For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

এই বিষয়গুলি লক্ষ করলে যে কোনও মানুষের সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জেনে যাওয়া সম্ভব!

আজ এই প্রবন্ধে এমন কিছু সহজ উপায় সম্পর্কে আলোচনা করা হল, যা মনে রাখলে যে কোনও মানুষের চরিত্রকে ডিকোড করতে আপনার পাঁচ মিনিটের বেশি সময় লাগবেই না।

By Nayan
|

বিশ্বের তাবড় গোয়ান্দারা বিশ্বাস করেন কোন মানুষের চরিত্র সম্পর্কে একবার জেনে গেলে সেই মানুষটিকে নিজের ইচ্ছা মতো চালনা করা বাঁ হাতের কাজ। তাই তো আজকের প্রতিযোগিতাময় জীবনে যে কানও বাজি জিততে অনেকেই মানুষ চেনার নানা ট্রিক্স শিকতে ক্লাসে জয়েন করে থাকেন! তবে আপনাকেও যে এমনটা করতে হবে, তা নয়! কারণ আপনার পাশে রয়েছে আপনার প্রিয় বন্ধু বোল্ডস্কাই বাংলা।

কেন এমন কথা বলছি তাই ভাবছেন নিশ্চয়? আসলে আজ এই প্রবন্ধে এমন কিছু সহজ উপায় সম্পর্কে আলোচনা করা হল, যা মনে রাখলে যে কোনও মানুষের চরিত্রকে ডিকোড করতে আপনার পাঁচ মিনিটের বেশি সময় লাগবেই না। তাই বন্ধু এমন ট্রাম্প কার্ডকে যদি সব সময় নিজের হাতে রাখতে চান, তাহলে এই প্রবন্ধেটি পড়তে ভুলবেন না যেন!

প্রসঙ্গত যে কোনও মানুষের চরিত্রের নানা দিক সম্পর্কে ধারণা করতে সাধারণত যে যে বিষয়গুলি নজরে রাখতে হয়, সেগুলি হল...

১. কী ধরনের বই পড়তে পছন্দ করে সেদিকে নজর রাখুন:

১. কী ধরনের বই পড়তে পছন্দ করে সেদিকে নজর রাখুন:

কে কেমন বই পড়ছে, তা দেখে সেই ব্যক্তির মানসিক গঠন সম্পর্কে অনেকাংশেই ধরণা করা সম্ভব। কীভাবে এমনটা সম্ভব? একাধিক সাইকোলজিকাল টেস্টের পর বিশেষজ্ঞরা জানতে পেরেছেন যারা ক্লাসিকাল বুক পড়তে বেশ পছন্দ করেন, তারা সাধারণ যে কোনও মানুষকে খুব ভিতর থেকে জানার চেষ্টা করেন। উপরে উপরে কাউকে জানতে এদের একেবারেই আগ্রহ থাকে না। তাই এমন মানুষের সঙ্গে বন্ধুত্ব পাতাতে চাইলে নিজেকে মেলে ধরতে হবে। যত আপনার সম্পর্কে সে জানতে পারবে, তত দেখবেন বন্ধুত্ব গভীরতা খুঁজে পাবে। অন্যদিকে যারা ফ্য়ান্টাসি কেন্দ্রিক বই পড়তে পছন্দ করেন, তাদের সাইকোলজিস্টরা "ডে ড্রিমার" হিসেবে বিবেচিত করে থাকেন। এরা স্বপ্নের জগতে থাকতেই বেশি পছন্দ করেন। এদিকে যারা ইতিহাস সম্পর্কির বিষয়ে জানতে বেশি আগ্রহী থাকেন, তারা যে কোনও বিষয়ে খুঁটিয়ে জানতে খুব ভালবাসেন। শুধু তাই নয়, কারও সঙ্গে সম্পর্ক তৈরির সময়ও তারা একই ভাবে সেই মানুষটির খুঁটিনাটি বিষয় নজরে রাখেন! আর যারা ভূতের বই পড়তে পছন্দ করেন তারা কেমন হয়? এরা অ্যাড্রিনালিন রাশ খুব ভালবাসেন। তাই তো এমন মানুষেরা বেজায় অ্যাডভেঞ্চার প্রিয়ও হয়ে থাকেন!

