For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Valentine's Day 2023: ভ্যালেন্টাইনস ডে-তে কী পরবেন ভাবছেন? দেখে নিন আইডিয়া

|

আজ ভ্যালেন্টাইনস ডে। কীভাবে দিনটি পালন করা হবে, সঙ্গীকে কী উপহার দেওয়া হবে, প্রায় সমস্ত প্ল্যানই আশা করি তৈরি। কিন্তু, ভ্যালেন্টাইনস ডে-এর দিন কী পোশাক পরবেন তা নিয়ে যদি এখনও চিন্তায় থাকেন, তবে এই আর্টিকেলটি পড়ুন। আজ আমরা এই নিবন্ধে এমন কিছু দারুণ ভ্যালেন্টাইনস ডে স্পেশাল ড্রেস আইডিয়া নিয়ে এসেছি, যা পরলে আপনার সঙ্গী আপনাকে এক ঝলক দেখেই আবার প্রেমে পড়ে যেতে পারে।

Outfit Ideas For Women

কথিত আছে, ভ্যালেন্টাইনস ডে মানেই লাল রঙ। কারণ, লাল রঙ হল ভালবাসার প্রতীক। তাই, এই ভালবাসার দিনে সকলেই চায় লাল রঙের পোষাক পরিধান করতে। কিন্তু, বর্তমান দিনে সবারই স্বাদের পরিবর্তন হয়েছে। সকলেই নিজের ফ্যাশন সম্পর্কে সচেতন। কী পরলে বা কোন রঙের পোশাক পরলে নিজেকে সুন্দর লাগবে তা নিয়ে কিন্তু সকলেই যথেষ্ট সজাগ। তাই শুধু লাল নয়, লাল মিশ্রিত বা লাল রঙ ছাড়াই হতে পারে এবারের ভ্যালেন্টাইন ডে-এর আউটফিট লুক। তবে, চলুন দেরি না করে দেখে নিই পোশাক আইডিয়াগুলি -

১) গাউন

১) গাউন

বর্তমান দিনে ভ্যালেন্টাইন'স ডে-এর সাজগোজের ক্ষেত্রে অনেকেরই পছন্দের পোশাক হল গাউন। কারণ, এটি এমন একটি পোশাক যা আপনার পা পর্যন্ত বিস্তৃত থাকবে অথচ আপনাকে দেখতেও সুন্দর লাগবে। একে আবার ম্যাক্সি ড্রেস-ও বলা হয়।

আপনি কি একটি পারফেক্ট ডেটের পরিকল্পনা করছেন? দেখে নিন আপনার রাশি অনুযায়ী কিছু ডেটিং আইডিয়াআপনি কি একটি পারফেক্ট ডেটের পরিকল্পনা করছেন? দেখে নিন আপনার রাশি অনুযায়ী কিছু ডেটিং আইডিয়া

নিজের পছন্দ অনুযায়ী এক রঙের বা বিভিন্ন ডিজাইনের গাউন পরতে পারেন। আর রঙের ক্ষেত্রে লাল-এর পাশাপাশি বেছে নিতে পারেন কালো, নীল বা হালকা কোনও রঙের গাউন। এটি সম্পূর্ণ নির্ভর করবে আপনার পছন্দের উপর। গাউনের সাথে চুল খোলা রাখতে পারেন। কানে ও গলায় পরুন পাথরের হালকা গয়না, হাতে পরুন ঘড়ি বা ব্রেসলেট। এছাড়া, হাতে ছোট পার্সও রাখতে পারেন। এর সঙ্গে পছন্দসই হাই হিল বা ফ্ল্যাট জুতো পরুন। তৈরি আপনার ভ্যালেন্টাইন'স ডে-এর পারফেক্ট লুক।

২) শার্ট ও প্যান্ট

২) শার্ট ও প্যান্ট

আই টি বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কর্মরত মহিলারা বেশিরভাগ ক্ষেত্রেই শার্ট-প্যান্ট পরতে অভ্যস্ত। এক্ষেত্রে আপনিও যদি অফিস ফেরত ভ্যালেন্টাইন ডে-এর ডেটে যেতে চান তবে, বেছে নিতে পারেন মানানসই রঙের প্যান্ট ও শার্ট। সঙ্গে রাখুন একটি লং ব্লেজার। চুল ছোট হলে খোলা রাখুন ও বড় হলে খোঁপা বা স্টাইলিশ বিনুনি করে নিন। এর সঙ্গে মানানসই জুতো পরুন। গলায় হালকা চেন ও কানে পাথরের হালকা দুল পরে বেরিয়ে যান ভ্যালেন্টাইন ডেটে।

৩) জিন্স ও টপ

৩) জিন্স ও টপ

ভারতীয়দের কাছে ওয়েস্টার্ন পোশাকের মধ্যে জিন্স-টপ সর্বাধিক প্রচলিত। অনেকেই এটি পরতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। সেক্ষেত্রে আপনিও যদি এটি পছন্দ করে থাকেন তবে, জিন্সের সঙ্গে পরুন সুন্দর একটি টপ। হালকা টর্ন জিন্সের সঙ্গে ক্রপ টপ পরতে পারেন। আবার আপনার নিজের পছন্দের মানানসই জিন্স টপও পরতে পারেন। এই পোশাকের সঙ্গে নিয়ে নিন পছন্দমতো স্লিং ব্যাগ। এর সঙ্গে মানানসই হিল-ও পরতে পারেন আবার ফ্ল্যাট জুতোও পরতে পারেন। চুল খোলা রাখতে পারেন আবার পছন্দ অনুযায়ী বেঁধে নিতে পারেন।

৪) লিটল ব্ল্যাক ড্রেস

৪) লিটল ব্ল্যাক ড্রেস

ভ্যালেন্টাইন'স ডে-এর পার্টি হোক কিংবা ডেট, লিটল ব্ল্যাক ড্রেস সব জায়গাতেই মানানসই। কারণ, এটি পরলে যে কাউকেই অত্যন্ত স্মার্ট ও দুর্দান্ত দেখায়। তাই, এই দিনে সকলের নজর কাড়তে পরতে পারেন এই ড্রেসটি। হালকা মেকআপ ও হালকা গয়না পরুন এই ড্রেসের সঙ্গে। বেছে নিতে পারেন একটু হিল জুতো। হিল পরার অভ্যেস না থাকলে পরুন ডিজাইন ফ্ল্যাট জুতো। হাতে পরুন ঘড়ি বা ব্রেসলেট।

৫) সালোয়ার-কামিজ

৫) সালোয়ার-কামিজ

আপনি যদি একদম এথেনিক লুকে থাকতে চান তাহলে অবশ্যই পরতে পারেন স্টাইলিশ সালোয়ার-কামিজ। সালোয়ার-কামিজ মানেই যে ঢিলেঢালা পোশাক তা কিন্তু একেবারেই নয়। এই ভ্যালেন্টাইনে সবার থেকে আলাদা লুকস্ দিতে পরতে পারেন কিছু ডিজাইন করা ঐতিহ্যবাহী সালোয়ার-কামিজ। হালকা বা ডিপ রঙের কোনও সালেয়ার কামিজ বেছে নিন, সঙ্গে রাখুন মানানসই দোপাট্টা। হালকা মেকআপ এর সঙ্গে নিন হালকা গয়না। পরুন হিল দেওয়া জুতো।

English summary

Valentines Day Dress Code 2023: Here Are 5 Outfit Ideas For Women

To make you compliment-ready and the most attractive on V-day, we have listed down top 5 ways of styling, which can make you the diva of your partner's dreams on this Valentine's Day.
X
Desktop Bottom Promotion