For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা, বলিউডে শোকের ছায়া

|

চলে গেলেন কিংবদন্তি বলিউড অভিনেত্রী বিদ্যা সিনহা। বৃহস্পতিবার দুপুর ১২ টায় মুম্বই-এর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। গত সপ্তাহে ফুসফুস ও হৃদরোগ জনিত সমস্যা নিয়ে তিনি মুম্বাইয়ের জুহু-র একটি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা চললেও শেষরক্ষা হয়নি। বৃহস্পতিবার ওই হাসপাতালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর অভিনীত সিনেমাগুলির মধ্যে, 'রজনীগন্ধা', 'পতি পত্নী অর ওহ', 'ছোটি সি বাত' একসময় দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছিল।

vidya sinha

পারিবারিক জীবন -
১৫ নভেম্বর ১৯৪৭ সালে বিদ্যা সিনহা জন্মেছিলেন মুম্বইতে। তাঁর পিতা হলেন ভারতীয় ফিল্ম প্রোডিউসার ও সিনেমা পরিচালক মোহন সিনহা-র জামাই প্রতাপ এস. রানা। ১৯৬৮ সালে প্রতিবেশী যুবক তামিল ব্রাহ্মণ ভেঙ্কটেশ্বরন আইয়ার-কে বিবাহ করেন তিনি। বিয়ের পর ১৯৮৯ সালে এক কন্যা সন্তানকে দত্তক নেন তিনি। তাঁর কন্যার নাম ছিল জান্হবী। ১৯৯৬ সালে মৃত্যু হয় বিদ্যা সিনহার প্রথম স্বামীর।

এরপর তিনি অষ্ট্রেলিয়ান ডাক্তার নেতাজী ভীমরাও-কে বিবাহ করেন। কিন্তু, ২০০৯ সালে ভীমরাওয়ের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ দায়ের করেন বিদ্যা সিনহা। ফলে, তাঁর দ্বিতীয় বিয়েও বেশিদিন স্থায়ী হয়নি।

ফিল্ম ও টেলিভিশন কোরিয়ার -
১৮ বছর বয়সে মডেলিং -এর মাধ্যমে তিনি তাঁর কেরিয়ার শুরু করেন। বেশ কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ডের হয়ে তিনি মডেলিং করেন। তাঁর অভিনীত প্রথম সিনেমা হল,'রাজা কাকা (19741১৯৭৪)'। এই সিনেমাতে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন কিরণ কুমার। এরপর, তিনি বসু চ্যাটার্জী পরিচালিত স্বল্প বাজেটের ছবি 'রজনীগন্ধা (১৯৭৪)' করেন। এই ছবির মাধ্যমেই তিনি অভিনয় জগতে খ্যাতি অর্জন করেছিলেন। তাঁর অভিনীত ছবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, 'ছোটি সি বাত (১৯৭৫)', 'কর্ম (১৯৭৭)', 'মুক্তি (১৯৭৭)', 'কিতাব (১৯৭৭)', 'ইনকার (১৯৭৭)', 'পতি পত্নী অর ওহ (১৯৭৮)', 'মীরা (১৯৭৯)', 'জোশ (১৯৮১)'। এছাড়াও , তিনি আরও অনেক ছবিতে অভিনয় করেছেন। ১০ বছরের মধ্যে তিনি ৩০ টি ছবিতে অভিনয় করেছেন। দীর্ঘদিন বিরতির পর ২০১১ সালে সলমন খানের 'বডিগার্ড ' ছবিতে তিনি কামব্যাক করেন। এটাই ছিল তাঁর অভিনীত শেষ সিনেমা।

অষ্ট্রেলিয়া থেকে ফিরে তিনি টিভি সিরিয়ালে অভিনয় শুরু করেছিলেন। 'বৌ রানী', 'হাম দো হ্যায় না', 'ভাবি', 'কাব্যঞ্জলি ', 'কবুল হ্যায়', 'ইত্তি সি খুশি', 'কুলফি কুমার বাজেওয়ালা ' -এরকম আরও অনেক সিরিয়ালে অভিনয় করেছেন।

Read more about: death lung
English summary

Vidya Sinha Passes Away in Mumbai

Popular actress Vidya Sinha, who was famous for her roles in movies such as Pati Patni Aur Woh, Chhoti Si Baat and Rajnigandha, passed away following a cardiac arrest.
X
Desktop Bottom Promotion