২. হাতের গঠন:

২. হাতের গঠন:

বিখ্যাত ফিঙ্গারপ্রিন্ট অ্যানালিস্ট হেলেন এলিজাবেথের মতে হাতের গঠন দেখে কোনও মানুষের সম্পর্কে অনেক কিছু জানা সম্ভব! শুধু তাই নয়, কার জীবনে সুখের সময় চলেছে, না দুখের সে বিষয়েও অনেকাংশে জানা সম্ভব হাতের গঠন লক্ষ করে। আর যদি চরিত্রের প্রসঙ্গে আসেন, তাহলে বলতে হয় যাদের হাতের তালু খুব চওড়া হয়, তারা যে কোনও সমস্যাকে সামনে থেকে ফেস করতেই বেশি পছন্দ করেন। তবে নিজের মনের কথা বলতে এরা একেবারেই অপারক হন। তাই এমন কোনও মানুষকে ভালবেসে থাকলে তার মনের কথা জানার জন্য অপেক্ষা না করে আপনাকেই কিন্তু এগিয়ে যেতে হবে। প্রসঙ্গত,যাদের হাতের তালু গোলকার হয় এবং আঙুল হয় ছোট ছোট তারা খুব সাহসি হন, সেই সঙ্গে অচেনা মানুষের সঙ্গে বন্ধুত্ব পাতাতেও এরা খুব ভালবাসেন। অন্যদিকে, যাদের হাতের তালু হয় আয়তক্ষেত্রাকার, তারা বেজায় বাস্তববোধ সম্পন্ন হন। শুধু তাই নয়, যে কোনও বিষয়কে পরখ করে তবে তা গ্রহণ করতেই এরা বেশি পছন্দ করেন! আর যাদের হাতের আঙুল খুব লম্বা লম্বা হয় এবং তালু হয় ছোট, তারা মূলত শৈল্পিক মনের অধিকারি হয়ে থাকেন।

৩. কতক্ষণ অন্তর অন্তর ফোন চেক করেন?

৩. কতক্ষণ অন্তর অন্তর ফোন চেক করেন?

শুনতে অবাক লাগলেও একথা একাধিক গবেষণায় প্রমাণিত হয়ে গেছে যে যারা মানসিকভাবে খুব অস্তির অবস্থায় থাকেন, তারাই মূলত বারে বারে মোবাইল চেক করে থাকেন। তাই কোনও বন্ধুকে এমনটা করতে দেখলে তার পাশে থাকতে ভুলবেন না যেন!

৪. চোখে চোখ মিলিয়ে কথা বলছে কি?

৪. চোখে চোখ মিলিয়ে কথা বলছে কি?

কোনও নতুন মানুষের সঙ্গে অলাপ করার সময় খেয়াল করে দেখবেন তো তিনি আপনার চোখে চোখ রেখে কথা বলছেন কিনা! কেই যদি চোখ মিলিয়ে কথা না বলেন, তাহলে জানবেন তিনি কিছু লোকানোর চেষ্টা করছেন অথবা মানসিকভাবে একেবারেই ভাল অবস্থায় নেই। সেই কারণেই এতটাই আত্মবিশ্বাস কমে গেছে যে চোখ চোখ রেখে কথা বলার সাহসটুকুও জোটাতে পারছেন না! এদিকে যারা সব সময় চোখে চোখ মিলিয়ে কথা বেলন, তারা খুব আত্মবিশ্বাসী হন, এমনটাই ধরণা বিশেষজ্ঞদের।

৫. হ্যান্ডশেক!

৫. হ্যান্ডশেক!

কে কেমনভাবে হ্যান্ডশেক করছে, তার উপরও তার চারিত্রিক গঠন অনেকাংশে নির্ভর করে। যেমন ধরুন যারা খুব শক্তভাবে হাত ধরে হ্যান্ডশেক করেন, তারা খুব স্ট্রং পার্সোনালিটির হন। অন্যদিকে যারা আত্মবিশ্বাসের অভাবে ভোগেন, তারা কোনও মতে হাতের তালু পাকড়ে করমর্দন সারার চেষ্টা করেন! এখানেই শেষ নয়, সম্প্রতি প্রকাশিত একটি স্টাডি অনুসারে যারা খুব হালকা চাপ দিয়ে খুব সুন্দরভাবে হাত মেলান, তারা মানুষের সঙ্গে মিশতে ভালবাসেন, শুধু তাই নয়, নিজের মনের কথা খুলে বলতে বাস্তবিকই এদের জুড়ি মেলা ভার।

Read more about: বিশ্ব
English summary

আজ এই প্রবন্ধে এমন কিছু সহজ উপায় সম্পর্কে আলোচনা করা হল, যা মনে রাখলে যে কোনও মানুষের চরিত্রকে ডিকোড করতে আপনার পাঁচ মিনিটের বেশি সময় লাগবেই না। তাই বন্ধু এমন ট্রাম্প কার্ডকে যদি সব সময় নিজের হাতে রাখতে চান, তাহলে এই প্রবন্ধেটি পড়তে ভুলবেন না যেন!

The biggest problem human beings have is understanding fellow human beings! It's just tough to get along with others, to go out with them, to trust them and, of course, befriend them! The biggest of all troubles is figuring out what sort of person they are. It seems really tough, right? Except, that it's not. Believe it or not, but little things like our handshakes, or whether or not we bite our nails, say a lot about us.
Story first published: Monday, February 19, 2018, 11:11 [IST]
X
Desktop Bottom Promotion