For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

কোথায় টাকা ইনভেস্ট করলে বেশি রিটার্ন মিলবে তা জানতে প্রথমে নিজের রাশিটা একবার জেনে নিতে হবে!

অর্থনৈতিক উন্নতির স্বাদ কে কতটা পাবেন, তা গ্রহ-নক্ষত্রের অবস্থানের উপর নির্ভর করে থাকে।

|

মানে, রাশির সঙ্গে টাকা ইনভেস্টমেন্টের কী সম্পর্ক? আরে বন্ধু, আমাদের জন্ম হওয়ার পর থেকে মৃত্যুর আগে পর্যন্ত যা যা কিছু ঘটে থাকে, তার সবকটি ঘটনার সঙ্গেই রাশির যোগ রয়েছে। কারণ আমাদের চরিত্র, চিন্তা এবং ভাবনা কেমন হবে তা অনেকাংশে নির্ভর করে রাশির উপর। আর ঠিক এই কারণেই কোথায় টাকা ইনভেস্ট করা উচিত, সে প্রশ্নেরও উত্তর জানতে প্রথমে নিজের রাশিটা জেনে নিয়ে এই প্রবন্ধটি একবার পড়ে ফেলাটা জরুরি।

আসলে অর্থনৈতিক উন্নতির স্বাদ কে কতটা পাবেন, তা গ্রহ-নক্ষত্রের অবস্থানের উপর নির্ভর করে থাকে। আর এই লেখায় প্রতিটি রাশির গ্রহ-নক্ষত্রের অবস্থান দেখে টাকা বিনিয়োগের সবথেকে নিরাপদ জায়গাটির সন্ধান দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাই তো বলি বন্ধু, কষ্ট করে উপার্জিত টাকা জলে যাক, এমনটা যদি না চান, তাহলে এই লেখাটি পড়তে ভুলবেন না যেন!

তাহলে আর অপেক্ষা কেন! চলুন খোঁজ লাগানো যাক রাশি অনুসারে আইডিয়াল ইনভেস্টমেন্ট সেক্টার কী হতে পারে, সে সম্পর্কে...

১. মেষরাশি:

১. মেষরাশি:

আপনি হলেন এনার্জেটিক, সঙ্গে স্বাধীন মনোভাবাপন্ন। এমন মানুষেরা একবারে অনেক টাকা যেমন ইনভেস্ট করতে চান, তেমনি এক লপ্তে অনেক টাকার লাভ হোক, এমনটাও আশা করে থাকেন। তাই এই ধরনের মানসিকতার মানুষদের জন্য "লার্জ ক্যাপ গ্রোথ স্টক" এ ইনভেস্ট করা উচিত। তবে একটা কথা মাথায় রাখা উচিত যে এমন জায়গায় টাকা ইনভেস্ট করলে আপনি লাভবান হবেন ঠিকই। কিন্তু যেখানে টাকা ঢালতে চলেছেন, সেই জায়গাটি সম্পর্কে ভাল করে জেনে নেওয়াটাও একান্ত প্রয়োজন।

২. বৃষরাশি:

২. বৃষরাশি:

আপনি বাস্তবাদি হলেও কোনও না কোনও কারণে টাকা একেবারে জমিয়ে রাখতে পারেন না। তাই এমন ধরনের মানুষদের জন্য "পিয়ার-টু-পিয়ার ল্যান্ডিং" ইনভেস্টমেন্ট করা একান্ত প্রয়োজন। অর্থাৎ সহজভাবে ভাবে বললে মিউচুয়াল ফান্ড বা এল আই সি-তে টাকা উনভেস্ট করতে পারেন। এতে হয়তো রিটার্ন কম পাবেন। কিন্তু টাকাটা জমতে থাকবে, যা আপনার ভবিষ্যতকে কিছুটা হলেও সুরক্ষিত করবে।

৩. মিথুনরাশি:

৩. মিথুনরাশি:

যে কোনও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা আপনার যেমন রয়েছে, তেমনি আপনি নতুন নতুন জিনিস জানতে সদা প্রস্তুত থাকেন। তাই তো এমন মানুষদের কখনই একটা জায়গায় টাকা ইনভেস্ট করা উচিত নয়। বরং স্টক, সিকিউরিটি, বন্ড কমোডিটি এবং মানি মার্কেটের মতো আলাদা আলাদা জায়গায় টাকা রাখলে কিন্তু আপনারা লাভবান হতে পারেন!

৪. কর্কটরাশি:

৪. কর্কটরাশি:

জীবনের প্রতিটা মুহূর্তকে কীভাবে এনজয় করতে হয়, তা আপনাদের থেকে ভাল কেউ জানে না। এমনকি নানা ক্ষেত্রে রিস্ক নিতেও আপনারা বেজায় পছন্দ করেন। এমন মানসকিতার মানুষদের জন্য তাই "স্মল ক্যাপ" স্টকে ইনভেস্ট করা উচিত। তবে এক্ষেত্রে একটা বিষয় জানা রাখা প্রয়োজন যে এমন স্টকে টাকা ইনভেস্ট করা একেবারেই নিরাপদ নয়। কিন্তু রিটার্ন বেশ ভাল।

৫. সিংহরাশি:

৫. সিংহরাশি:

লাইম লাইটে থাকতে আপনারা পছন্দ করেন। সেই সঙ্গে নেতৃত্ব দেওয়ার এক সহযাত ক্ষমতা রয়েছে আপমনাদের। তাই এমন মানুষদের কখনই প্রেফার্ড স্টকে ইনভেস্ট করা উচিত নয়। বরং আপনারা কমন স্টকে ইনভেস্ট করুন। এতে অর্থনৈতিক গ্রোথ তো হবেই, সেই সঙ্গে আপনার "বস" হয়ে ওঠার স্বপ্নও পূরণ হতে পারে।

