For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

দুর্ঘটনার হাত থেকে যদি বাঁচতে চান তাহলে গাড়িতে ফেংশুই কচ্ছপ রাখতে ভুলবেন না যেন!

|

খেয়াল করে দেখবেন প্রায় প্রতিটি গাড়িতেই ভগবানের ছবি থাকে। কারণ সিংহভাগই বিশ্বাস করেন যে এমনটা করলে কোনও ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা কমে। শুধু তাই নয়, সর্বশক্তিমানের আশীর্বাদে গাড়ির কোন ক্ষতি হওয়ার সম্ভাবনাও আর থাকে না। কিন্তু এ সবের পরেও তো দুর্ঘটনা ঘটে, প্রাণও যায়। তাহলে কি বলতে হয় ভগবানের ছবি এক্ষেত্রে কোনও কাজেই আসে না!

আসলে বন্ধু, আমাদের আশেপাশে উপস্থিত পজেটিভ এবং নেগেটিভ শক্তি নিয়ে যারা গবেষণা করেণ, তাদের মতে গাড়ির অন্দরে যখন খারাপ বা নেগেটিভ শক্তির মাত্রা বেড়ে যায়, তখন দুর্ঘটনা ঘটার আশঙ্কা যায় বেড়ে। তাই তো ভগবানের ছবি রাখার পরেও দুর্ঘটনা ঘটে, প্রাণ যায় অনেকের। তাই তো প্রশ্ন ওঠে বারবার, সত্যিই কি এমন কোনও উপায় নেই, যাকে কাজে লাগিয়ে গাড়ির অন্দরে উপস্থিত নেগেটিভ এনার্জির মাত্রা কমানো যায়?

উপায় আছে বন্ধু, যা বাস্তবিকই গাড়ির অন্দরে নেগেটিভ এনার্জির মাত্রাকে কমিয়ে ফেলে। ফলে কোনও ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা যায় কমে। সেই সঙ্গে পজেটিভ শক্তির প্রভাবে কোনও ধরনের খারাপ ঘটনা ঘটনা ঘটার সম্ভাবনাও আর থাকে না। এখন প্রশ্ন হল, কী সেই উপায়? ফেংশুই বিশেষজ্ঞদের মতে গাড়িতে যদি একটি ফেংশুই কচ্ছপ রাখা যায়, তাহলে পজেটিভ শক্তির মাত্রা বাড়তে শুরু করে। ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কমে। প্রসঙ্গত, ফেংশুই শাস্ত্র সম্পর্কে চিনা ভাষায় লেখা বেশ কিছু প্রাচীন বই অনুসারে গাড়িতে বা বাড়িতে কচ্ছপের শোপিস বা ছবি রাখলে একদিকে যেমন কোনও ধরনের বিপদ ঘটার আশঙ্কা কমে, তেমনি পজেটিভ শক্তির প্রভাবে শরীর এবং মনও চাঙ্গা হয়ে ওঠে। ফলে ছোট-বড় রোগের প্রকোপ কমতেও সময় লাগে না।

কিন্তু কচ্ছিপ কেন:

কিন্তু কচ্ছিপ কেন:

এই প্রাণীটির গতিবিধি উপর নজর রাখলে দেখতে পাবেন, বিপদ আসার অনেক আগে থেকেই কচ্ছপ সে সম্পর্কে জেনে যায় এবং সঙ্গে সঙ্গে নিজেকে শক্ত কবজের মধ্যে লুকিয়ে ফেলে। ঠিক একই রকম ভাবে ফেংশুই টর্টেয়জও বিপদ সম্পর্কে অনেক আগে থেকে বুঝে নিয়ে কোনও খারাপ কিছু ঘটার আগেই আমাদের সাবধান করে দেয়। ফলে কোনও দুর্ঘটনার আশঙ্কা যায় কমে। তাই তো বাড়িতে এবং গাড়িতে কচ্ছপের ছবি বা মূর্তি রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

নেগেটিভ এবং পজেটিভ এনার্জি:

নেগেটিভ এবং পজেটিভ এনার্জি:

শুধু ফেংশুই নয়, বাস্তুশাস্ত্রেও এমনটা দাবি করা হয়েছে আমাদের আশেপাশে থাকা প্রতিটি জড় বস্তুর শরীর থেকে হয় খারাপ শক্তি, নয়তো পজেটিভ শক্তি নির্গত হতে থাকে। যেমনটা হয়ে থাকে গাড়ির ভিতরেও। তাই তো বাড়িতে এবং গাড়িতে এমন কিছু জিনিস রাখা উচিত, যা খারাপ শক্তির মাত্রাকে কমাতে পারে। আর ঠিক এই কাজটিই করে থাকে ফেংশুই কচ্ছপ। শুধু তাই নয়, এই বিশেষ ধরনের এই কচ্ছপটি মনকে শান্ত রাখে এবং স্ট্রেসের মাত্রাও কমায়। ফলে গাড়ি চালানোর সময় একাগ্রতা ক্ষুন্ন হওয়ার আশঙ্কাও কমে। সেই সঙ্গে কমে দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও।

কেমন ধরনের কচ্ছপ কিনতে হবে?

