For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) জটিল যেসব জেনেটিক সমস্যা নিয়ে পৃথিবীতে এসেছে মানুষ

By Oneindia Bengali Digital Desk
|

সন্তানের জন্ম দেওয়া এক চরম আনন্দের মুহূর্ত। একে ভাষায় বর্ণনা করা যায় না। একজন মহিলার কাছে এর চেয়ে খুশির মুহূর্ত আর কিছু হতে পারে না। তবে জন্মের সময় যদি কিছু গন্ডগোল হয় তাহলে দুঃখের শেষ থাকে না।

অদ্ভুত অঙ্গধারী এই মানুষদের বাস এই পৃথিবীতেই

১২ বিস্ময় নারী, যাঁরা বাস করেন এই পৃথিবীতেই!

আর এসবই হয় জিনগত নানা কারণে। কারণ একটিমাত্র জিনও নানা শারীরিক ত্রুটি বা সমস্যার সৃষ্টি করতে পারে। যার ফলে বীভৎস শারীরিক আকার বা রূপ নিয়ে অনেকের জন্ম হয় পৃথিবীতে।

৯টি অদ্ভুদ জিনিস পাওয়া গিয়েছে মানুষের পেটে!

প্রতি বছর 'লিঙ্গ' উৎসবে মেতে ওঠেন জাপানিরা!

নিচের স্লাইডে এমন জেনেটিক নানা সমস্যা নিয়ে জন্ম নেওয়া মানুষদের সম্পর্কে জানানো হয়েছে। বিষয়টি বেশ ভয়াবহ হলেও এটি অবশ্যই জানার মতো একটি বিষয়।

এক চোখের শিশু

এক চোখের শিশু

২০০৬ সালে ভারতে এই শিশুর জন্ম হয়। শিশুটির মাত্র একটিই চোখ ছিল। চিকিৎসকেরা মনে করেছিলেন, অ্যান্টি-ক্যানসার ড্রাগের ডোজের কারণেই এই সমস্য়া হয়েছিল। জন্মের কিছুক্ষণের মধ্যেই মারা যায় শিশুটি।

বিশালাকৃতি হাত

বিশালাকৃতি হাত

এই ধরনের অবস্থাকে বলে ম্যাক্রোড্যাক্টিলাই। ২০০৭ সালে সাংহাই প্রদেশে এই ঘটনাটি সামনে আসে। লুই হুয়া নামে একজনের বৃদ্ধাঙ্গুষ্ঠের মাপ দেখা যায় ১০.২ ইঞ্চি। তর্জনীর মাপ ছিল প্রায় ১২ ইঞ্চি।

ব্যাঙের মতো রূপ

ব্যাঙের মতো রূপ

নেপালে এমন একটি শিশুর জন্ম হয়েছিল যা ব্যাঙের মতো দেখতে। তবে জন্মের আধঘণ্টা পর শিশুটি মারা যায়।

তিনটি হাত

তিনটি হাত

চিনে এই শিশুটির জন্ম হয়। জন্মের সময় তিনটি হাত ছিল। তবে পরে অস্ত্রোপচার করে একটি হাত বাদ দেন চিকিৎসকেরা।

উল্টো পা

উল্টো পা

উল্টো পা নিয়ে চিনে জন্ম নেন এক মহিলা। এভাবেই বেঁচে থাকার চেষ্টা চালিয়ে গিয়েছেন তিনি।

English summary

Unbelievable Genetic Accidents That Will Shock You

Unbelievable Genetic Accidents That Will Shock You
Story first published: Monday, May 23, 2016, 17:07 [IST]
X