Related Articles
-
শুনতে হয়তো আজব লাগবে তবে এক চিমটে নুন কিন্তু আপনার বড়লোক হওয়ার স্বপ্ন পূরণ করতে পারে!
-
বাড়িতে থাকে যদি এই জিনিসগুলি তাহলে আপনার মারাত্মক ক্ষতি হবেই হবে!
-
বাড়ি ভাড়া নেওয়ার আগে কী কী বাস্তু নিয়মের দিকে নজর রাখাটা জরুরি জানা আছে?
-
অফিস ডেস্কে এই ৫ টি ফেংশুই আইটেম রাখলে দেখবেন সফলতা আপনার রোজের সঙ্গী হয়ে উঠবে!
-
এই লক্ষণগুলি দেখে বোঝা সম্ভব গুড লাক আপনার সঙ্গে রয়েছে কিনা?
-
প্রেমিক-প্রেমিকার সঙ্গে কি প্রায়ই ঝামেলা হয়? তাহলে সম্পর্ককে বাঁচাতে এই নিয়মগুলি মানতেই হবে!
৩০ পেরতে না পেরতেই বসের ডেপুটির পোস্টটা হাতাতে চান নাকি? তাহলে ঘোড়ার মূর্তি সঙ্গে রাখতে ভুলবেন না
একেবারেই ঠিক শুনেছেন বন্ধু! বাস্তু বিশেষজ্ঞদের মতে আমাদের আশেপাশে পেজেটিভ শক্তির প্রভাব বাড়াতে ঘোড়া বেজায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর যেমনটা আপনাদের সবারই জানা আছে যে পজেটিভ শক্তির মাত্রা যখন বৃদ্ধি পায়, তখন চোখের নিমেষে ভাগ্য ফিরে যেতে সময় লাগে না। ফলে সফলতা রোজের সঙ্গী হয়ে ওঠে। প্রসঙ্গত, ঘোড়ার মূর্তি বা ছবি অফিস ডেস্কে রাখলে আরও বেশ কিছু সুফল পাওয়া যায়। কী সেই সুফল? এই বাস্তু টোটকাটিকে কাজে লাগালে শরীর এবং মন চাঙ্গা হয়ে ওঠে। ফলে পরিশ্রম করার ইচ্ছা বাড়ে। আর এমনটা হলে চরম সফলতার স্বাদ পেতে যে বেশি দিন অপেক্ষা করতে হয় না, তা কি আর বলার অপেক্ষা রাখে।
দৌড়াচ্ছে এমন ঘোড়ার মূর্তি বা ছবি বাড়িতে বা অফিসে রাখলে যে দারুন সব উপকার মেলে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই! কিন্তু এক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হবে, তাহলেই কিন্তু সুফল পাবেন, নচেৎ নয়! প্রসঙ্গত, এক্ষেত্রে যে যে বিষয়গুলি মাথায় রাখতে হবে, সেগুলি হল...