কেমন ধরনের কচ্ছপ কিনতে হবে?

গাড়িতে রাখার জন্য যে কচ্ছপটি কিনবেন তার ঘার যেন নিচের দিকে ঝুঁকে না থাকে। বরং মুখটা থাকবে উপরের দিকে। আসলে এমন ধরনের কচ্ছপ গাড়িতে রাখলে পজেটিভ শক্তির মাত্রা বৃদ্ধি পেতে সময় লাগে না। প্রসঙ্গত, এক্ষেত্রে আরও একটি বিষয় মাথায় রাখতে হবে, তা হল কচ্ছপের শোপিসটি যেন কোনও ভাবেই ভাঙা না থাকে। কারণ এমনটা হলে কিন্তু কোনও উপকারই পাবেন না।

গিফ্ট হিসেবে দিতে পারেন:

গিফ্ট হিসেবে দিতে পারেন:

এমনটা বিশ্বাস করা হয় যে গিফ্ট হিসেবে যদি কাউকে ফেংশুই শোপিস দেওয়া হয়, তাহলে যিনি দিচ্ছেন, তার নানাবিধ উপকার হয়। বিশেষত, তার আশেপাশে পজেটিভ শক্তির মাত্রা এত মাত্রায় বেড়ে যায় যে গুড লাক রোজের সঙ্গী হয়ে ওঠে। ফলে জীবনে সুখ এবং সমৃদ্ধির ছোঁয়া লাগতে সময় লাগে না।

ধুলো যেন জমে না থাকে:

ধুলো যেন জমে না থাকে:

ফেংশুই বিশেষজ্ঞদের মতে গাড়িতে রাখা কচ্ছপের উপর যেন কোনও সময় ধুলো জমে না থাকে। কারণ এমনটা হলে কচ্ছপের ক্ষমতা কমতে শুরু করে। ফলে কোনও ধরনের বিপদ ঘটার আশঙ্কা যায় বেড়ে। তাই তো বলি বন্ধু, যদি চান পজেটিভ শক্তির আপনার সঙ্গ নিক, তাহলে এই বিষয়টি খেয়াল রাখতে ভুলবেন না যেন!

প্রসঙ্গত, গাড়ি চালানোর সময় যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, তা সুনিশ্চিত করতে আরও কতগুলি নিয়ম মেনে চলতে পারেন, যেমন ধরুন...

১. গাড়িতে গান চালাতে ভুলবেন না:

১. গাড়িতে গান চালাতে ভুলবেন না:

এমনটা বিশ্বাস করা হয় যে গাড়ি চালানোর সময় গান চালালে গাড়িতে উপস্থিত নেগেটিভ শক্তির প্রভাব কমে যেতে শুরু করে। ফলে কোনও ধরনের বিপদ ঘটার আশঙ্কা যায় কমে।

২. উইনডো সব সময় পরিষ্কার রাখবেন:

২. উইনডো সব সময় পরিষ্কার রাখবেন:

ফেংশুই বিশেজ্ঞদের মতে উইন্ডো হল যে কোনও গাড়ির চোখ। তাই তো উইন্ডো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে গাড়ির অন্দরে পজেটিভ শক্তির প্রভাব বাড়তে শুরু করে। আর এমনটা যখন কী কী উপকার মেলে, তা নিশ্চয় আর বলে দিতে হবে না।

৩. সন্ধক লবন:

৩. সন্ধক লবন:

বিশেষজ্ঞদের মতে গাড়ির চার কোণায় অল্প করে সন্ধক লবন ছড়িয়ে রাখলে নেগেটিভ শক্তির মাত্রা কমে যায়। ফলে কোনও বিপদ ঘঠার আশঙ্কাও হ্রাস পায়। তবে এক্ষেত্রে একটি জিনিস মাথায় রাখতে হবে। তা হল প্রতিদিন, আগের দিন রাখা নুনটা পরিষ্কার করে নতুন করে নুন রাখতে হবে, তবেই কিন্তু মিলবে উপকার।

Read more about: বিশ্ব
English summary

Placing Feng Shui TORTOISE in your car can avoid accidents

We love keeping pictures of our Gods and goddesses in the car. We hang all sorts of accessories and at times our kids keep their stuffed toys in the car to personalize it even more. But do you know that you can actually reduce your chances of bumping into someone else’s car if you keep a metallic feng shui tortoise in your car on the dash board.
Story first published: Thursday, August 2, 2018, 15:50 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more