুর ঘরে নুন এবং হলুদ রাখলে গনেশ দেবের আগমণ ঘটে গৃহস্থে। আর যখন বাপ্পার আশীর্বাদ মেলে, তখন জীবনের ছবিটা বদলে যেতে সময় লাগে না। আসলে এমনটা হলে পরিবারের অন্দরে যেমন সুখের ঝাঁপি কখনও খালি হয় না, তেমনি কর্মক্ষেত্রে উন্নতি লাভের পথও প্রশস্ত হতে শুরু করে।

৩. দুঃখ ধারে কাছেও ঘেঁষতে পারে না:

৩. দুঃখ ধারে কাছেও ঘেঁষতে পারে না:

জানেন কি সুখ বা আনন্দ হল সেই দরজার চাবিকাঠি, যা আপনাকে অনেক অনেক টাকা এবং সুস্থ শরীরের দিকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু মজার বিষয় হল সিংহভাগই জানেন না সুখের সেই ক্ষমতা সম্পর্কে, তাই তো বলি বন্ধু, এই মানব জীবনকে যদি সব দিক থেকে সার্থক করে তুলতে চান, তাহলে আনন্দে থাকতে শিখুন। আর সুখে থাকবেন কীভাবে? এক্ষেত্রে বাড়ির ড্রয়িং রুমে অল্প করে নুন এবং হলুদ রেখে দিন। তারপর দেখুন কী হয়! আসলে এমনটা করলে বাড়ির প্রতিটি কোণায় পজেটিভ শক্তির মাত্রা এত পরিমাণে বাড়তে শুরু করে যে দুঃখ ধারে কাছেও ঘেঁষতে পারে না।

৪. যে কোনও দোষ কেটে যায়:

৪. যে কোনও দোষ কেটে যায়:

খেয়াল করে দেখবেন প্রায় সবারই কুষ্টিতে কিছু না কিছু দোষ থাকে। কেউ মঙ্গল দোষে ভোগেন তো কেই শনির সাড়ে সাতির কোপে পরেন। কিন্তু এই সবের থেকেই বেঁচে থাকা সম্ভব, যদি নুন এবং হলুদকে সঙ্গে রাখেন তো। আসলে এমনটা বিশ্বাস করা হয় যে বাড়ির প্রতিটি কোণায় নুন এবং হলুদ রাখলে জন্মকুষ্টিতে উপস্থিত যে কোনও দোষ কেটে যেতে সময় লাগে না। ফলে জীবন পথে চলতে চলতে কোনও বাঁধার সম্মুখিন হওয়ার আশঙ্কা কমে।

৫. একসঙ্গে রাখবেন না:

৫. একসঙ্গে রাখবেন না:

বাড়ির বিভিন্ন কোণায় হলুদ এবং নুনু রাখলে যে বহুবিধ উপকার পাওয়া যায়, সে সম্পর্কে নিশ্চয় আর কোনও সন্দেহ নেই। কিন্তু এই দুটি উপাদান ভুলেও একসঙ্গে রাখা চলবে না! কারণ বিশেষজ্ঞদের মতে হলুদ এবং নুন একসঙ্গে রাখলে উপকার তো মেলেই না, উল্টে নানাবিধ অপকার হতে শুরু করে।

৬. দরজায় আয়না:

৬. দরজায় আয়না:

এমনটা বিশ্বাস করা হয় যে বাড়ির কোনও দরজায় আয়না থাকলে নানাবিধ ক্ষতি হওয়ার আশঙ্কা বেড়ে যায়। আর যদি আয়নার সামনে নুন এবং হলুদ রাখেন তাহলে তো আরও কোলো! কারণ এমনটা করলে কোনও উপকার পাওয়া যায় না। উল্টে কিছুটা নুন এবং হলুদ নষ্ট হয় মাত্র।

৭. স্ট্রেস এবং ডিপ্রেশনের প্রকোপ কমায়:

৭. স্ট্রেস এবং ডিপ্রেশনের প্রকোপ কমায়:

বিশেষজ্ঞদের মতে পকেটে অল্প পরিমাণে হলুদ রাখলে অথবা প্রতিদিন স্নান সারার পর কপালে হলুদের তিলক লাগালে স্ট্রেস লেভেল কমতে শুরু করে। সেই সঙ্গে মানসিক অবসাদের প্রকোপ কমতেও সময় লাগে না। তাই তো বলি বন্ধু আজকের স্ট্রেলফুল জীবনে যদি সুখে-শান্তিতে থাকতে হয়, তাহলে হলুদকে সঙ্গে রাখতে ভুলবেন না যেন!

৮. বৃহষ্পতি গ্রহের শক্তি বাড়ে:

৮. বৃহষ্পতি গ্রহের শক্তি বাড়ে:

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে জন্মকুষ্টিতে বৃহষ্পতি গ্রহের প্রভাব বাড়তে থাকলে জীবনে সুখ এবং সমৃদ্ধির ছোঁয়া লাগতে সময় লাগে না। তাই তো বাড়ির ড্রয়িং রুমে নুন এবং হলুদ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। কিন্তু হলুদ এবং নুনের সঙ্গে বৃহষ্পতি গ্রহের প্রভাব বাড়া বা কমার সম্পর্ক কোথায়? আসলে এমনটা বিশ্বাস করা হয় যে বাড়ির প্রতিটি কোণায় নুন এব হলুদ রাখলে বৃহষ্পতি সদয় হতে শুরু করে। ফলে নানাবিধ উপকার পেতে সময় লাগে না।

Read more about: বিশ্ব
English summary

Want to appease Lord Ganesha & Maa Lakshmi? Keep salt and turmeric at home!

As per common folklore, elders of the family believed that if salt is kept in the house, it invites prosperity. And in homes where salt is missing, Maa Lakshmi ignores them.
Story first published: Friday, July 27, 2018, 15:37 [IST]
X
Desktop Bottom Promotion