Just In
- 50 min ago
Ajker Rashifal : আজ আপনার জীবনে কী ঘটতে চলেছে? দেখুন ০৫ জুলাইয়ের রাশিফল
- 8 hrs ago
Tarun Majumdar : প্রয়াত প্রবীণ পরিচালক তরুণ মজুমদার, জেনে নিন তাঁর সম্পর্কে কিছু অজানা কথা
- 11 hrs ago
Bipadtarini Puja 2022 : বিপদ থেকে মুক্ত হতে বিপত্তারিণী পুজোর দিন এই নিয়মগুলি অবশ্যই মেনে চলুন!
- 17 hrs ago
July 2022 Festival Calendar : জুলাইয়ে রথযাত্রা ও গুরু পূর্ণিমা, দেখে নিন এই মাসে আর কোন কোন উৎসব পালিত হবে
#RealHai: জোশ-এর সবচেয়ে বড় চ্যালেঞ্জে অংশ নিন, আইফা 2022-এ যাওয়ার সুযোগ পান!
ডেইলিহান্টের জনপ্রিয় শর্ট ভিডিও অ্যাপ 'জোশ', খুব অল্প সময়ে মানুষের মনে জায়গা করে নিয়েছে। বিভিন্ন ভাষায় তৈরি জোশের ভাইরাল কনটেন্টগুলো একদিক থেকে আমাদের জীবনের অংশ হয়ে উঠেছে। জোশের কারণেই আজ সকলের সামনে তারকা হওয়ার দরজা খুলে গেছে!
কনটেন্ট-এর দুনিয়ায় জোশ অ্যাপ নিজস্ব জায়গা তৈরি করেছে। ইউজারদের ক্রিয়েটিভ স্কিলস গোটা দুনিয়ার সামনে তুলে ধরার সুযোগ করে দিয়েছে। এছাড়া, উদীয়মান প্রতিভাদেরকে প্ল্যাটফর্ম দেওয়া থেকে শুরু করে বিভিন্ন ব্লকবাস্টার ইভেন্ট হোস্ট করা, জোশ তার আকর্ষণীয় আইডিয়ার মাধ্যমে দর্শক এবং ইউজারদের মোহিত করে চলেছে।
সোশ্যাল মিডিয়ার এই যুগে যেখানে ফিল্টার, এফেক্ট এবং প্রিটেন্স-এর মতো বিষয়গুলির উপর বেশি জোর দেওয়া হয়, সেখানে জোশ এমন একটি প্রচারাভিযানে নেমেছে যেখানে ভুল-ত্রুটিকেও খুব সহজ করে তোলা হয়। এই ক্যাম্পেইনের নাম হল #RealHai। আপনার সামনে এমন একটি জগতে যাওয়ার সুযোগ রয়েছে, যেখানে আপনি যা চান তাই করতে পারেন!
এই ইউনিক ক্যাম্পেইনের জন্য জোশ অ্যাপের সঙ্গে যুক্ত হয়েছেন বলিউডের দু'জন জনপ্রিয় তারকা - Sidharth Malhotra এবং Hansika Motwani। দু'জনকে একসঙ্গে #RealHai ক্যাম্পেইনের একটি মিউজিক ভিডিয়োতে দেখা গেছে। গানটির সুর করেছেন সাজিদ-ওয়াজিদ খ্যাত সাজিদ খান।
নাচ, ফ্যাশন, ফিটনেস, ফুড, কমেডি বা বিনোদন যাইহোক না কেন, #RealHai হল বিভিন্ন ঘরানার রিয়েল ট্যালেন্টকে তুলে আনার প্রচারাভিযান। এই চ্যালেঞ্জ ইতিমধ্যেই লাইভ হয়ে গেছে।
এই চ্যালেঞ্জ থেকে আপনি আকর্ষণীয় পুরস্কার জিতে নিতে পারেন! আবু ধাবি-তে অনুষ্ঠিত হতে চলা IIFA Awards 2022-তে গিয়ে আপনার প্রিয় তারকাদের সঙ্গে দেখা করার সুযোগও পেতে পারেন!
IIFA হল ভারতীয় সিনেমার সবচেয়ে বড় এবং মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড শো। যেখানে চাঁদের হাট বসে ভারতীয় তারকাদের নিয়ে এবং তাঁদের সেরা এন্টারটেইনমেন্ট পারফরম্যান্স দেখা যায়। আর এই ঝলমলে অনুষ্ঠান যদি আপনি লাইভ দেখতে পান, তাহলে কেমন হয়? আপনার এই স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে সর্বদা আপনার পাশে আছে জোশ!
#RealHai চ্যালেঞ্জে অংশগ্রহণ করুন এবং চলতি বছরের IIFA Awards-এ যোগ দিন। তাহলে আর অপেক্ষা কীসের? এখনই Josh অ্যাপ ডাউনলোড করুন এবং আপনার ভিডিয়ো বানিয়ে #RealHai হ্যাশট্যাগের সঙ্গে পোস্ট করুন।
https://share.myjosh.in/video/124e8eb7-c983-4ac8-aa9d-8d0326fbeae2
https://share.myjosh.in/video/df356caa-3c93-48fc-99bf-06d419174be1?u=0x12ca91d8b5e71da9
https://share.myjosh.in/video/a3cf706d-0130-43dc-b0c7-e29f434aba0a?u=0x12ca91d8b5e71da9
https://share.myjosh.in/video/03dff2a0-0470-4c08-b2bd-1eea0cbe4f36?u=0x12ca91d8b5e71da9
IIFA Awards 2022-এর গোল্ডেন টিকিট ছাড়াও, আপনি আইপিএল-এর গ্র্যান্ড ফাইনালে স্টেডিয়ামে বসে আপনার প্রিয় টিমকে লাইভ দেখার সুযোগও পেতে পারেন।