For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

সত্যজিৎ রায়ের বিখ্যাত ১০টি উক্তি, যা আজও চলচ্চিত্র নির্মাতাদের অনুপ্রাণিত করে

|

বাংলা সাহিত্যে যেমন রবীন্দ্রনাথ, চলচ্চিত্রে তেমন সত্যজিৎ। এই দুই ব্যক্তিত্ব ছাড়া দুই ক্ষেত্রই যেন অসম্পূর্ণ। আজ ভারত তথা বিশ্বসেরা চিত্র পরিচালক বা ভারতীয় চলচ্চিত্রের স্রষ্টা সত্যজিৎ রায়ের ১০১তম জন্মদিবস। তাঁর হাত ধরেই চলচ্চিত্র জগতে বাংলা ও বাঙালী বিশ্ব দরবারে জায়গা করে নিয়েছে। বিশ্বে ভারতীয় চলচ্চিত্রকে দিয়েছেন এক অন্য মাত্রা। তাঁর নির্মিত চলচ্চিত্র আজও বিভিন্ন চলচ্চিত্র নির্মাতাদের অনুপ্রেরণা যোগায়। রয়-এর হাত ধরেই ভারতীয় চলচ্চিত্র জগতে এক নতুন অধ্যায়ের শুরু হয়েছিল।

Quotes By Satyajit Ray

সত্যজিৎ রায় কেবলমাত্র সেরা পরিচালকই নন, সেরা চিত্রনাট্যকার, সুরকার, লেখক, প্রযোজক এবং বিখ্যাত গ্রাফিক্স ডিজাইনার হিসেবেও পরিচিত। ১৯২১ সালের ২ মে জন্মগ্রহণ করেন বাংলা চলচ্চিত্রের এই দিকপাল। আজ তাঁর জন্মদিবসে আসুন জেনে নিই এই বিশ্বখ্যাত পরিচালকের সেরা ১০টি উক্তি, যা শুধু চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রেই নয়, পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবনেও মেনে চলতেন তিনি।

১)

১)

সবচেয়ে মূল্যবান ও একমাত্র সমাধানগুলো মানুষ নিজেই খুঁজে বের করতে পারে। - সত্যজিৎ রায়

২)

২)

যখন আমি কোনও মৌলিক গল্প লিখি, তখন এমন ব্যক্তিদের নিয়ে লিখি যাদের আমি ব্যক্তিগতভাবে চিনি এবং এমন পরিস্থিতির কথা লিখি যার সঙ্গে আমি পরিচিত। আমি উনিশ শতকের কোনও গল্প লিখি না।- সত্যজিৎ রায়

৩)

৩)

চিত্রনাট্য লেখার অভ্যাসকে আমি শখে পরিণত করেছি। আমি খুঁজে বের করতাম কোন গল্পটি চলচ্চিত্রের জন্যই তৈরি হয়েছে এবং আমি সেই গল্পটি নিজস্ব ঢঙে লিখতাম, এরপর আসল গল্পের সঙ্গে তুলনা করতাম। -সত্যজিৎ রায়

কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায় : ১০০তম জন্মদিবসে জেনে নিন তাঁর সম্পর্কে কিছু অজানা তথ্যকিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায় : ১০০তম জন্মদিবসে জেনে নিন তাঁর সম্পর্কে কিছু অজানা তথ্য

৪)

৪)

আসলে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল একটা শুভ সমাপ্তির। যাইহোক, শুভ সমাপ্তির আগে যদি বিষাদময় পরিস্থিতি এবং চমক সৃষ্টি করতে পারেন তাহলে বিষয়টা আরও ভালো কাজ করে। -সত্যজিৎ রায়

৫)

৫)

ডোমিনাস ওমনিয়াম ম্যাজিস্টার, এর অর্থ হল ঈশ্বর সবকিছুর অধিপতি। -সত্যজিৎ রায়

৬)

৬)

আমি অনুভব করি যে, নায়কের ছাঁচে থাকা মানুষের তুলনায় রাস্তায় থাকা একটি সাধারণ মানুষকে বিষয় হিসেবে পরীক্ষা-নিরীক্ষা করা অনেক বেশি চ্যালেঞ্জিং। তাঁদের আংশিক অন্ধকার, অস্পষ্ট শব্দগুলোই আমি ধরতে চাই, আবিষ্কার করতে চাই। - সত্যজিৎ রায়

৭)

৭)

যখন আপনার গল্পে নতুন কোনও চরিত্রের আবির্ভাব ঘটবে, তখন অবশ্যই তার চেহারা ও পোশাকের বিস্তারিত বর্ণনা দেবেন। আপনি যদি সেটা না করেন তাহলে পাঠক নিজের মতো করে চিন্তা করে নেবে, যেটা পরবর্তীতে আপনার বর্ণনার সঙ্গে নাও মিলতে পারে। - সত্যজিৎ রায়

৮)

৮)

পরিচালকই একমাত্র ব্যক্তি যিনি ভালোভাবে জানেন যে চলচ্চিত্রটি কোন বিষয়কে কেন্দ্র করে তৈরি হচ্ছে। - সত্যজিৎ রায়

৯)

৯)

সিনেমায় চারিত্রিক বৈশিষ্ট্যসূচক গুণগুলোই মানুষের মনের অন্তরঙ্গ বিষয় ধরতে ও যোগাযোগ ঘটাতে সক্ষম।- সত্যজিৎ রায়

১০)

১০)

আবহসঙ্গীতের ধারণা দিনে দিনে বেশ পরিবর্তিত হচ্ছে। এখন যতটা পারা যায় কমই ব্যবহার করার চেষ্টা করুন। - সত্যজিৎ রায়

English summary

10 Inspiring Quotes By Satyajit Ray, That Will Motivate You

Inspiring Quotes By Satyajit Ray, That Will Motivate You. Read on.
X
Desktop Bottom Promotion