For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Tokyo Olympics : জ্যাভলিনে স্বর্ণপদক জিতে ইতিহাস গড়লেন নীরজ, জেনে নিন তাঁর সম্পর্কে

|

অবশেষে জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া-র হাত ধরে টোকিও অলিম্পিক্সে সোনার খরা কাটল। দুর্দান্ত দুই থ্রোয়ে দেশকে স্বর্ণপদক এনে দিলেন নীরজ চোপড়া। এটি ছিল নীরজের প্রথম অলিম্পিক। ০৭ অগস্ট, শনিবার ফাইনালে দ্বিতীয় প্রচেষ্টায় ৮৭.৫৮ মিটার ছুঁড়ে পদক জিতলেন তিনি। অলিম্পিক গেমসে ১৩ বছর পর ভারত স্বর্ণপদক পেল। এর আগে ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে শুটার অভিনব বিন্দ্রা সোনা জিতেছিলেন।

অলিম্পিক্সের ইতিহাসে এই প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ডের কোনও ইভেন্টে পদক এল ভারতে, তাও একেবারে সোনা। নীরজের জ্যাভেলিন থ্রো খেলায় আসা নিতান্তই কাকতালীয় ভাবে। আসুন জেনে নেওয়া যাক কে তাঁর সম্পর্কে কিছু না জানা কথা।

Neeraj Chopra

১) ১৯৯৭ সালের ২৪ ডিসেম্বর হরিয়ানার পানিপথ জেলার খান্দ্রা নামক গ্রামে জন্মগ্রহণ করেছেন নীরজ চোপড়া। কৃষক পরিবারের ছেলে নীরজ। যৌথ পরিবারে বড় হয়ে ওঠা নীরজের, ভাই-বোনদের মধ্যে সবচেয়ে বড় তিনি। তাঁর অ্যাথলেটিক্সে আসা নিতান্তই কাকতালীয় ভাবে।

২) ছোট থেকেই খেতে খুব ভালবাসতেন নীরজ। আর তাঁর এই খাবারের প্রতি ভালবাসায় ইন্ধন দিতেন তাঁর ঠাকুমা। সুযোগ পেলেই তিনি নাতিকে বিভিন্ন খাবার বানিয়ে খাওয়াতেন। তাই অল্প বয়সেই গোলগাল চেহারার হয়ে পড়েছিলেন নীরজ। মাত্র ১২ বছর বয়সে তাঁর ওজন হয়ে দাঁড়ায় প্রায় ৯০ কেজি! ক্রমশ ওজন বাড়তে থাকায় নীরজের বাবা-মা চিন্তায় পড়ে যান, তাই ছেলেকে এক প্রকার জোর করেই মাঠে পাঠাতে থাকেন তাঁরা।

৩) রোজ সকালে শিবাজি স্টেডিয়ামে জগিং করতে যেতেন তিনি। সেখানেই পরিচয় হয় প্রাক্তন জ্যাভলিন থ্রোয়ার জয় চৌধুরির সঙ্গে। তারপর থেকেই জ্যাভলিন ধীরে ধীরে নীরজের জীবনের একটা অঙ্গ হয়ে ওঠে।

৪) ২০১৬ সালে পোল্যান্ডে আইএএএফ বিশ্ব অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ৮৬.৪৮ মিটার ছুঁড়ে সোনা জিতে নেন নীরজ। সেই সময় তাঁর বয়স ছিল মাত্র ১৯ বছর। এর আগে এই প্রতিযোগিতায় কোনও ভারতীয় পদক জেতেননি।

৫) ২০১৭ সালের এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন নীরজ। ২০১৮-র কমনওয়েলথ গেমসে ৮৬.৪৭ মিটার ছুঁড়ে সোনা জেতেন তিনি।

৬) ২০১৮ সালের এশিয়ান গেমসে ৮৮.০৬ মিটার ছুঁড়ে সোনা জিতেছিলেন নীরজ।

৭) তবে ২০১৯ সালটা খুব একটা ভাল যায়নি নীরজের। হাতে চোট পাওয়ায় সেই বছর প্রায় কোনও প্রতিযোগিতাতেই অংশগ্রহণ করতে পারেননি তিনি।

৮) টোকিও অলিম্পিক্সের ঠিক আগে গত জুনে ফিনল্যান্ডে ব্রোঞ্জ জেতেন নীরজ। এই প্রতিযোগিতায় বিশ্বের সেরা প্রতিযোগীরা ছিলেন।

৯) ভারতীয় সেনায় যোগ দেন নীরজ ২০১৬-১৭ সালে। জুনিয়র কমিশনড অফিসার হিসেবে নিয়োগ হয়েছিলেন তিনি। ২০১৮ সালে তিনি অর্জুন পুরস্কার পান।

English summary

Who is Neeraj Chopra? All you need to know about athlete who won gold medal in Javelin Throw at Olympics in Bengali

Who is Neeraj Chopra? All you need to know about athlete who won gold medal in Javelin Throw at Olympics in Bengali.
Story first published: Saturday, August 7, 2021, 21:35 [IST]
X
Desktop Bottom Promotion