৬. কন্যারাশি:

৬. কন্যারাশি:

স্মার্ট, অ্যানালিটিকাল এবং প্র্যাকটিকাল...এই হল আপনার চরিত্র। আর এমন মানুষরা যে না ভেবে চিন্তে একটা টাকাও বিনিয়োগ করবেন না, তা তো জানা কথা। শুধু তাই নয়, এমন মানসিকতার মানুষদের সব সময় বন্ডে ইনভেস্ট করা উচিত। কারণ এমন বিনিয়োগ যেমন নিরাপদ, তেমনি লাভজনকও বটে।

৭. তুলারাশি:

৭. তুলারাশি:

আপনার টাকা নিরাপদে থাকুক এবং সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকুক, এমনটাই তো আপনি চান, কি তাই তো? আর ঠিক এই কারণেই তুলরাশির জাতক-জাতিকাদের একটা আলাদা সেভিং অ্যাকাউন্ট খুলে টাকা জমানো উচিত। ইচ্ছা হলে আপনারা "আর ডি"ও করতে পারে।

৮. বৃশ্চিকরাশি:

৮. বৃশ্চিকরাশি:

এরা যেমন এনার্জেটিক, তেমনি বদ্ধিমান। সেই সঙ্গে অ্যানালিটাকালও বটে। শুধু তাই নয়, মানুষের মনের কথা বুঝে গিয়ে সেই মতো কাজ করার এক আজব ক্ষমতা রয়েছে বৃশ্চিকরাশির জাতক-জাতিকাদের। সেই সঙ্গে এরা যে কোনও মূল্যে জিততে চান। তাই তো এমন মানুষদের সঞ্চিত অর্থকে কাজে লাগিয়ে নতুন কোনও ব্যবসা শুরু করা উচিত। কারণ তাতে সফলতার লাভের সম্ভাবনা রয়েছে অনেক বেশি।

৯. ধনুরাশি:

৯. ধনুরাশি:

আপনারা যে কোনও কিছু নিয়েই এত মাত্রায় উত্তেজিত থাকেন যে অনেক সময়ই বড় কোনও ভুল করে বসেন। একই ঘটনা ঘটে টাকা ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও। তাই তো আপনারা প্রতি ক্ষেত্রেই একটু সাবধনতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে। এখন প্রশ্ন হল ধনুরাশির জাতক-জাতিকাদের কোথায় টাকা ইনভেস্ট করলে বিপদ কম? এরা ছোট ছোট স্টকে যেমন টাকা ইনভেস্ট করতে পারেন, তেমনি ইচ্ছা হলে সাধারণ সেভিং অ্যাকাউন্ট খুলেও টাকা জমাতে পারেন। কিন্তু ভুলেও আগে-পিছু না ভাবে বড় অঙ্কের টাকা কোথায় ইনভেস্ট করে দেবেন না যেন!

১০. মকররাশি:

১০. মকররাশি:

এরা যেমন সঞ্চয়ী, তেমনি কর্মঠও বটে। তাই এমন মানুষরা যে টাকা সঞ্চয় করবেনই, সেটা কি আর বলার অপেক্ষা রাখে! তাই তো মকররাশির জাকর-জাতিকাদের সেভিং অ্যাকাউন্ট ছাড়া আর কোথায় টাকা রাখার কোনও প্রয়োজনই নেই!

১১. কুম্ভরাশি:

১১. কুম্ভরাশি:

এরা একেবারেই সঞ্চয়ী নয়। তার উপর হাতে টাকা আসা মাত্র সঙ্গে সঙ্গে তা খরচ করে ফেলার বদ অভ্যাসও রয়েছে। তাই তো শত চেষ্টার পরেও এদের পকেট কিছুতেই ভরতে চায় না। আর ঠিক এই কারণেই বলি বন্ধু, আপনি যদি কুম্ভরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে রিটায়ারমেন্ট প্ল্যানে টাকা ইনভেস্ট করা শুরু করে দিন। এমনটা করলে অন্তত ভবিষ্যতটা কিছুটা হলেও সুরক্ষিত থাকবে।

১২. মীনরাশি:

১২. মীনরাশি:

এরা মোটে বাস্তবাদি নন। তার উপর সারাক্ষণ স্বপ্নের দুনিয়ায় থাকতেই বেশি পছন্দ করেন মীনরাশির জাতকেরা। তাই তো এমন মানুষেরা যে একেবারেই টাকা জমিয়ে উঠতে পারবেন না, তা আর আশ্চর্যের বিষয় কী! তবে যদি কখনও নিজের ভবিষ্যত নিয়ে চিন্তায় পরে যান, তাহলে হাতে আসা টাকার কিছুটা স্টকে ইনভেস্ট করতে ভুলবেন না যেন! কারণ এমনটা করলে কিছুটা হলেও অর্থনৈতিক দিক থেকে যে উন্নতি লাভের সম্ভাবনা বাড়বে, তা আর বালর অপেক্ষা রাখে না!

Read more about: বিশ্ব
English summary

The Best Investment for Every Zodiac Sign

When you think smart investing, the first words that pop into your head might not be “cosmic divination.” But if you believe that your star sign accurately reflects your personality — even just a little bit — your zodiac might just help you settle on investments that jell with your strengths, weakness and charming little quirks. At the very least, digging into investment types that suit your zodiac sign can springboard inspiration bringing you to an investment landscape that has more options than the night sky has stars.
Story first published: Wednesday, November 28, 2018, 14:43 [IST]
X
Desktop Bottom Promotion