For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) 'পিকু' ছবির প্রচারে দীপিকা পাডুকোনের সেরা ১০ 'লুক'

|

পিকু ছবির প্রচারে দীপিকা পাডুকোনের সেরা ১০ লুক
পিকু ছবিতে বিভিন্ন মুডে অসাধরণ দেখিয়েছে দীপিকা পাডুকোনতে। তবে পিকু ছবির প্রচারে কিন্তু দীপিকার বিভিন্ন লুক আরও বেশি করে মন জয় করে নিয়েছে তাঁর অনুরাগীদের। শুধু তাবড় তাবড় ফ্যাশন ডিজাইনারের পোশাকের জোরে নয়, নিজের ব্যক্তিতে, মানানসই গয়না, হেয়ারস্টাইল, মেক আপে দীপিকা আরও একবার প্রমাণ করে দিয়েছেন তিনি সত্যিই স্টাইল আইকন।

কখনও ভারি কাজ করা শাড়ি, তো কখনও ডেনিমে, কখনও আনারকলি চুরিদারে তো কখনও কালো ক্রপ টপে মোহময়ী হয়ে উঠেছেন দীপিকা।

'পিকু' ছবির প্রচারে দীপিকা পাডুকোনের সেরা ১০ 'লুক' এখানে ওয়ানইন্ডিয়া বেঙ্গলির পাঠকদের জন্য তুলে ধরা হল

আরমানি জাম্পস্যুটে

আরমানি জাম্পস্যুটে

দীপিকা লম্বা। তাই জাম্পস্যুট তাঁকে মানায় ভাল। তা যদি হয় আমানির সফট চেক প্রিন্টে। সঙ্গে হাল্তা মেক আপ, চুলের সফট কার্ল, আর মানানসই ঝোলা কানের দুল। মেক হাল্কা হলেও তাকে কমপ্লিমেন্ট করতে দীপিকার লিপস্টিক কিন্তু গাঢ় কমলা রংয়ের।

হিউয়েম টপ

হিউয়েম টপ

হিউয়েম স্টাইলিশ শর্ট টপ এবং জারার স্মুথ স্যামন রংয়ের টাইট ফিট প্যান্টে একেবারে ক্যাসুয়াল দীপিকা। সঙ্গে শুধু ম্যাচিং নীলচে ভেলভেট পাম্প। মেক আপেও নুড শেডের ব্যবহার। একেবারে অন্যরকম এবং সতেজ স্টাইলে দীপিকা।

কনিকা গোয়েল

কনিকা গোয়েল

পিকু-র প্রচারে কনিকা গোয়েলের কুলোটে প্যান্ট সেমি ফরম্যাল লুকে অনবদ্য দীপিকা। সঙ্গে পঙ্কজ নিধির ক্রপ টপ এবং জারার সাদা লং হাতকাটা ব্লেজার। সঙ্গে গুচির পাউডার ব্লু পাম্প।

বিদেশী স্টাইলিং

বিদেশী স্টাইলিং

ব্রিটিশ ডিজাইনার জাইলস ডিকন শহরের নতুন ডিজাইনার। ডাইলসের পোশাকে এবং পাফড এলোমেলো পনিটেলে একেবারে গার্লি লুক দীপিকার।

ম্যাডিসন

ম্যাডিসন

ম্যাডিসনের কালো ক্রপ টপ, সাদা পালাজো ট্রাউজারের সঙ্গে ইয়ারিয়া কানের দুল। নুড মেক আপে দীপিকা।

পায়েল খণ্ডেলওয়াল

পায়েল খণ্ডেলওয়াল

পায়েল খণ্ডেলওয়ালের টিউনিক লাল পালাজো প্যান্ট, গাঢ় লাল লিপস্টিকের সঙ্গে স্টাইলিশ পনিটেল একেবারে মানানসই।

 সব্যসাচী

সব্যসাচী

কমেডি নাইট উইথ কপিল-এ সব্যসাচীর নুড রংয়ের ভারী ফুলের কাজ করা ট্র্যাডিশনাল শাড়িতে অনবদ্য দীপিকা। সঙ্গে কিউরিও কটেজের কানের দুল ঠিক যেন সোনায় সোহাগা।

বরুণ বহেল

বরুণ বহেল

ডিজাইনার বরুণ বহেলের হাল্কা নীল আনারকলি পোশাকে অভিজাত দীপিকা। সঙ্গে অ্যাকোয়ামেরিনের ঝুমকো জোড়ায় মনমোহিনী দীপিকা।

পল্লবী মোহন

পল্লবী মোহন

হাল্কা মেজাজে পল্লবী মোহনের কালো ক্রপ টপ বা জ্যাকেটের সঙ্গে ডিজাইনার ডেনিমে দীপিকা। সঙ্গে হাইএন্ড পনিটেল। সঙ্গে ক্যাজুয়াল স্নিকারর্স।

ডেনিমে

ডেনিমে

ডেনিমের প্রতি দীপিকার ভালবাসা এখানেও অব্যাহত। নীল ডিজাইনার ডেনিমের সঙ্গে সাদা বডিস টপ, সঙ্গে স্নিকার, সঙ্গে চড়া মেক আপ সাধারণ হেয়ারস্টাইলে দীপিকার থেকে চোখ ফেরানো দায়।

Culantro Cilantro
It is also known as spiny coriander or long-leaf coriander. In India, it is known as 'bandhania'. It is also known as Mexican coriander or Mexican parsley. In India, it is known as 'dhania.'
It is a biennial plant with a life span of two years. It is an annual plant.
The leaves are more pungent (around 10 times) compared to cilantro. The leaves are less pungent than culantro.
The leaves are tougher and can be boiled at a high heat without damage. The leaves are delicate and soft, the reason why it is added only after the food is prepared.
The leaves are long with several small yellow spines. The leaves are small and lacy with no spines
The leaves grow on thick short stem and are arranged spirally. The leaves grow higher above the ground on a thin stem.
The flowers of culantro are blue and have spines too. The seeds are naturally present in the flower, making the plant self-seeding. The flowers are whitish and have no spines.

English summary

10 Best Piku Looks Of Deepika Padukone We Love

10 Best Piku Looks Of Deepika Padukone We Love
X
Desktop Bottom Promotion