For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

শীঘ্রই যদি বড়লোক হয়ে উঠতে চান তাহলে ভুলেও বাড়িতে এই জিনিসগুলি রাখবেন না যেন!

অল্প দিনেই যদি অনেক টাকার মালিক হয়ে উঠতে চান, তাহলে সঞ্চয়ের পরিমাণ বাড়ান। আর সেই সঙ্গে এই প্রবন্ধে আলোচিত বাস্তু নিয়মগুলি মেনে চলা শুরু করুন।

|

বড়লোক হয়ে ওটা যেমন সোজা, তেমন কঠিনও বটে। বিশ্বের প্রথম সারির ধনীরা একটা কথা প্রায়ই বলে থাকেন। কী কথা? আয়ের সিংহভাগ সঞ্চয় করুন। তাহলেই দেখবেন নিমেষে আপনার ব্য়াঙ্ক ব্য়ালেন্স আকাশ ছোঁবে। তবে ভাগ্য় খারাপ থাকলে কিন্তু কেলো! কারণ সেক্ষেত্রে যতই সঞ্চয় করুন না কেন, তা কোনও না কোনওভাবে ঠিক খারচ হয়ে যাবেই যাবে। তাই তো বলি বন্ধু অল্প দিনেই যদি অনেক টাকার মালিক হয়ে উঠতে চান, তাহলে সঞ্চয়ের পরিমাণ বাড়ান। আর সেই সঙ্গে এই প্রবন্ধে আলোচিত বাস্তু নিয়মগুলি মেনে চলা শুরু করুন। তাহলেই দেখবেন আপনার বড়লোক হয়ে ওঠার পথে কোনও বাঁধাই আর মাথা চাড়া দিয়ে উঠছে না।

প্রসঙ্গত, বাস্তুশাস্ত্রে উল্লেখিত নিয়মগুলিকে যতই আজগুবি লাগুক না কেন, বাস্তুবে কিন্তু এই উপায়গুলি বেজায় কাজে আসে। তাই তো বন্ধু এই লেখায় আলোচিত নিয়মগুলিকে হাসির ফোয়ারায় ভাসিয়ে না দিয়ে আজ থেকেই মেনে চলা শুরু করুন। দেখবেন ফল পাবেন একেবারে হাতে-নাতে!

এক্ষেত্রে যে যে বিষয়গুলি মাথায় রাখতে হবে, সেগুলি হল...

১. বাড়িতে যেন পায়রার বাসা না থাকে:

১. বাড়িতে যেন পায়রার বাসা না থাকে:

বাড়িতে পায়রা এসে বসা শুভ লক্ষণ হিসেবে গণ্য করা হয়ে থাকলেও পায়রার বাসা যেন না থাকে। তাহলে কিন্তু বেজায় বিপদ! কারণ এমনটা বিশ্বাস করা হয়, যে বাড়িতে পায়রা এসে বাসা বাঁধে, সেখানে নেগেটিভ এনার্জির প্রভাব এতটা বেড়ে যায় যে একের পর এক খারাপ ঘটনা ঘটার আশঙ্কা যায় বেড়ে। সেই সঙ্গে মারাত্মক অর্থনৈতিক ক্ষতি হওয়ার সম্ভাবনাও থাকে। তাই সত্যিই যদি বড়লোক হয়ে উঠতে চান, তাহলে এই বিষযটি খেয়াল রাখা কিন্তু একান্ত প্রয়োজন।

২. মৌমাছির চাক:

২. মৌমাছির চাক:

বাড়িতে মৌমাছির দল এসে বাসা বাঁধা কিন্তু বেজায় চিন্তার বিষয়। কারণ কোনও ভাবে যদি বাসাটা ভেঙে যায়, তাহলে হাজারো মৌমাছির কামড় খাওয়ার যেমন আশঙ্কা থাকে, তেমনি পকেট খালি হয়ে যাওয়ার সম্ভবনাও বৃদ্ধি পায়। কারণ বাস্তুশাস্ত্রের উপর লেখা একাধিক বই অনুসারে বাড়িতে মৌমাছির বাসা থাকা একেবারেই উচিত নয়। কারণ তা অশুভ লক্ষণ হিসেবে বিবেচিত করা হয়ে থাকে। শুধু তাই নয়, এমনটা হলে শুধু অর্থনৈতিক নয়, আরও নানাবিধ ক্ষতি হওয়ার আশঙ্কা কিন্তু বেড়ে যায়। তাই সাবধান!

