For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ফুকুশিমার ভুতুড়ে শহরের গা ছমছমে চিত্র

ফুকুশিমা শহরটি আজ প্রেতপুরী, যা অনেক বছর হল পরিত্যক্ত হয়ে পড়ে আছে এবং তার সাক্ষী শুধুই এই গা ছমছম করা আলোকচিত্রগুলি|

By Tulika
|

বলা হয়ে থাকে, আলোকচিত্র মুহূর্তকে ধরে রাখে এবং বহুকাল পরেও আবেগকে নাড়া দিয়ে থাকে| ফুকুশিমা শহরটি আজ প্রেতপুরী, যা অনেক বছর হল পরিত্যক্ত হয়ে পড়ে আছে এবং তার সাক্ষী শুধুই এই গা ছমছম করা আলোকচিত্রগুলি|

১১ই মার্চ, ২০১১ ভূমিকম্প ও সুনামি জাপানকে তছনছ করে দিল| এতে মারাত্মক ক্ষতি হয় এবং কিছু কিছু ক্ষেত্রে তা অপূরণীয়| মানুষের জীবন ও সম্পত্তির একটি অবিশ্বাস্য ক্ষতির সাক্ষী হয়ে রয়ে গেছে|

এখানে ফুকুশিমা শহরের শুধুমাত্র ভূমিকম্প বা সুনামির ক্ষতির আলোকচিত্র দেখা যায় তাই নয় এমনকি পারমাণবিক দুর্ঘটনা যে কতটা শহরের অধিবাসীদের জটিল জীবনের সুম্মুখীন করেছিল তার সাক্ষীও তুলে ধরে|

মানুষের বেঁচে থাকার অযোগ্য শহরে কিভাবে মানুষ পড়িমরি করে নিরাপত্তার জন্য শহর ছেড়ে যেতে বাধ্য হয়েছিল, এই ছবিগুলিতে তারই নিদর্শন পাওয়া যায়|

এই রোমহর্ষক ছবিগুলি বারবার মনে করিয়ে দেয় যে কিছুই জীবনে স্থায়ী নয়, এবং জীবন সেকেন্ডের মধ্যে পরিবর্তন হয়ে যেতে পারে|

পারমাণবিক রেডিয়েশনে জীবনহানি

পারমাণবিক রেডিয়েশনে জীবনহানি

বিকিরণ ধ্বংসের মাত্রার অসংখ্য তথ্য রয়ে গেছে যা পারমাণবিক দুর্ঘটনার দ্বারা সৃষ্ট| এই দুর্ঘটনাগুলি মুহূর্তে ঘটে, আর তাই মানুষের বাঁচার পথ খুব একটা খোলা থাকে না|

যানবাহন অসহায় হয়ে পড়ে

যানবাহন অসহায় হয়ে পড়ে

মানুষ তাদের সবচেয়ে প্রিয় সম্পদ ত্যাগ করতে বাধ্য হয়, এখানে যেমন এক মোটরসাইকেল আরোহী তার বাহন ফেলে রেখে যেতে বাধ্য হয়েছিলেন|

পরিত্যক্ত সামগ্রীর দোকান ...

পরিত্যক্ত সামগ্রীর দোকান ...

সাধারণত ডামাডোলের সময় মানুষ দোকান ও শোরুম লুট করার প্রশস্ত সুযোগের সৎব্যবহার করে থাকে। কিন্তু এই ক্ষেত্রে তা হয়নি, মানুষ শুধুমাত্র তাদের জীবন রক্ষা করার সময়টুকু পেয়েছিল|

সাইকেল কোনো সাহায্য করতে পারেনি ...

সাইকেল কোনো সাহায্য করতে পারেনি ...

সাইকেল গুলি যেখানে যেভাবে দাঁড় করানো ছিল আজও সেভাবেই দাঁড়িয়ে আছে|

পরিত্যক্ত ভোজনের টেবিল ...

পরিত্যক্ত ভোজনের টেবিল ...

ডাইনিং টেবিলের উপর রাখা সরঞ্জাম দেখেই বোঝা যায় মানুষের হাতে কত কম সময় ছিল প্রাণ নিয়ে পালাবার|

গো-কার্ট রেস আর কখনো হবে না এখানে ...

গো-কার্ট রেস আর কখনো হবে না এখানে ...

এই ছবিটি আমাদের মনে করায় সুনামির ঠিক আগে ফুকুশিমা শহরের মানুষ গো-কার্ট রেসে মনোরঞ্জনের জন্য উদ্যোগী হয়েছিল|

গাড়িগুলি অসহায় ভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ...

গাড়িগুলি অসহায় ভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ...

সুনামি শহরে আছড়ে পড়ার আগে, মানুষের হাতে শুধু কয়েক সেকেন্ড সময় ছিল| এই ছবিটিতে সেই মুহূর্তটি ধরা আছে, যখন মানুষ প্রাণের ভয়ে তাদের সেখানে রেখেই নিরাপদ আশ্রয় খুঁজতে গিয়েছিল| আজ সেই সব গাড়ি অবিচল দাঁড়িয়ে আছে|

এই ছবিগুলো যেন বলে, আজও সময় থমকে আছে, যখন থেকে শহরটি শোকবহুল ঘটনার বলি হয়েছে| নিচের মন্তব্য বিভাগে আপনার চিন্তা শেয়ার করতে ভুলবেন না|

English summary

ফুকুশিমার গা ছমছমে চিত্র | ফুকুশিমার ভুতুড়ে শহরের চিত্র | ভুতুড়ে শহরের রোমহর্ষক ছবি

On March 11th, 2011, earthquake and tsunami struck Japan. There was damage that was done and some of it has been beyond repair. It has caused an unbelievable damage to human life and property.
Story first published: Thursday, May 4, 2017, 18:01 [IST]
X
Desktop Bottom Promotion