For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

প্রতি বছর 'লিঙ্গ' উৎসবে মেতে ওঠেন জাপানিরা!

By Oneindia Bengali Digital Desk
|

পৃথিবীতে নানা ধরনের উদ্ভট উৎসবের খবর মাঝে মাঝেই আমাদের কানে আসে। স্পেনের লা তোমাতিনা ও বুল রান, দক্ষিণ কোরিয়ার মাড ফেস্টিভ্যাল ইত্য়াদি উৎসবের কথা অনেকেই জানেন। তবে এছাড়াও আরও অনেক উৎসব রয়েছে যার কোনও খবরই আমাদের রাখা হয় না। এমনই একটি উৎসব হল জাপানের 'লিঙ্গ উৎসব'। [এই ছবিগুলি দেখলে আঁতকেই উঠতে হবে!]

স্থানীয় ভাষায় একে বলে 'কানামারা মাতসুরি'। প্রতিবছর বসন্তে জাপানের কাওয়াসাকি প্রদেশে এই উৎসব অনুষ্ঠিত হয়। এই উৎসবের বিশেষত্ব হল, স্ত্রী-পুরুষ নির্বিশেষে সকলে পুরুষাঙ্গের আকৃতির নানা খেলনা বা খাবার জিনিস নিয়ে মেতে ওঠেন। [অদ্ভুত অঙ্গধারী এই মানুষদের বাস এই পৃথিবীতেই]

প্রতি বছর 'লিঙ্গ' উৎসবে মেতে ওঠেন জাপানিরা!

অতীতে স্থানীয় বারবনিতারা বসন্তের শেষে পুরুষাঙ্গের আকৃতির মূর্তি নিয়ে মিছিল করে 'কাওয়াসাকি কানামারা' মন্দিরে প্রার্থনা করতে যেত। যাতে তারা সারাবছর যে কোনও ধরনের যৌন সংক্রমণ বা এই সংক্রান্ত রোগভোগের হাত থেকে বাঁচতে পারে। এছাড়া প্রজনন ক্ষমতা বৃদ্ধির জন্যও এই উৎসব পালিত হত। [এই মহিলারা, যাঁরা জন্মেছিলেন পুরুষ হয়ে!]

তবে এখনকারদিনে যৌন সচেতনতা, এইডস প্রতিরোধ, যৌন সংক্রমণ থেকে বাঁচার উপায় ও জন্ম নিয়ন্ত্রণের ধারণাকে ছড়িয়ে দিতে প্রতি বছর এপ্রিলের প্রথম রবিবারে জাপানে এই উৎসব সাড়ম্বরে পালিত হয়। [৯টি অদ্ভুত জিনিস পাওয়া গিয়েছে মানুষের পেটে!]

English summary

Have You Heard About The Penis Festival Of Japan?

Have You Heard About The Penis Festival Of Japan?
Story first published: Monday, April 11, 2016, 16:18 [IST]
X
Desktop Bottom Promotion