For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) সকলের কাছের মানুষ হয়ে উঠুন এইভাবে

|

মানুষ সামাজিক জীব। এবং সকলের সঙ্গে সুসম্পর্ক, সৌহার্দ্য রক্ষা করে চলাই সকলের জীবনের আদর্শ হওয়া উচিত। সকলের থেকে দূরে সরে গিয়ে একলা জীবন কাটানোতে কোনও মজা নেই। [কম বয়সে হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে এগুলি]

আর সেজন্যই সম্পর্ক তৈরিতে আমাদের কথা বলার ক্ষমতা খুব গুরুত্বপূর্ণ। একইসঙ্গে আমাদের ব্যবহারও এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। কার সঙ্গে কেমন আমাদের আচরণ তা সম্পর্ক তৈরিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। [এই কয়েক ধরনের বন্ধুকে এখুনি ফেসবুক ফ্রেন্ডলিস্ট থেকে 'আনফ্রেন্ড' করুন!]

কিছু মানুষ খুব ভালো কথা বলতে পারেন, আচরণে ভালো। আবার কিছু মানুষ তেমন ভালোভাবে নিজেকে মেলে ধরতে পারেন না। ফলে একএকজনের কাছে সম্পর্ক এক একরকমের হয়ে ওঠে। [সুখী মানুষেরা এই বিষয়গুলি সবসময় এড়িয়ে চলেন]

তবে কয়েকটি জিনিস খেয়াল রাখলেই আপনিও খুব সহজেই কারও কাছের মানুষ হয়ে উঠতে পারবেন। এর জন্য কী কী করতে হবে তা জেনে নিন নিচের স্লাইডে। [চোখ দেখে বলে দেওয়া যায় মনের অনেক কিছু]

সমালোচনা করবেন না

সমালোচনা করবেন না

অন্যের সমালোচনা করা কখনও কাম্য নয়। কে কি করছে তা না দেখে নিজের কাজে মন দিন। সমালোচক হলে অন্যের মনে এর বিরূপ প্রভাব পড়ে। যার কাছে অন্য কারও সমালোচনা করছেন, তিনি সেটাকে ভালোভাবে নাও নিতে পারেন।

নিজে যা তাই থাকুন

নিজে যা তাই থাকুন

নিজে যা, সেটাই সকলের সামনে তুলে আনুন। মনের মধ্যে অন্য কিছু রেখে বাইরে অন্য কিছুর ভান করবেন না। কেউ বোকা নন। আপনার আসল রূপ সহজেই ধরা পড়ে যাবে। ফলে নিজে যা তাই থাকুন।

সৎ থাকুন

সৎ থাকুন

অসততা কখনও কারও সামনে ভালো থাকতে দিতে পারে না। মুখোশধারী হয়ে থাকবেন না। স্পষ্টবক্ত হোন। তাতে বন্ধুর সংখ্যা কম হতে পারে, তবে এতে আশপাশের সকলের ভালোবাসা পাবেন। ভিতর থেকে সুন্দর হলে তা আপনার ব্যক্তিত্বেও ফুটে উঠবে।

লজ্জা পাবেন না

লজ্জা পাবেন না

মুখচোরা হয়ে থাকা, অহেতুক লজ্জা পাওয়া ইত্যাদি আপনার সম্পর্কে অন্যের মনে ভুল ধারণার জন্ম দিতে পারে। যিনি আপনাকে চেনেন না, তার সামনে লজ্জা পেয়ে থাকলে কোনও লাভ নেই। আপনি জ্ঞানী মানুষ ও মন থেকে ভালো হলেও তা প্রকাশ্যে না এলে কোনও লাভ নেই।

নিজেকে জাহির করবেন না

নিজেকে জাহির করবেন না

আপনার সাফল্যকে অবশ্যই প্রকাশ করুন। তবে অযথা হামবড়া ভাব দেখাবেন না বা তা বেশি জাহির করবেন না। আপনার কাছে যা রয়েছে তা আপনার যোগ্যতায় রয়েছে। মনে রাখবেন আপনার চেয়েও বিত্তশালী ও প্রভাবশালী মানুষ রয়েছেন। সেটা মনে রেখে নিজেকে বড় করে জাহির করবেন না।

কাপুরুষ সাজবেন না

কাপুরুষ সাজবেন না

কাপুরুষদের কেউ পছন্দ করে না। কাউকে বাঁচাতে গিয়ে বা অন্যায়কে ঢাকতে গিয়ে কাপুরুষ সাজবেন না। সত্যের উপরে ভিত্তি করে সিদ্ধান্ত নিন। তাহলেই সকলের মনে ছাপ ফেলতে পারবেন।

অন্যকে দোষারোপ করবেন না

অন্যকে দোষারোপ করবেন না

অনেকেই নিজের দোষ ঢাকতে অন্যের ঘাড়ে দোষ দিতে চান। অন্যকে ছোট করার চেয়ে নিজে বড় হওয়ার চেষ্টা করুন।

English summary

How To Be A Person Who Is Liked By Everyone

How To Be A Person Who Is Liked By Everyone
Story first published: Wednesday, January 20, 2016, 14:48 [IST]
X
Desktop Bottom Promotion