For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে চলে গেলেন ভারতের প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ

|

মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন সুষমা স্বরাজ। তিনি ছিলেন ভারতের প্রাক্তন বিদেশমন্ত্রী এবং প্রবীণ বিজেপি নেত্রী। বয়স হয়েছিল ৬৭ বছর। মঙ্গলবার রাতে বুকে ব্যাথা নিয়ে দিল্লির এইমসে (AIIMS) ভর্তি হন। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

২০১৬ সালে তাঁর কিডনি প্রতিস্থাপন হয়। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থাও ভালো ছিল না। এই কারণে তিনি লোকসভা নির্বাচনেও থাকতে রাজি হন নি। তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে যান দলীয় নেতারা। প্রথমেই হাসপাতালে পৌঁছান নীতিন গড়কড়ি, হর্ষ বর্ধন, রাজনাথ সিং এবং স্মৃতি ইরানি।

sushma swaraj

জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের প্রস্তাব গৃহীত হওয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে ট্যুইট করে তিনি লিখেছিলেন , "এই দিনটা দেখার অপেক্ষায় ছিলাম।" তার কিছুক্ষণের মধ্যেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তাঁর আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ দেশবাসী। তাঁর আকস্মিক প্রয়াণে শোকাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রাক্তন বিদেশমন্ত্রীকে স্মরণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইট করেন," ভারতীয় রাজনীতির একটি গৌরবময় অধ্যায়ের সমাপ্তি। ভারত দুঃখিত এক অবস্মরণীয় নেত্রীর প্রয়াণে, যিনি তাঁর জীবন উৎসর্গ করেছিলেন সাধারণ মানুষের কাজে। সুষমা স্বরাজজী এমন এক ধরণের মানুষ ছিলেন, যিনি কোটি কোটি মানুষের কাছে ছিলেন, অনুপ্রেরণা।" তাঁর আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও। কংগ্রেসও শোক প্রকাশ করেছে।

বিদেশমন্ত্রী থাকাকালীন, ট্যুইটারে অনেক মেসেজের উত্তর দিয়েছেন তিনি। বিপদে আপদে তিনি মানুষের পাশেও দাঁড়িয়েছেন। মঙ্গলবার রাতে এইমস হাসপাতালে মৃত্যুর পরেই সুষমা স্বরাজের দেহ নিয়ে যাওয়া হয় তাঁর দিল্লির বাড়িতে। ১২টা থেকে ৩টে পর্যন্ত তাঁর দেহ রাখা হবে বিজেপির সদর দপ্তরে, সেখানে শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ, তারপর লোধি শ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে জানা গেছে।

১৯৫২ সালের ১৪ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭৭ সালে মাত্র ২৫ বছর বয়সে তিনি হরিয়ানা মন্ত্রিসভায় জায়গা পান সর্বকনিষ্ঠ সদস্যা হিসেবে। ১৩ অক্টোবর ১৯৯৮ সাল থেকে ৩ ডিসেম্বর ১৯৯৮ সাল পর্যন্ত তিনি দিল্লির পঞ্চম মুখ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০০৩ থেকে ২০০৪ এর সাধারণ নির্বাচন পর্যন্ত সময়ে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বের সরকারে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ও সংসদীয় বিষয়ক মন্ত্রী ছিলেন তিনি। ২০১৪-২০১৯ সাল, মোদি-জমানার প্রথম পর্বে তিনি ছিলেন ভারতের বিদেশমন্ত্রী।

Read more about: death
English summary

Sushma Swaraj Passes Away Due To Cardiac Arrest: India Mourns Loss

Former Indian External Affairs Minister and senior Bharatiya Janata Party leader Sushma Swaraj passed away on August 6, 2019. She was 67. She suffered from a massive cardiac arrest in the evening and was rushed to the All India Institute of Medical Sciences (AIIMS), New Delhi, where she breathed her last. Swaraj had undergone a kidney transplant in 2016.
X
Desktop Bottom Promotion