For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Indian Navy Day : কেন পালিত হয় ভারতীয় নৌবাহিনী দিবস? জেনে নিন এর ইতিহাস ও তাৎপর্য

|

আজ ৫০তম ভারতীয় নৌবাহিনী দিবস (Indian Navy Day)৷ ভারতীয় নৌবাহিনীর ভূমিকা এবং কৃতিত্বকে স্বীকৃতি দেওয়ার জন্য প্রতিবছর ৪ ডিসেম্বর এই দিবসটি পালিত হয়। এই দিনটি ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন ট্রাইডেন্টের সূচনাকে স্মরণ করে। এছাড়াও, এই দিনে সাধারণ জনগণের মধ্যে ভারতীয় নৌবাহিনী সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়।

এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে এদিন দেশজুড়ে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আসুন জেনে নেওয়া যাক, ভারতীয় নৌবাহিনী দিবসের ইতিহাস ও তাৎপর্য।

Indian Navy Day

ভারতীয় নৌবাহিনী দিবস-এর ইতিহাস

১৬১২ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় নৌবাহিনী প্রতিষ্ঠিত করে। পরে এটির নামকরণ করা হয় রয়্যাল ইন্ডিয়ান নেভি। স্বাধীনতার পর ১৯৫০ সালে এটি ভারতীয় নৌবাহিনী হিসেবে পুনর্গঠিত হয়।

১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তানের করাচি-তে পাক নৌসেনার সদর দপ্তরে হামলা চালায় ভারতীয় নৌসেনা বাহিনী৷ ১০০ শতাংশ সাফল্যও পায় 'অপারেশন ট্রাইডেন্ট'৷ সেই দিনটি ছিল ৪ ডিসেম্বর। করাচি-তে সেই সাহসী আক্রমণকে স্মরণ ও স্বীকৃতি দেওয়ার জন্যই প্রতিবছর ৪ ডিসেম্বর 'ভারতীয় নৌবাহিনী দিবস' (Indian Navy Day) পালিত হয়। মারাঠা সম্রাট ছত্রপতি শিবাজি ভোঁসলে-কে 'ভারতীয় নৌবাহিনীর জনক' বলা হয়।

এই দিনে, ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং বিমানগুলি দর্শনার্থীরা দেখার সুযোগ পান। এর্নাকুলুমের সাংবাদিকরা নৌবাহিনীর এই উৎসবে সামরিক ছবি প্রদর্শনীর আয়োজন করে। সাধারণত, নেভাল ইনস্টিটিউট অফ অ্যারোনটিক্যাল টেকনোলজি (NIAT) ২৪ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত গুড হোপ ওল্ড এজ হোম, ফোর্ট কোচিতে একটি কমিউনিটি সার্ভিস পরিচালনা করে। এতে নৌবাহিনীর চিকিৎসকদের মনোরঞ্জনের জন্য শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এই নেভি ফেস্ট-এ নেভি বল, নেভি কুইন এবং আরও কিছু প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ভারতীয় নৌবাহিনী দিবস কীভাবে পালিত হয়?

মুম্বইতে সদর দপ্তর-সহ ভারতীয় নৌবাহিনীর ওয়েস্টার্ন নেভাল কমান্ড তাদের জাহাজ এবং নাবিকদের একত্রিত করে এই মহান উপলক্ষটি উদযাপন করে। বিশাখাপত্তনমের ইস্টার্ন নেভাল কমান্ড নৌবাহিনী দিবস উদযাপনে পরিচালিত সমস্ত কার্যক্রম এবং অনুষ্ঠানের পরিকল্পনা করে। যুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান।

English summary

Indian Navy Day 2021 : Date, History, Significance and All You Need to Know About Navy Day

Read on to know more about Indian Navy Day, its history and significance.
Story first published: Saturday, December 4, 2021, 13:08 [IST]
X
Desktop Bottom Promotion