Just In
- 12 hrs ago
Nail Care : অল্পেতেই ভেঙে যায় আপনার নখ? রইল নখ মজবুত করার ঘরোয়া উপায়
- 19 hrs ago
Ajker Rashifal : আজকের দিনটি কেমন কাটবে? দেখুন ২৭ মে-র রাশিফল
- 1 day ago
চিংড়ি সর্ষে, মালাইকারি ছেড়ে এবার খান চিংড়ির দো পেঁয়াজা, রইল প্রণালী
- 1 day ago
শখের সোনার গয়না দ্যুতি হারাচ্ছে? বাড়িতেই পরিষ্কার করুন এই কয়েকটি উপায়ে
আপনার যে মারাত্মক অর্থনৈতিক খারাপ অবস্থা আসতে চলেছ তা এই লক্ষণগুলি দেখে আগে থেকেই বলে দেওয় সম্ভব!
"অর্থ", আমাদের জীবন থেকে এই একটি শব্দের বিয়োগ হয়ে যাওয়া মানে ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখিন হওয়া। একথা ঠিক যে অর্থই সব কিছু নয়। কিন্তু এটি ছাড়া যে এক মুহূর্তও বেঁচে থাকা সম্ভব নয়, সে বিষয়ে তো কোনও সন্দহ নেই! সেই কারণেই তো আজ বোল্ডস্কাই বাংলায় এমন কিছু লক্ষণ সম্পর্ক আলোচনা করা হল, যা দেখে আপনি আগে থেকেই বুঝে যেতে পারবেন আপনার টাকা ফুরতে চলেছে। যে কোনও বিপদের আগেই যদি সে সম্পর্কে জেনে নেওয়া যায় তাহলে খারাপ সময় আসার আগে অনেকটাই প্রস্তুতি সেরে ফেলা সম্ভব হয়। তাই এই প্রবন্ধটি পড়া কতটা জরুরি, তা হয়তো আর আপনাদের বলে দিতে হবে না।
সাধারণত কী কী লক্ষণ দেখে জানা সম্ভব অর্থনৈতিক দিক থেকে খারাপ অবস্থা আসতে চলেছে? এক্ষেত্রে যে যে বিষয়গুলির দিকে নজর রাখতে হবে, সেগুলি হল...

লক্ষণ ১:
জলের লাইন এবং বাড়ির ইলেকট্রিসিটি সম্পর্কিত মেরামতি যখন বারে বারে করতে হবে, তখন বুঝবেন আগামী দিনে অর্থের দিক থেকে আপনাকে সামলে চলতে হবে হবে। না হলে কিন্তু মারাত্মক কষ্টের সম্মুখিত হতে কেউই আপনাকে বাঁচাতে পারবে না।

লক্ষণ ২:
সুযোগ আসছে, কিন্তু শেষ মূহুর্তে হাত থেকে ফসকে যাচ্ছে। এমন লক্ষণ দেখলেই সাবধান হবেন। কারণ একাধিক প্রাচীন বইয়ে লেখা রয়েছে এমনটা বারে বারে হতে থাকলে বুঝতে হবে অর্থ আপনার সঙ্গ ছাড়তে চলেছে।

লক্ষণ ৩:
কারণ-অকারণে স্বামী বা স্ত্রীর সঙ্গে কী বারে বারে ঝগড়া হচ্ছে। তাহলে তো আপনার ওয়ালেটের দিকে নজর দেওয়া শুরু করুন। এও একটা লক্ষণ টাকা শেষ হয়ে যাওয়ার।

লক্ষণ ৪:
বেশ কয়েক দিন ধরেই কি মুখে থুতু বেশি আসছে? এমনটা হলে সাবধান হওয়াটা জরুরি। শুনতে অবাক লাগলেও অনেক কিছুই যুক্তি দিয়ে বোঝা সম্ভব নয়। যেমন ধরুন একাধিক আদি কালের গ্রন্থে উল্লেখ রয়েছে মুখ বারে বারে ভিজে যাওয়ার অর্থ হল টাকা শেষ হতে চলেছে, আসতে চলেছে অন্ধকার সময়। তাই যখনই খেয়াল করবেন কথা বলার সময় মুখে বারে বারে জল কাটছে বা স্য়ালাইভার উৎপাদন বেড়ে গেছে, তখন থেকেই টাকা বাঁচাতে শুরু করবেন। কে বলতে পারে আগামী দিনে হয়তো আপনার খারাপ হলেও হতে পারে।

লক্ষণ ৫:
হঠাৎ করেই শরীর খারাপ হতে শুরু করেছে। সেই সঙ্গে কোনও কারণ ছাড়াই বারে বারে অ্যাংজাইটি অ্যাটাক হচ্ছে? তাহলে সাবধান হন! কারণ এগুলি অর্থনাতিক খারাপ সময় আসার আগাম লক্ষণ।

লক্ষণ ৬:
হঠাৎই যদি পোষ্যের মৃত্য়ু ঘটে তাহলে বুঝবেন খারাপ সময় আসতে চলেছে। সেক্ষেত্রে প্রয়োজনীয় সাবধানতাগুলি নিয়ে রাখবেন যাতে নেতিবাচক পরিস্থিতিতে আপনি ভেঙে না পারেন।

লক্ষণ ৭:
উপরের ছবিতে যে জায়গায় দেখানো হয়েছে, সেখানে যদি হঠাৎ করেই আঁচিল দেখা দেয়, তাহলে বুঝবেন আপনি টাকা-পয়সা নিয়ে নানা ঝামেলায় জড়াতে চলেছেন।

লক্ষণ ৮:
কোনও কারণ ছাড়াই ছাদ থেকে জল চুঁইয়ে ঘরের ভিতরে পরছে। এদিকে ছাদের যে জয়গা থেকে জল পরছে সেখানে ওয়াটার ট্যাঙ্কও নেই! তাহলে তো নিশ্চিত হয়ে যেতে হয়, যে বাড়িতে এমনটা হচ্ছে তাদের আগামী দিনে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হতে পারে।

লক্ষণ ৯:
সোনার কোনও জিনিস হারিয়ে গেলে যত তাড়াতাড়ি সম্ভব সেটি খুঁজে বার করার চেষ্টা করবেন। আর যদি খুঁজে না পান, তাহলে জানবেন খুব শীঘ্র কোনও বন্ধু, আত্মীয় বা বিজনেস পার্টনার আপানকে অর্থনৈতিক দিক থেকে ঠকাতে চলেছে।

লক্ষণ ১০:
প্রাচীন কালে লেখা একাধিক পুঁথিতে উল্লেখ রয়েছে হঠাৎ করে যদি বাড়িতে তেল পরে যায়, আর এমনটা যদি বারে বারে ঘটতে থাকে তাহলে বুঝতে হবে ধারের বোঝা চাপতে চলেছে।