For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

এবার জলের ফোঁটায় চলবে কম্পিউটার

|

বিজ্ঞান ও প্রযুক্তি দিন দিন যেদিকে এগোচ্ছে তাতে আগামিদিনে কোনও কিছুই অসম্ভবই মনে হবে না।

এই যেমন, মনু প্রকাশ নামে একজন ভারতীয় বংশোদ্ভুত গবেষক এমন পদ্ধতি আবিষ্কার করেছেন যার মাধ্যমে জলের ফোঁটায় একটি গোটা কম্পিউটার চলবে।

এবার জলের ফোঁটায় চলবে কম্পিউটার

মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক মনু প্রকাশ বায়ো ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক। তিনি ও তাঁর ছাত্ররা মিলে এমন একটি কম্পিউটার বানিয়েছেন যেটি শুধুমাত্র জলের ফোঁটায় চলবে।

জানা গিয়েছে, একটি চৌম্বকক্ষেত্র তৈরি করে তাতে জলের ফোঁটা দেওয়া হয়। চৌম্বক ক্ষেত্রটি ঘুরতে শুরু করলে জলের ফোঁটাগুলিও সমদূরত্বে একই দিকে ঘুরতে থাকে। আর তা থেকে তৈরি শক্তিই আস্ত একটি কম্পিউটারকে চালনা করার ক্ষমতা রাখে।

এইরকম অবস্থা আসলে 'কম্পিউটার ক্লক' তৈরিতে দেখা যায়। আধুনিক সিংহভাগ ইলেক্ট্রনিক্স গ্যাজেট এই কম্পিউটার ক্লকের উপর নির্ভরশীল।

মনু প্রকাশের এই যুগান্তকারী আবিষ্কারের কথা বিখ্যাত 'নেচার ফিজিক্স' পত্রিকায় প্রকাশিত হয়েছে। মনু প্রকাশের দাবি, তাঁর এই কম্পিউটার কখনই ডিজিটাল কম্পিউটারের জায়গা নেবে না। বরং এটি দিয়ে পদার্থবিজ্ঞানের নানা রহস্য ভেদ করাই তাঁর লক্ষ্য।

English summary

Indo-American scientists develop world's first computer that works on water droplets

Indo-American scientists develop world's first computer that works on water droplets
Story first published: Thursday, June 11, 2015, 19:11 [IST]
X
Desktop Bottom Promotion