১. কর্মক্ষেত্রে চটজলদি পদন্নতির স্বাদ পেতে:
বিশেষজ্ঞদের মতে অফিসে সম্মান বৃদ্ধির পাশাপাশি দ্রুত পদন্নতির স্বাদ পেতে বাড়ির উত্তর দিকে ঘোড়ার মূর্তি বা ছবি রাখতে ভুলবেন না যেন! কারণ এমনটা করলে অফিসে মাথা চাড়া দিয়ে ওঠা যে কোনও বাঁধা সরে যেতে সময় লাগে না। সেই সঙ্গে শারীরিক ক্ষমতাও বৃদ্ধি পায়। ফলে কাজের উন্নতি ঘটতে সময় লাগে না। আর এমনটা যখন হয়, তখন সফলতা রোজের সঙ্গী হয়ে ওঠে।
২. অনেক অনেক টাকার মালিক হয়ে উঠতে:
আমরা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করি কেন? কেন আবার, অর্থনৈতিক উন্নতির আশায়। একেবারেই ঠিক বলেছেন বন্ধু! তাই তো কর্মজীবনে কে কতটা সফল, তা বিচার করা হয় মাসের শেষে কত রোজগার হচ্ছে, তা বিবেচনা করার মধ্যে দিয়ে। তাই তো বলি বন্ধু, ৩০ পেরনোর আগেই মোটা মাইন হোক, এমনটা যদি চান, তাহলে বাড়ির দক্ষিণ দিকে ঘোড়ার মূর্তি রাখতে ভুলবেন না যেন! প্রসঙ্গত, এমনটা করলে একদিকে অর্থনৈতিক উন্নতি তো ঘটবেই, সেই সঙ্গে কর্মজীবনে সম্মানও বৃদ্ধি পাবে চোখে পরার মতো।
৩. পরিবারে সুখ-শান্তি বজায় থাকে:
এমনটা বিশ্বাস করা হয় যে বাড়ির ড্রয়িং রুমে ঘোড়ার ছবি বা মূর্তি রাখলে একদিকে যেমন কর্মক্ষেত্রে দ্রুত সুফল মিলতে শুরু করে, তেমনি বাড়িতে পজেটিভ শক্তির মাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে গৃহস্থের অন্দরে কোনও ধরনের কলহ মাথা চাড়া দিয়ে ওঠার আশঙ্কাও যায় কমে। ফলে সুখের ঝাঁপি কখনই খালি হয় না।
৪. ঘোড়ার মুখে লাগাম নয়:
ঘোড়া দৌড়াচ্ছে এবং তার মুখে লাগাম পরা, এমন ছবি বা মূর্তি বাড়িতে রাখা কিন্তু একেবারেই উচিত নয়। কারণ বাস্তু বিশেষজ্ঞদের মতে এই ধরনের ছবি সঙ্গে রাখলে কোনও ধরনের উন্নতি তো হয়ই না, উল্টে অর্থনৈতিক উন্নতি লাভের আশঙ্কা যায় কমে। তাই এক্ষেত্রে এই বিষয়টি মাথায় রাখতে ভুলবেন না যেন!
৫. একা ঘোড়া একেবারেই নয়:
কর্মজীবনে উন্নতি লাভের আশায় যখন ঘোড়ার মূর্তি কিনছেন, তখন একটা জিনিস মাথায় রাখতেই হবে, তা হল একটা ঘোড়া দৌড়াচ্ছে এমন ছবি বা মূর্তি ভুলেও কিনবেন না। কারণ এমন ছবি বাড়িতে বা অফিসে রাখলে কোনও উপকার তো পাওয়া যায়ই না। উল্টে নানাবিধ ক্ষতি হয়ে যায়। তাই তো নানা সুফল পেতে বাড়িতে সব সময় জোড়া ঘোড়া রাখতে হবে।
৬. জানলার সামনে ঘোড়ার ছবি:
বাস্তুশাস্ত্র অনুসারে জানলার সামনে ঘোড়ার ছবি রাখলে বেশি মাত্রায় উপকার পাওয়া যায়। তাই তো বলি বন্ধু, অফিসে যদি সবার চোখের মণি হয়ে উঠতে চান, তাহলে এই টোটকাটিকে কাজে লাগাতে ভুলবেন না যেন!
৭. ঘোড়ার খুরের নাল:
এমনটা বিশ্বাস করা হয় যে ঘোড়ার ছবির পাশাপাশি বাড়িতে যদি ঘোড়ার খুরের নাল রাখা যায়, তাহলে গুড লাক রোজের সঙ্গী হয়ে ওঠে। ফলে শুধু কর্মক্ষেত্রে নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই উন্নতি লাভের পথ প্রশস্ত হতে শুরু করে দেয়। আর এমনটা যখন হয়, তখন প্রতিটা দিন আনন্দে ভরে উঠতে সময় লাগে না।