Related Articles
ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (ইউএএন): ইপিএফ সদস্যদের জন্য ৬ গুরুত্বপূর্ণ তথ্য
ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর বা ইউএএন হল এক ছাতার তলায় একাধিক সংস্থা থেকে প্রদান করা এক ব্যক্তির একাধিক ইপিএফ আইডি।
এর অর্থ হল যখন কোনও ব্যক্তি কর্মক্ষেত্রে চাকরির সুবাদে সংস্থা পরিবর্তন করেন, তখন তাঁর ইপিএফ নম্বরও বদলে যায়। কিন্তু এই ইউএএন -এর সাহায্যে আপনার পুরনো সংস্থাগুলির ইপিএফ নম্বরের মধ্যে যোগসূত্র বজায় থাকে।
এই ইউএএন নম্বর সংক্রান্ত ৬টি জরুরি তথ্য
১) কীভাবে পেতে পারেন ইউএএন নম্বর?
আপনার নিয়োগকর্তা আপনাকে এই নম্বরটি দেবে। কোনও কর্মী যদি কর্তৃপক্ষের তরফে এই ইউএএন নম্বর না পেয়ে থাকেন তাহলে শীঘ্রই অফিসের মানবসম্পদ দফতর বা এইচআর দফতরে যোগাযোগ করুন।
২) ইউএএন কীভাবে পোর্টালের সাহায্যে অ্যাক্সেস করবেন?
সদস্যদের ইউএএন সদস্য পোর্টাল ওয়েবসাইটে ঢুকতে হবে।
http://uanmembers.epfoservices.in
প্রথমে নিজের পোর্টালে দেওয়া 'ACTIVATE YOUR UAN' ইউএএন সক্রিয় করতে হবে। আর তার জন্য ইউএএন, মোবাইল নম্বর, এবং 'মেম্বার আইডি'-র প্রয়োজন হবে।
৩) ইউএএন কার্ড ডাউনলোড
নিজের ইউএএন এবং সঠিক পাসওয়ার্ড দিয়ে প্রথমে পোর্টালে লগ ইন করতে হবে। তারপর 'ডাউনলোড' মেনুতে গিয়ে 'Download UAN Card'-এ ক্লিক করতে হবে।
এই কার্ডের প্রিন্ট আউট আপনি নিয়ে রাখতে পারবেন 'Download UAN Card' বোতামে ক্লিক করে।
৪) পূর্বতন অফিসগুলির সদস্য আইডি থাকার প্রয়োজনীয়তা কী?
একই ইউএএন নম্বরের মধ্যে আগের সমস্ত অফিসের দেওয়া আপনার সদস্য আইডিগুলি আপনি দেখতে পারবেন একই জায়গা থেকে। এমনকী আপনার আগের ইপিএফ অ্যাকাউন্টের টাকার অনলাইন স্থানান্তরের আবেদনও আপনি করতে পারবেন ইউএএন-এর মাধ্যমে।
মেনু থেকে'Previous Member ID'-এর ভিতরে থাকা 'List Previous Member ID' বা 'View Status'-এ ক্লিক করে আপনার পুরনো ইপিএফ অ্যাকাউন্টও দেখতে পারবেন।
ভবিষ্যতে আলাদা আলাদা করে সদস্য আইডি তালিকাভুক্ত করার প্রয়োজন নেই কারণ ফর্ম ১১-য় পদত্ত তথ্যের ভিত্তিতে সয়ংক্রিয়ভাবেই পুরনো সদস্য আইডিগুলি যোগ হয়ে যাবে।
ওই ব্যক্তিকে শুধু ফর্ম ১১-র মাধ্যমে ইউএএন অথবা পূর্ববর্তী সদস্য আইডি নতুন অফিসকে দিতে হবে।
৫) চাকরি বদলানোর ক্ষেত্রে কী করণীয় ?
শুধুমাত্র নতুন অফিসকে আপনার ইউএএন নম্বরটা জানাতে হবে।
৬) ডাউনলোড বা প্রিন্ট আউট নেওয়ার পদ্ধতি
লগ ইন করুন (User Name - সবসময় আপমাপ ইউএএন হবে)
ডাউনলোড মেনু থেকে গিয়ে 'Download UAN Card' অপশন বেছে নিন।
ইউএএন কার্ডটি খুললেই 'Download UAN Card' বোতামটি ক্লিক করুন।