For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Lunar New Year 2022: লুনার নিউ ইয়ার কারা উদযাপন করে? জেনে নিন এর ইতিহাস ও তাৎপর্য

|

পৃথিবীতে এমন অনেক সম্প্রদায় রয়েছে, যারা চন্দ্র ক্যালেন্ডার অনুসারে নতুন বছর শুরু করে। এই বছর পয়লা ফেব্রুয়ারি পড়েছে লুনার নিউ ইয়ার এবং এই উদযাপন চলবে দুই সপ্তাহ ধরে। এটি চাইনিজ নববর্ষ এবং বসন্ত উৎসব নামেও পরিচিত।

Lunar New Year 2022

গোটা বিশ্বের চীনা সম্প্রদায়ের মানুষরা মহা সমারোহে লুনার নিউ ইয়ার উদযাপন করে। তাহলে জেনে নিন, চীনা নববর্ষ উদযাপনের নিয়ম ও ইতিহাস সম্পর্কে।

২০২২ সালে লুনার নিউ ইয়ার কবে পড়েছে?

২০২২ সালে লুনার নিউ ইয়ার কবে পড়েছে?

এই বছর লুনার নিউ ইয়ারের প্রধান দিনগুলি হল ৩১ জানুয়ারি (New Year's Eve) এবং পয়লা ফেব্রুয়ারি। এই দিন থেকেই উৎসব উদযাপন শুরু হবে এবং ১৫ দিন ধরে চলবে।

প্রতি বছর কিন্তু একই তারিখে পড়ে না লুনার নিউ ইয়ার। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী, সাধারণত প্রতি বছর ২০ জানুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারির মধ্যে পড়ে। চীনা জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতি বছর চন্দ্র নববর্ষ বা লুনার নিউ ইয়ার কোনও না কোনও প্রাণীর সঙ্গে জড়িত থাকে। তাই প্রত্যেক বছর ১২টি রাশিচক্রের প্রাণীদের মধ্যে একটির সঙ্গে যুক্ত হয়। এর ভিত্তিতেই চীনে প্রতিটি বছরকে বিভিন্ন প্রাণীর সঙ্কেত দিয়ে চিহ্নিত করা হয়। এই ১২টি প্রাণী হল - ইঁদুর, ষাঁড়, বাঘ, খরগোশ, ড্রাগন, সাপ, ঘোড়া, ছাগল, বানর, মোরগ, কুকুর এবং শূকর। ২০২২ সাল হল বাঘের বছর, আর ২০২১ সাল ছিল ষাঁড় বা বলদের বছর।

কীভাবে উদযাপন করা হয়?

কীভাবে উদযাপন করা হয়?

এই সময় চীনের বাসিন্দারা তাদের ঘর-বাড়ি পরিষ্কার করে সুন্দরভাবে সাজায়। চাইনিজদের কাছে লাল রঙের বিশেষ গুরুত্ব আছে, তাই এই দিনে প্রত্যেকটা বাড়িই উজ্জ্বল লাল ব্যানার দিয়ে ডেকোরেট করা হয় এবং বাচ্চাদের লাল খামে করে টাকা দেওয়া হয়। সকলে একে অপরের সঙ্গে উপহার আদান-প্রদান করে থাকে, বিশাল ভোজের আয়োজন করা হয়, ড্যান্সিং ড্রাগন ও লায়ন থাকে এবং প্রচুর আতশবাজি জ্বালানোর মাধ্যমে চীনারা নতুন বছরের উদযাপন করে। সকলে একত্রিত হয়ে নতুন বছর উদযাপন করে। এই উদযাপন দুই সপ্তাহ ধরে চলে। এই বছর এই উৎসব ১৫ ফেব্রুয়ারি lantern festival-এর সাথে শেষ হবে।

ইতিহাস ও তাৎপর্য

ইতিহাস ও তাৎপর্য

চীনা নববর্ষটি খ্রিস্টপূর্ব ১৪ শতকের বলে মনে করা হয়। কথিত আছে যে, প্রাচীনকালে Nian নামক এক দানব ছিল। তাঁর অত্যাচারে মানুষ সর্বদা ভয়ে ভয়ে থাকত। কিন্তু সেই দানব লাল রঙ, আতশবাজির শব্দ শুনে এবং আতশবাজি দেখে খুবই আতঙ্কিত হয়ে পড়তেন। তাই তখনকার দিনে মানুষ ওই দানবকে ভয় দেখাতে এবং তাড়াতেই এই জিনিসগুলি ব্যবহার করত। সেই থেকেই চীনা নববর্ষ উদযাপিত হয়ে আসছে বলে বিশ্বাস করা হয়।

পূর্ব এশিয়ার দেশগুলিও মহা আড়ম্বরে এই দিনটি উদযাপন করে। ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মঙ্গোলিয়ার মতো বিভিন্ন দেশে উদযাপিত হয়।

English summary

Lunar New Year 2022: Date, history, significance of Chinese New Year in Bengali

Lunar New Year 2022: Know Chinese New Year Date, History and Significance in Bengali.
Story first published: Monday, January 31, 2022, 13:25 [IST]
X
Desktop Bottom Promotion