For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

প্রচুর অর্থের মালিক হতে চান? তাহলে বাড়ির এই জায়গাগুলিতে রাখুন এই বিশেষ ধরনের গণেশ মূর্তিগুলিকে!

|

শাস্ত্র মতে শ্রী গণেশ হলেন সমৃদ্ধির দেবতা। তাই ঠিক ঠিক নিয়ম মেনে যদি দেবের আরাধনা করতে পারেন, তাহলে বড়লোক হয়ে ওঠার স্বপ্ন পূরণ তো হয়ই, সেই সঙ্গে সুখ এবং সমৃদ্ধি আপনার পরিবারে জায়গা করে নেয়। ফলে আশপাশের মানুষরা যখন হাজারো সমস্যায় কাহিল হয়ে পরেন, তখন অফুরন্ত আনন্দ আপনার সঙ্গী হয়।

নিশ্চয় ভাবছেন এমনটা কীভাবে সম্ভব, তাই তো? আপনার এই প্রশ্নের উত্তর খোঁজারই চেষ্টা করা হবে এই প্রবন্ধে। আসলে শাস্ত্র মতে বাড়ির বিশেষ কিছু জায়গায়, বিশেষ ধরনের গণেশ মূর্তি রাখা শুরু করলে গৃহস্থের অন্দরে পজেটিভ শক্তির প্রভাব এত মাত্রায় বাড়তে থাকে যে জীবনের পথ, সুখ-সমৃদ্ধির দিকে ঘুরে যেতে সময় লাগে না। প্রসঙ্গত, এক্ষেত্রে যে যে বিষয়গুলি মাথায় রাখতে হবে, সেগুলি হল...

১. প্রচুর অর্থের মালিক হতে যে নিয়ম মানতে হবে:

১. প্রচুর অর্থের মালিক হতে যে নিয়ম মানতে হবে:

শাস্ত্র মতে বাড়িতে সাদা গণেশের মূর্তি প্রতিষ্টিত করলে অল্প সময়ে প্রচুর পরিমাণ অর্থের মালিক হওয়ার স্বপ্ন পূরণ হয়। সেই সঙ্গে নানাবিধ অর্থনৈতিক সমস্যাও কমতে শুরু করে। এক্ষেত্রে গণেশের মূর্তি বা ছবি এমন জায়গায় রাখতে হবে যাতে বাড়ির সদর দরজার দিকে পিছন করে থাকেন শ্রী গণেশ।

২. কোথায় রেখে পুজো করতে হবে গণেশের মূর্তি:

২. কোথায় রেখে পুজো করতে হবে গণেশের মূর্তি:

এমনটা বিশ্বাস করা হয় যে বাড়ির উত্তর-পূর্বদিকে গণেশের মূর্তি প্রতিষ্টিত করে যদি নিয়মিত পুজো করতে পারেন, তাহলে সুফল পেতে সময় লাগে না। আর যদি বাড়ির পূর্বদিক বা উত্তর-পূর্ব দিকে গণেশের মূর্তি রাখা সম্ভব না হয়, তাহলে কী করতে হবে। সেক্ষেত্রে এমন জায়গায় দেবকে প্রতিষ্টিত করতে হবে, যাতে পুজো করার সময় আপনার মুখ উত্তর বা পূর্বদিকে থাকে। এমনটা করলেও সমান উপকার পাওয়া যায়।

৩. অফুরন্ত সুখের সন্ধান পেতে:

৩. অফুরন্ত সুখের সন্ধান পেতে:

ধর্ম গুরুদের মতে বাড়ির পূর্বদিকে গণেশ ঠাকুরর মূর্তি বা ছবি প্রতিষ্টিত করে যদি নিয়মিত পুজো করা যায়, তাহলেও দারুন উপকার মেলে। এক্ষেত্রে গৃহস্থের অন্দরে পজেটিভ শক্তির প্রভাব এত মাত্রায় বেড়ে যায় যে সুখ-সমৃদ্ধির ছোঁয়া পেতে সময় লাগে না।

৪. ভুলেও দক্ষিণ দিকে নয়:

৪. ভুলেও দক্ষিণ দিকে নয়:

এমনটা বিশ্বাস করা হয় যে বাড়ির উত্তর দিকে গণেশ মূর্তি বা ছবি রাখা একেবারেই উচিত নয়। কারণ এমনটা করলে উপকার তো হয়ই না, উল্টে নেগেটিভ শক্তির প্রকোপ বেড়ে যাওয়ার কারণে একের পর এক খারাপ ঘটনা ঘটার আশঙ্কা বেড়ে যায়। প্রসঙ্গত, এক্ষেত্রে আরও কতগুলি বিষয় মাথায় রাখতে হবে। যেমন- গণেশ মূর্তি কখনই বাথরুম এবং রান্না ঘরের কাছাকাছি রাখা চলবে না। এমনটা করলেও উপকারের থেকে অপকার হবে বেশি।

