For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

শাড়িকে আরও স্টাইলিশ বানান এই ১০ উপায়ে

By Staff
|

পোশাকের মধ্যে সবচেয়ে বহুমুখী কিন্তু শাড়িই। শাড়িকে নানাভাবে পরা যায়। আর শাড়ি পরার ধরণেই আপনার স্টাইল ফুটে ওঠে। শাড়ি কখনও অত্যধিক রক্ষণশীল হতে পারে। আবার কখনও লাস্যময়ী।

শাড়ির ব্লাউজ এবার পরার ধরণের উপর শাড়ির পুরো লুকটাই বদলে যেতে পারে। আজকাল বলিউড অভিনেত্রীরা এই কারণেই শাড়ির দিকে বেশি ঝুঁকছেন। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন অধিকাংশ অনুষ্ঠানেই শাড়ি পরা পছন্দ করেন।

সেই জমানা এখন আর নেই যখন শুধুমাত্র ঐতিহ্য মেনেই শাড়ি পড়তে হবে। শাড়ি এখন কুল ও স্টাইলিশও। শাড়ি কোন কোন রূপে অনন্য হয়ে উঠতে পারে আসুন দেখে নেওয়া যাক।

প্লিট না দিয়ে

প্লিট না দিয়ে

আপনার ব্লাউজ যদি ভারি কাজের হয় এবং শাড়ি পাতলা। তাহলে অবশ্যেই এভাবে ছেড়ে শাড়ি পড়ুন প্লিট দেবেন না।

স্কার্টের মতো

স্কার্টের মতো

শাড়ির নিচে প্লিট না করে কুচি দিয়ে শাড়ি পড়ুন যাতে দেখতে স্কার্টের মতো লাগে। বোঝা না যায় আপনি শাড়ি পড়েছেন।

অর্ধেক প্লিট

অর্ধেক প্লিট

অর্ধেক প্লিট করে শাড়িও আজকাল ফ্যাশনে ইন।

প্লিট

প্লিট

স্লিভলেস ব্লাউজের সঙ্গে এভাবে প্লিট করে শাড়ি পড়লে ভাল মানায়।

ছোট প্লিট

ছোট প্লিট

আপনি চাইলে এভাবে ছোট ছোট প্লিট করুন তাতে আপনাকে আরও লাস্যময়ী লাগবে।

একেবারে সরু প্লিট

একেবারে সরু প্লিট

শাড়ির আঁচল একেবারে বুকের মাঝখান দিয়ে নিয়ে যান। ভারী কাজের ব্লাউজ পরুন গ্ল্যামারাস লাগবে।

শাড়িকে সাজান

শাড়িকে সাজান

কোমরবন্ধ বা অন্যান্য গহনায় শাড়িকে সাজান।

ফিউশন

ফিউশন

এইধরণের ফিউশন স্টাইলে শাড়ি পড়তে পারেন।

জ্যাকেটের সঙ্গে

জ্যাকেটের সঙ্গে

শাড়ি ও ব্লাউডের উপর মানানসই লং জ্যাকেট পরুন। দারুণ মানাবে।

মায়েদের মতন করে

মায়েদের মতন করে

মায়েদের মতন করে শাড়ি পরা এখন একেবারে ইন। বিয়েবাড়িতে এভাবে শাড়ি পড়তে পারেন।

English summary

Stylish Ways To Wear A Saree

Stylish Ways To Wear A Saree
X
Desktop Bottom Promotion