For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

কাঁচের ঘরে খাবার এখন রোবটের হাতে! এবার বেঙ্গালুরুতে রোবট রেঁস্তোরা

|

প্রযুক্তিগত উন্নতির সাথে সাথে মানুষ কত কী অত্যাশ্চর্য জিনিস আবিষ্কার করছে। যতদিন যাচ্ছে মানুষ তত আরও নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করছে। মানুষের হাতের তৈরি মেশিন এখন মানুষের থেকে বেশি শক্তিশালী হয়ে উঠেছে। মানুষের যা যা করণীয় তা করছে একটা মেশিন। স্মার্ট ফোন, ইন্টারনেট, কম্পিউটারের দুনিয়ায় মানুষকে কিছু ভাবতেই হয় না। ভাবার আগেই কাজ হয়ে যায়। শুধু যেকোনও একটা অপশন ক্লিকের অপেক্ষা । ব্যস! তাহলেই বাজিমাত! যা দরকার সব একমুহূর্তে চোখের সামনে! বিভিন্ন রেঁস্তোরাগুলিতেও মানুষের বদলে ওয়েটারের কাজ করছে মেশিন! যাদেরকে বলে 'রোবট'।

robot restaurant in bengaluru

সূত্র: PTI

মানুষ থাকতে কী না রোবট খাবার পরিবেশন করছে! কথাটা শুনতে আশ্চর্য লাগলেও এটাই সত্যি। এখন আর এটা নতুন কিছু নয়। তারা ঘুরে-ফিরে আপন মনে নিজেদের কাজ করছে। খদ্দেরও তাজ্জব, রেস্তোরাঁ মালিকও খুশি! এর আগে আমরা অনেক রেষ্টুরেন্টেই রোবটের খাবার পরিবেশন দেখেছি, শুনেছি। নেপাল, শিবমোগ্গা, চেন্নাই, হায়দ্রাবাদ এবং কোয়েম্বাটোরের পর এবার বেঙ্গালুরুতেও এই একই ধরনের রেস্তোঁরা চালু করা হল। কর্ণাটকে এটি দ্বীতিয় রোবট রেঁস্তোরা। এই রেস্তোঁরাটির প্রতিষ্ঠাতাও ভেঙ্কটেশ রাজেন্দ্রন।

এই রোবট রেঁস্তোরাটি বেঙ্গালুরুর ইন্দিরানগর-এ অবস্থিত। এখানে ছ'টি রোবটকে রাখা হয়েছে। এদের মধ্যে একটি রোবট উপস্থাপক এবং অন্য পাঁচ রোবটগুলি প্রত্যেকের টেবিলে খাবার পরিবেশন করবে। এই রেঁস্তোরায় মূলত ইন্দো-এশিয়ান খাবার পাওয়া যাবে এবং এর পাশাপাশি মকটেলও পাওয়া যাবে। জানা গেছে, রেঁস্তোরার প্রতিটি টেবিলে একটি ট্যাবলেট রাখা থাকবে, যার মাধ্যমে মানুষ নিজেদের খাবার অর্ডার দিতে পারবে এবং রোবটগুলিকে ডেকে আনতে পারবে। এই রেঁস্তোরাটিতে একসঙ্গে ৫০ জন মানুষ বসতে পারবে।

রোবটগুলি যে শুধুমাত্র খাবার এবং মকটেল পরিবেশন করবে তা নয়, এর পাশাপাশি তারা জন্মদিনের গান গাইবে ও অন্যান্য বিশেষ অনুষ্ঠানে শুভেচ্ছা বার্তাও জানাবে। রোবটগুলি অত্যন্ত দক্ষতার সাথে কাজ করবে এবং কোনও ক্ষেত্রেই যাতে কোনও সমস্যা না হয় সেজন্যও প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

ভেঙ্কটেশ রাজেন্দ্রন জানিয়েছেন, বেঙ্গালুরু এমনিতেও এখন বিভিন্ন ধরনের খাবারের ঘাঁটি। এখানে রোবট রেস্তোঁরা তৈরি করা একটা স্বপ্ন ছিল। স্বপ্ন বাস্তবতার রুপ পাওয়ায় সবাই খুব খুশি।

Read more about: restaurant
English summary

Robot Restaurant in Bengaluru

Restaurant dining has hit a whole new level in India's Bangalore as it introduced six robots to serve its clientele.
X
Desktop Bottom Promotion