৫. আম দিয়ে বানানো মূর্তি:

৫. আম দিয়ে বানানো মূর্তি:

বাস্তুশাস্ত্র মতে আম এবং নিম গাছের কাঠ বা পাতা দিয়ে তৈরি গণেশের মূর্তি বাড়িতে রাখলে গুড লাক রোজের সঙ্গী হয়। ফলে মনের সব ইচ্ছা পূরণ হতে সময় লাগে না। প্রসঙ্গত, এই ধরনের গণেশের মূর্তি বাড়ির সদর দরজায় লাগালে বেশি উপকার পাওয়া যায়।

৬. ক্রিস্টালের মূর্তি:

৬. ক্রিস্টালের মূর্তি:

বাড়ির অন্দরে বাস্তু দোষ থাকলে যতই চেষ্টা করুন না সফলতা এবং উন্নতির স্বাদ পাওয়া সম্ভব হয়ে ওঠে না। এই ধরনের দোষের প্রকোপ কমাতে ক্রিস্টালের গণেশ মূর্তি বাড়িতে এনে রাখতে পারেন। বাস্তুশাস্ত্র মতে এই ধরনের মূর্তি গৃহস্থের অন্দরে প্রতিষ্টিত করলে বাস্তু দোষ কেটে যায়। সেই সঙ্গে পজেটিভ শক্তির প্রভাব বাড়তে শুরু করে। ফলে অর্থনৈতিক সমৃদ্ধি এবং সফলতা রোজের সঙ্গী হয়ে ওঠে।

৭. হলুদ দিয়ে তৈরি গণেশের মূর্তি:

৭. হলুদ দিয়ে তৈরি গণেশের মূর্তি:

বাস্তুশাস্ত্র মতে হলুদের সাহায্যে বানানো গণেশ মূর্তি বাড়িতে রাখলে ভাগ্যের চাকা ঘুরে যায়। খারাপ ভাগ্যের জায়গা নেয় গুড লাক। ফলে জীবনের ছবিটা বদলে যেতে সময় লাগে না। শুধু তাই নয়, বাড়িতে শুভ শক্তির প্রবেশ ঘটার কারণে সুখ-শান্তির ছোঁয়া তো লাগেই, সেই সঙ্গে অর্থনৈতিক সমৃদ্ধির স্বাদ পেতেও সময় লাগে না।

৮. অফিসের ডেস্কে গণেশের মূর্তি রাখা কি উচিত?

৮. অফিসের ডেস্কে গণেশের মূর্তি রাখা কি উচিত?

বাস্তু বিশেষজ্ঞদের মতে অফিসের ডেস্কে, দাঁড়িয়ে রয়েছে এমন গণেশের মূর্তি রাখলে পজেটিভ শক্তির প্রভাব বাড়ে। ফলে কর্মক্ষেত্রে উন্নতি লাভের পথ প্রশস্থ হয়। তাই চাকরি জীবনে যদি চরম সাফল্যের স্বাদ পেতে চান, তাহলে আজই একটি গণেশ মূর্তি এনে ডেস্কে রাখুন। দেখবেন অবস্থার পরিবর্তন হবেই হবে!

৯. বসে থাকা গণেশ:

৯. বসে থাকা গণেশ:

কর্মজীবনে চটজলদি সফল হতে চান? তাহলে বন্ধু বসা অবস্থায় রয়েছে এমন গণেশ মূর্তি বাড়িতে এনে পুজো শুরু করেন। দেখবেন সুফল পেতে দেরি লাগবে না।

Read more about: বিশ্ব
English summary

শ্রী গণেশ হলেন সমৃদ্ধির দেবতা। তাই ঠিক ঠিক নিয়ম মেনে যদি দেবের আরাধনা করতে পারেন, তাহলে বড়লোক হয়ে ওঠার স্বপ্ন পূরণ তো হয়ই, সেই সঙ্গে সুখ এবং সমৃদ্ধি আপনার পরিবারে জায়গা করে নেয়।

Placing Ganesha idols in your house can change your destinyIf you want to attract more wealth, happiness and prosperity, bring home statute of white Ganesha. Even pasting a picture can also work wonder for you. Place the idol of Ganesha in a way that the back of the deity faces the outside your house.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more