১.পরিবারে শান্তি ফিরে আসে:
মাটি দিয়ে বানানো কচ্ছপের মূর্তি বাড়ির উত্তর-পূর্ব অথবা দক্ষিণ-পশ্চিম রাখলে পজেটিভ শক্তির প্রবেশ ঘটতে শুরু করে গৃহস্থে। ফলে সুখ-শান্তির বাতাবরণ বজায় থাকে। সেই সঙ্গে পরিবারের সদস্যদের মধ্যে কোনও ধরনের কলহ সৃষ্টি হওয়ার আশঙ্কাও হ্রাস পায়।
২. লোহার কচ্ছপ:
বাস্তুশাস্ত্র মতে এই ধরনের কচ্ছপের মূর্তি বাড়ির উত্তর অথবা উত্তর-পশ্চিম দিকে রাখলে বেজায় উপকার পাওয়া যায়। এক্ষেত্রে মনের মতো চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়ে। সেই সঙ্গে নানাবিধ অর্থনৈতিক সমস্যাও কাটতে শুরু করে। ফলে বড়লোক হয়ে ওঠার স্বপ্ন পূরণ হতে সময় লাগে না।
৩. ক্রিস্টালের কচ্ছপ:
এই ধরনের সোপিস বাড়ির দক্ষিণ-পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিকে রাখলে নানাবিধ উপকার পাওয়া যায়। যেমন ধরুন ব্যবসায় সাফল্য আসার সম্ভাবনা বাড়ে। সেই সঙ্গে আত্মবিশ্বাস এতটা বেড়ে যায় যে, যে কোন ও ধরনের বাঁধা পেরতে সময় লাগে না।
৪. কাঠের কচ্ছপ:
ছোট ছোট ঘটনায় মন খারাপ হয়ে যায়? সেই সঙ্গে হাজার চেষ্টা করেও মানসিক শান্তি মেলে না? তাহলে আজই বাড়িতে একটা কাঠের কচ্ছপ এনে রাখুন। এমনটা করলে পজেটিভ শক্তির প্রভাব এত বাড়বে যে মনের অন্দরে জায়গা করে নেওয়া খারাপ চিন্তা দূরে পালাবে। ফলে হারিয়ে যাওয়া সুখ-শান্তি ফিরে আসতে সময় লাগবে না।
৫. কচ্ছপের পরিবার:
এমনটা বিশ্বাস করা হয় যে লিভিং রুমে মা কচ্ছপের সঙ্গে তার বাচ্চাদেরও যদি মূর্তি রাখা যায়, তাহলে গৃহস্থে সুখ শান্তি বজায় থাকে। সেই সঙ্গে যে কোনও ধরনের পারিবারিক কলহ কমতেও সময় লাগে না।
৬. কচ্ছপ এবং জল:
বাস্তুশাস্ত্র অনুসারে একটি ছোট পাত্রে অল্প পরিমাণ জল নিয়ে তাতে কচ্ছপের মূর্তিটি রাখলে পরিবারে সুখ-শান্তি বজায় থাকে। সেই সঙ্গে আয়ু বৃদ্ধি পায় পরিবারের প্রতিটি সদস্যের এবং অর্থনৈতিক উন্নতি ঘটে চোখে পরার মতো। প্রসঙ্গত, ভুলেও মাটি দিয়ে তৈরি কচ্ছপ যেন জলে রাখবেন না, গলে যাবে যে!
৭. কচ্ছপের পা:
খেয়াল রাখবেন কচ্ছপের পা যেন সব সময় জলের নিচে থাকে। সেই সঙ্গে প্রতিদিন পরিষ্কার করতে হবে মূর্তিটা। এমনটা বিশ্বাস করা হয় যে কচ্ছপের মূর্তিটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কর্মক্ষেত্রে দ্রুত সফলতা পাওয়া যায়। সেই সঙ্গে মন আনন্দে ভরে ওঠে। শুধু তাই নয়, পকেট ভর্তি টাকার অধিকারি হয়ে ওঠার স্বপ্নও পূরণ হয়। ফলে জীবন এতটাই সুন্দর হয়ে ওঠে যে দুঃখ ধারে কাছেও ঘেঁষতে পারে না।