For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

'সন্দেশে আতে হ্যায়' গাইলেন আইটিবিপির জওয়ান, কন্ঠে মুগ্ধ দেশবাসী

|

১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল দেশাত্মবোধক ছবি 'বর্ডার '। সেই সময় সারা দেশজুড়ে সাড়া ফেলে দিয়েছিল এই ছবিটি। বিশেষ করে এই ছবির একটি গান 'সন্দেশে আতে হ্যায়'- অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছিল দর্শকদের কাছে। এবার সেই গান গেয়ে দেশের মানুষের মন জয় করে নিলেন ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (ITBP)-এর এক জওয়ান লাভলি সিং।

itbp

সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে গেছে এই গানের ভিডিয়ো। লাভলি সিং-এর গলায় এই গান শুনে প্রশংসায় পঞ্চমুখ নেটিজনেরা। ৭৩ তম স্বাধীনতা দিবসের আগে অন্যান্য জওয়ানদের জন্য এই গানটি উৎসর্গ করেছেন তিনি। লাভলি সিং একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন, তাতে দেখা যাচ্ছে কত প্রতিকূল পরিস্থিতিতে কাজ করেন ITBP-এর জওয়ানরা। ওই ভিডিয়ো-র নেপথ্যে এই গানটি করেন তিনি।

ওই জওয়ানের ভিডিয়োটির প্রশংসা করেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুও। ভিডিয়োটি শেয়ার করে তিনি জানান যে,তিনিও ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। তিনি ট্যুইট করে বলেছেন, "@ আইটিবিপি _অফিশিয়াল জওয়ান লাভলী সিংয়ের একটি হৃদয়স্পর্শী গান শুনলাম। আমি আমাদের জওয়ানদের সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছি এবং তাঁদের সঙ্গে সীমান্তেও থেকেছি। আমি অনুভব করতে পারি তাঁরা কীভাবে মাতৃভূমির সেবায় নিজেদের নিযুক্ত রাখেন।"

গত মাসে, জম্মু-কাশ্মীরের অমরনাথে ভ্রমণকারী যাত্রীদের রক্ষার জন্য ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ বাহিনীকে বিপজ্জনক ভূখণ্ডের মাঝেই পাহারারত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

১৯৬২ সালের অক্টোবর মাসে ভারত-তিব্বত সীমান্তে গোয়েন্দা ও সুরক্ষা স্থাপনের জন্য ITBP-কে পুনরায় সংগঠিত করা হয়েছিল। ২০০৪ সালেও, ভারত-চীন সীমান্তের গোটা প্রান্তটি রক্ষার দায়িত্বে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশকে নিয়ে আসা হয়েছিল। সেই সময়েই সিকিম ও অরুণাচল প্রদেশ থেকে অসম রাইফেলসের বাহিনীকে সরিয়ে দায়িত্বভার দেওয়া হয়েছি ITBP-কেই।

ইন্দো-তিব্বত সীমান্তের পুলিশরা আরও অনেক ভূমিকার মধ্যেও রয়েছে, কেউ সীমান্ত লঙ্ঘন করার চেষ্টা করছে কী না সেই দিকে নজর রাখা এবং তা প্রতিরোধ করা। এছাড়াও, অবৈধ অভিবাসন, আন্তঃসীমান্ত চোরাচালান হচ্ছে কী না সে ব্যাপারেও খেয়াল রাখা।

Read more about: social media
English summary

Indo-Tibetan Border Police Soldier Dedicates ‘Sandese Aate Hain’ On 73rd Independence Day

A new video has surfaced online where a soldier of the ITBP is seen singing the cult patriotic song 'Sandese aate hain'' from the 1997 hit film 'Border'.
Story first published: Friday, August 16, 2019, 16:01 [IST]
X
Desktop Bottom Promotion