৩. মাকড়সার জাল:

৩. মাকড়সার জাল:

খেয়াল করে দেখবেন পর পর কয়েকদিন ঘর-দোর পরিষ্কার না করলেই বাড়ির ইতি-উতি মাকড়সা তার জাল বুনতে শুরু করে দেয়। এমনটা হওয়া কিন্তু একেবারেই উচিত নয়। কারণ যে বাড়িতে মাকড়সার জাল থাকে, সেখানে সুখ এবং সমৃদ্ধির প্রবেশ আটকে যায়। ফলে বড়লোক হয়ে ওঠার স্বপ্ন অধরা থেকে যাওয়ার সম্ভাবনা যায় বেড়ে। তাই তো নিয়মিত বাড়ি-ঘর পরিষ্কার করার পরামর্শ দেওয়া হয়ে থাকে। বিশেষত ঘরের প্রতিটি কোনা। কারণ মাকড়সা বাবাজি বাড়ির এইসব জয়গাকেই বেছে নেয় নিজের শিকার ধরার ফাঁদ তৈরির জন্য।

৪. ভাঙা কাঁচ:

৪. ভাঙা কাঁচ:

কাঁচ ভেঙে যাওয়াকে অশুভ ঘটনা হিসেবে তো বিবেচিত করা হয়েই থাকে। সেই সঙ্গে বাড়ির অন্দরে কোথাও ভাঙা কাঁচ থাকাও কিন্তু বিপদের লক্ষণ হিসেবে মানা হয়। আসলে এমনটা বিশ্বাস করা হয় যে, গৃহস্থের অন্দরে কোথাও ভাঙা কাঁচ থাকলে নেগেটিভ এনার্জির প্রভাব এতটা বেড়ে যায় যে একের পর এক খারাপ ঘটনা ঘটার আশঙ্কা যায় বেড়ে। সেই সঙ্গে নানা কারণে জলের মতো টাকা বেরিয়ে যেতে শুরু করে। ফলে পকেট খালি হয়ে যেতে কিন্তু সময় লাগে না।

৫. বাদুড়:

৫. বাদুড়:

একেবারে ঠিক শুনেছেন! আপনার বড়লোক হয়ে ওঠার পথে কিন্তু বাঁধা হয়ে দাঁড়াতে পারে এই প্রাণীটি। কারণ বাস্তুবিশেষজ্ঞদের মতে বাড়িতে বাদুড় থাকলে যে শুধু অর্থনৈতিক ক্ষতি হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়, তা নয়। সেই সঙ্গে পরিবারের প্রতিটি সদস্যের শারীরিক ক্ষতি হওয়ার আশঙ্কাও বৃদ্ধি পায়। তাই আপনার বাড়ির আশেপাশে যদি বাদুড়দের আনাগোনা বেশি থাকে, তাহলে খেয়াল রাখবেন এই প্রাণীটি যেন ফাঁক গোলা আপনার বাড়ির ভিতরে না ঢুকে যায়।

৬. কল থেকে চুঁইয়ে জল পরা:

৬. কল থেকে চুঁইয়ে জল পরা:

কল বন্ধ করে দেওয়ার পরেও যদি টিপ টিপ করে জল পরতে থাকে, তাহলে কিন্তু চিন্তার বিষয়। কারণ বাস্তুশাস্ত্র অনুসারে, এমনটা হলে বুঝতে হবে আপনার প্রচুর পরিমাণ টাকা খরচ হতে চলেছে। আর খরচ যখন বেশি হয়, তখন পকেট টাকায় ভরে উঠতে যে অনেক সময় লেগে যায়, তা কি আর বলার অপেক্ষা রাখে। এই কারণেই তো কলের থেকে টিপ টিপ করে জল পরতে দেখলে সময় নষ্ট না করে তা সারাই করে নেওয়াই ভাল!

৭. বাড়ির ছাদ:

৭. বাড়ির ছাদ:

খেয়াল করে দেখবেন অনেকেই বাড়ির ছাদকে স্টোর রুম বানিয়ে দেন। ফলে নানা অব্য়বহৃত জিনিসে ভরে ওঠে চারপাশ। কিন্তু জানেন কি এমনটা করা একেবারেই উচিত নয়। কারণ বাস্তু বিশেষজ্ঞদের মতে বাড়ির ছাদকে অপরিষ্কার করে রাখলে গৃহস্থের অন্দরে নেগেটিভ এনার্জির মাত্রা এতটাই বেড়ে যায় দারিদ্রতা পিছু নেয়। ফলে হাজারো চেষ্টা করেও বড়লোক হয়ে ওঠার স্বপ্ন কিন্তু পূরণ হতে চায় না। তাই এই বিষয়টি মাথায় রাখতে ভুলবেন না যেন!

Read more about: বিশ্ব
English summary

If you want to be rich, remove these things from your house immediately

According to Vastu, there are many things which if kept in the house, can drain you of your finances and bring in poverty. Here are the things that you should throw out of your house if you want to attract wealth.
Story first published: Thursday, May 3, 2018, 12:35 [IST]
X
Desktop Bottom Promotion