Just In
- 8 min ago
Tarun Majumdar : প্রয়াত প্রবীণ পরিচালক তরুণ মজুমদার, জেনে নিন তাঁর সম্পর্কে কিছু অজানা কথা
- 2 hrs ago
Bipadtarini Puja 2022 : বিপদ থেকে মুক্ত হতে বিপত্তারিণী পুজোর দিন এই নিয়মগুলি অবশ্যই মেনে চলুন!
- 9 hrs ago
July 2022 Festival Calendar : জুলাইয়ে রথযাত্রা ও গুরু পূর্ণিমা, দেখে নিন এই মাসে আর কোন কোন উৎসব পালিত হবে
- 16 hrs ago
Ajker Rashifal : আজ আপনার ভাগ্যে কী আছে? দেখুন ০৪ জুলাইয়ের রাশিফল
Hanuman Jayanti Wishes : এই মেসেজগুলি পাঠিয়ে আপনার প্রিয়জনদের হনুমান জয়ন্তীর শুভেচ্ছা জানান
হনুমানের জন্মতিথি উপলক্ষ্যে হনুমান জয়ন্তী পালন করা হয়। হনুমান ছিলেন শিবের একাদশ অবতার এবং শ্রীরাম-এর পরম ভক্ত। তাঁর পিতা কেশরী এবং মা হলেন অঞ্জনা। তিনি বজরঙ্গবলী, পবন পুত্র, অঞ্জনী পুত্র নামে পরিচিত। হনুমান জয়ন্তীর দিন ভক্তরা বজরঙ্গবলীকে সন্তুষ্ট করার জন্য তাঁর বিশেষ পূজার্চনা করে থাকে। যে ব্যক্তি সঠিক নিয়ম মেনে ও নিষ্ঠাভরে তাঁর পুজো করেন, সেই ব্যক্তি সমস্ত সঙ্কট থেকে মুক্তি পায়। জীবনে সুখ-শান্তি ফিরে আসে। হনুমান জয়ন্তী উপলক্ষে প্রত্যেকে একে অপরকে শুভেচ্ছাও জানায়।
এই হনুমান জয়ন্তীতে আপনি যদি আপনার বন্ধু এবং আত্মীয়দের থেকে দূরে থাকেন, তাহলে তাদের শুভেচ্ছা জানান এই মেসেজগুলি পাঠিয়ে।

১)
জয় হনুমান জ্ঞান গুণ সাগর
জয় কপীশ তিহু লোক উজাগর।।
রামদূত অতলিত বলধামা
অঞ্জনি পুত্র পবনসুত নামা।।
হনুমান জয়ন্তীর শুভেচ্ছা জানাই

২)
তোমাকে ও তোমার পরিবারের সকলকে জানাই হনুমান জয়ন্তীর শুভেচ্ছা। সুখ-শান্তিতে ভরে উঠুক তোমার জীবন।

৩)
সব সুখ লহে তুমহারি সরনা,
তুম রক্ষক কাহু কো ডরনা।
Happy Hanuman Jayanti

৪)
জয় বীর হনুমান
জয় পবন পুত্র হনুমান।
সকলকে জানাই হনুমান জয়ন্তীর শুভেচ্ছা

৫)
জন্মদিবস হ্যায় আজ রাম ভক্ত হনুমান কা,
পবন পুত্র, বজরঙ্গবলী ভগবান কা,
মিল কর করে গুণগান উস বলবান কা।
Happy Hanuman Jayanti