For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ভারতীয়দের ১২-টা খুব নোংরা অভ্যাস

By Riddhi Ghosh
|

ভারতবর্ষে লোকের বৈচিত্র্য প্রচুর।কিছু মুষ্টিমেয় লোকের খারাপ অভ্যাসের জন্য আপনার আপসোশ হবে যে আপনি এই দেশের নাগরিক।এই তালিকাভুক্ত অভ্যেসগুলো নির্দ্বিধায় ভারতীয় হিসেবে আমাদের লজ্জায় ফেলে দেবে!আপনি যদি কোনও রাস্তা দিয়ে হেঁটে যান, রাস্তার পাশে ফেলে রাখা ময়লা আপনার চোথ এড়াবে না।

এর চেয়েও নক্কড়জনক ব্যাপার, পুরুষ মানুষেরা তাদের এলাকা ভাগ করে রেখেছে দেওয়ালে প্রস্রাবের দাগে।অভ্যেসগুলো খুবই অদ্ভূত, কিন্ত কোনও দিক থেকেই এই অভিঞ্জতাগুলো থেকে আপনি বঞ্চিত হবেন না।এখানে দেখুন এরকম কিছু অভ্যেস যা আমাদের ভারতীয় বানায়। পড়ে দেখুন!

দরাদরিতেই আসল দাম পাওয়া যায়

দরাদরিতেই আসল দাম পাওয়া যায়

ভারতবর্ষে সবজি, জামা কাপড় বা আসবাবপত্র - সবই সস্তায় কেনা যায় শুধু যদি আপনরা দারুণ দরাদরির ক্ষমতা থাকে।এটা একটা অভ্যেস যা প্রতিটি ভারতীয়র মধ্যে দেখা যায়।

প্রটিটা দেওয়াল ভেজানো

প্রটিটা দেওয়াল ভেজানো

ভারতীয় পুরুষের একটা খুব বাজে অভ্যেস হল সব দেওয়ালে প্রস্রাব করা।এই অভ্যেসটা অনায়াসে পালটানো যায় যদি তারা জনসাধারণের জন্য তৈরী শৌচালয়গুলো ব্যবহার করে।

প্রতিটা নালা বন্ধ করেই ছাড়বে

প্রতিটা নালা বন্ধ করেই ছাড়বে

কেন যে মানুষের অভ্যেস সব জঞ্জাল ময়লা ফেলার পাত্রে না ফেলে নালাতে ফেলবে বা টয়লেটে সেটা ধুয়ে দেবে!রাস্তার পাশে ময়লার ঢিপ বানানো যেন ভারতীয়দের অভ্যেস।

যত দোষ রাজনীতিবিদদের

যত দোষ রাজনীতিবিদদের

রাজনীতিবিদদের দোষারোপ করার আগে নিজেরা উঠে দাঁড়ান এবং প্রথম পদক্ষেপ নিন দেশের জন্য কিছু ভাল করে দেখানোর।শুধু মাত্র রাজনীতিবিদদের দোষারোপ করা একটা খুবই বাজে অভ্যেস যা প্রতিটা ভারতীয়দের আছে।

বিয়ে বাড়িতে অতিভোজজন

বিয়ে বাড়িতে অতিভোজজন

ভারতবর্ষে বিয়ে একটা এলাহি ব্যাপার।আর আপনি যদি একটা বিনা নিমণ্ত্রণে সেখানে পৌঁছে যান, তাহলে দেখে অবাক হবেন কী ভাবে মানুষ খাবারের ওপর ঝাঁপিয়ে পড়ে।ব্যাপারটা যেমন বিরক্তিকর, তেমনি দেখতেও বিশ্রী লাগে।

কন্যা সন্তানের বীভিষিকা!

কন্যা সন্তানের বীভিষিকা!

আপনি একটা সুন্দর মিষ্টি বাচ্চা মেয়ের জন্ম দিলেন - পুরো পরিবার আপনাকে মোটেই ভাল চোখে দেখবে না।ছেলে না মেয়ে - এই ভেদাভেদটা ভারতীয়দের মধ্যে একটা খুব বাজে অভ্যেস।

“সগুন বা প্রণামির” ক্ষমতা

“সগুন বা প্রণামির” ক্ষমতা

প্রণামি দেওয়ার রীতি বোধহয় আমাদের দেশে কোনদিন যাবেনা। রীতি বলুন বা দায়িত্ব, সোনা ওজন করে দেখা হবেই, প্রতিটি টাকার নোটও দুবার করে গোনা হবেই!

প্রতিটা ট্র্যাফিক সিগন্যাল ভাঙতেই হবে

প্রতিটা ট্র্যাফিক সিগন্যাল ভাঙতেই হবে

তাড়া থাক বা না থাক, এটা একটা স্বাভাবিক বাতিক প্রতিটি ভারতীয়র যেন, লাল বাতি না মানার বা কোনও এ্যাম্বুলেন্সের পিছনে তাড়া করার।

উপরি কিছু আয়

উপরি কিছু আয়

ওপর মহল থেকে নিচের স্তরেও, সবাই দেখবেন কিছু উপরি আয়ের ধান্দায়, সে যত কমই হোক না কেন।সবুজ কাগজের জন্য হাত বাড়াতে দেখবেন বেশির ভাগ ভারতীয়দের - এ এমন এক নোংরা অভ্যাস যার কিছু করার উপায় নেই।

ভুললে চলবে না “মেয়েদের প্রতি টিটকিরি বা ইভ টিসিং”

ভুললে চলবে না “মেয়েদের প্রতি টিটকিরি বা ইভ টিসিং”

মেয়েদের প্রতি টিটকিরি, খুবই ঘটে থাকে ভারতে।এটা বেআইনি হলেও বেশির ভাগ দেশের অংশে হয়েই থাকে।

ধর্মের শক্তি

ধর্মের শক্তি

ভারতে বোধহয় এটা আমার ধর্ম ওটা তোমার, এই নিয়ে মারপিট কোনোদিনই যাবে না।এটা একটা অদ্ভুত বাজে স্বভার ভারতীয়রা মেনে চলে।

“আয়োজিত বিবাহ” খুবই আবশ্যক

“আয়োজিত বিবাহ” খুবই আবশ্যক

আয়োজিত বিবাহ - বেশির ভাগ ভারতীয় বাড়ির জন্য আবশ্যক।আপনি যদি কারোর সাথে ঘুরছেন ও পছন্দও করে ফেলেন, তাতেও বাবা মা জোর দেবে তাঁদের পছন্দেই বিয়ে করা।

Read more about: জীবন
English summary

যে সব অভ্যেস আমাদের ভারতীয়তার পরিচয় তৈরী করে। ভারতীয় অভ্যেস। যে সব অভ্যেস শুধু ভারতেই দেখবেন।

India is a land filled with a diversity of people. However, there are a handful of people who have disgusting habits which will make you sob to be this nationality. The listed out habits that makes us Indian will no doubt make you feel ashamed!
Story first published: Tuesday, November 29, 2016, 12:16 [IST]
X
Desktop Bottom Promotion