For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

দিল্লির পাঁচটি ভুতুড়ে স্থান

By Tulika Ghoshal
|

ভারতের রাজধানীর আবেদন আপনার কল্পনাতীত| দিল্লি, দেশের সেরা রাস্তাঘাট ও খাদ্য রসিকদের স্বর্গ হিসেবে পরিচিতির সাথে ভারতের শীর্ষ ভুতুড়ে স্থানের জন্যেও পরিচিত| একজন দিল্লীওয়ালাও অবাক হতে পারেন এটা জেনে যে দিল্লিতে বেশ কয়েকটি ভুতুড়ে স্থান আছে| হাজারহোক, দিল্লি একটি প্রাচীন শহর|এখানে মুঘলদের রাজকীয় আসন ছিল এবং ভারতে ব্রিটিশদের রাজধানী ছিল|দিল্লির পুরোনো ঐতিহ্যবাহী ভবনগুলিই গা ছম ছম করা ভূতেদের আস্তানা হয়ে উঠেছে| হেঁয়ালি নয়, এমন জনশ্রুতি আছে যে দিল্লী ক্যান্টের মত কিছু এলাকায় প্রেতাত্মাদের বসে থাকতে দেখা গেছে| আসুন দেখে নেওয়া যাক রাজধানী দিল্লির কিছু ভুতুড়ে জায়গা ও প্রতিহিংসাপরায়ণ আত্মাদের গতিবিধি যা এই জায়গাগুলোকে ভুতুড়ে বানিয়েছে|

ভুতুড়ে স্থান দিল্লি

1. দিল্লি ক্যন্টনমেন্ট: এটি দিল্লির সবচেয়ে সুন্দর এবং সবুজ প্রসারিত জায়গা|এবং একা চলাফেরার জন্য বেশ রোমাঞ্চকর জায়গা|বহু মানুষ বলেছেন যে সাদা রঙের পোশাক পরা একজন মহিলাকে গাড়িতে লিফ্ট নিতে দেখা যায় এই রাস্তায়| আপনি আপনার গাড়িতে লিফ্ট দিলে দেখবেন হটাৎই তিনি কিছু সময় পর উধাও হয়ে গেছেন|হয়তো জীবদ্দশায় তার প্রিয় বই ছিল হিছহাইকার্স গাইড টু দা গ্যালাক্সি|

2. খুনি দরওয়াজা: নাম শুনলেই বোঝা যায় বেশ রোমাঞ্চকর জায়গা|এখানে সিপাহী বিদ্রোহ বিপর্যয়ের পর ব্রিটিশরা বাহাদুর শাহ জাফরের তিন জীবিত ছেলেদের বিবস্ত্র করে গুলি করে| এই তিন মুঘল রাজপুত্ররা এখনও তাদের প্রকাশ্য নাকালের প্রতিশোধ নিতে দ্বারে অপেক্ষা করে আছেন| তাই, যদি আপনি ইংরেজ হন তাহলে দিল্লির এই ভুতুড়ে জায়গা থেকে দূর থাকুন|

3. জামালি-কামালী মসজিদ: না, জামালি এবং কামালী কোনো ভূতেদের নাম নয়| তারা দুই মহৎ সূফী সন্ত যাদের এখানে জীবিত কবর দেওয়া হয়| কিন্তু কিছু জীন এখনও এই শান্ত মসজিদে ঘুরে বেড়াতে দেখা যায়| আপনি যদি এই ভুতুড়ে জায়গায় পরিদর্শনে যান তাহলে আপনি অদৃশ্য হাত দ্বারা চড় খেতে পারেন আবার ঝোড়ো হওয়ার ধাক্কা খেতে পারেন| দিল্লির এই ভুতুড়ে এলাকাটি সবসময় রাতের সময় এড়িয়ে চলা হয়|

4. সঞ্জয় ভ্যান: দিল্লির মধ্যে এই নির্জন বনেও অতৃপ্ত আত্মারা চলা ফেরা করে| এই বন তার পুরানো এবং পাকানো বট গাছের জন্য বিখ্যাত| অনেকে রিপোর্ট করেছেন পুরাতন এই বট গাছের সারির মধ্যে দিয়ে সাদা পোশাক পরা একজন ভদ্রমহিলা হেঁটে বেড়াচ্ছেন এবং হঠাৎ অদৃশ্য হয়ে যাচ্ছেন| আপনি যদি সেই 'হোয়াইট লেডি' দেখতে পান, দয়া করে তাকে তার সাদা গাউন নামাতে বলবেন|এটা আত্মাদের জন্য একটি পদসমষ্টি হয়ে উঠছে|

5. লোথিয়ান সিমেট্রি: এটি প্রায় সতেরো শত বর্ষ পুরোনো দিল্লির খ্রিস্টানদের জন্য প্রাচীনতম সমাধিস্থল এবং এটি আত্মাদের আখড়া হিসেবেও পরিচিত| এখানে মুণ্ডুহীন প্রেতাত্মা সবচেয়ে বেশী জনপ্রিয়| একটি তরুণ সৈনিক, তার জীবদ্দশায় প্রিয়তমার থেকে উপেক্ষিত হয়ে মাথা গুলি করে উড়িয়ে দেন| এখন তিনি অমাবস্যার রাতে নিজের মুন্ড হাতে নিয়ে পদচারনা করেন| অনেক মানুষ একটি শিশুকে শবযান নিয়ে ঘুরে বেড়াতেও দেখেছেন এই প্রাচীন কবরস্থানে|

এইগুলি হল দিল্লির সবচেয়ে রোমাঞ্চকর জায়গা| এইসব জায়গায় গিয়েছেন? কোনটি সবচেয়ে ভূতুড়ে স্থান আপনি আপনার জীবনে পরিদর্শন করেছেন?

English summary

ভুতুড়ে স্থান দিল্লি | শীর্ষ ভুতুড়ে স্থান | ভুতুড়ে অকুস্থল

There are many haunted places is Delhi. The capital of India has some of the top haunted places in the country.
X
Desktop Bottom Promotion