For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Gandhi Jayanti: মহাত্মা গান্ধীর এই উক্তিগুলি আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে

|

ভারতীয় রাজনীতিবিদ, ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন মহাত্মা গান্ধী। দেশের স্বাধীনতা আন্দোলনের সময় দেশকে অহিংসার পথ ধরে এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তা দেখিয়েছিলেন তিনি। গোটা ভারতে এবং বিশ্ব জুড়ে মহাত্মা (মহান আত্মা) এবং বাপু (বাবা) নামে পরিচিত গান্ধীজী। প্রতি বছর ২ অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন পালন করা হয়। এই বছর তাঁর ১৫৪তম জন্মবার্ষিকী উদযাপিত হবে।

Famous Mahatma Gandhi Quotes

ভারতকে ব্রিটিশের রাজত্ব থেকে মুক্ত করতে গান্ধীজীর অবদান অতুলনীয়। তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন এবং একটি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন যেটি ছিল স্বয়ংসম্পূর্ণ। মোহনদাস করমচাঁদ গান্ধী থেকে মহাত্মা গান্ধী হওয়ার যে যাত্রা, তা আমাদের প্রায় কারুরই অজানা নয়। আজ এই আর্টিকেলের মাধ্যমে আমরা মহাত্মা গান্ধীর কিছু উক্তি বা বাণী আপনাদের জানাব, যা গোটা দেশের জনগণকে আজও অনুপ্রাণিত করে।

১)

১)

চোখের বদলে চোখ গোটা বিশ্বকে অন্ধ করে দেবে। - মহাত্মা গান্ধী

২)

২)

আজ তুমি যা করবে, তার উপরই নির্ভর করবে ভবিষ্যৎ। - মহাত্মা গান্ধী

৩)

৩)

যেখানে ভালবাসা আছে, সেখানেই জীবন আছে। - মহাত্মা গান্ধী

৪)

৪)

আমার জীবনই আমার বার্তা। - মহাত্মা গান্ধী

৫)

৫)

ভগবানের কোনও ধর্ম হয় না। - মহাত্মা গান্ধী

৬)

৬)

কানের অপব্যবহার মনকে কলুষিত করে। - মহাত্মা গান্ধী

৭)

৭)

যখনই কোনও প্রতিপক্ষের মুখোমুখি হবেন, তাকে ভালবাসা দিয়ে জিতুন। - মহাত্মা গান্ধী

৮)

৮)

শক্তি শারীরিক ক্ষমতা থেকে আসে না, এটি অদম্য ইচ্ছাশক্তি থেকে জন্ম নেয়। - মহাত্মা গান্ধী

৯)

৯)

দুর্বল ব্যক্তি কখনই ক্ষমা করতে পারে না, ক্ষমা করা একজন শক্তিশালী ব্যক্তির একটি গুণ। - মহাত্মা গান্ধী

১০)

১০)

ভিড়ের মধ্যে দাঁড়ানো সহজ, কিন্তু ভিড় থেকে বেরিয়ে একা দাঁড়িয়ে থাকতে সাহসের প্রয়োজন হয়। - মহাত্মা গান্ধী

English summary

Gandhi Jayanti 2023: Famous Mahatma Gandhi Quotes in Bengali

On the occasion of Gandhi Jayanti, we bring you Mahatma Gandhis most inspiring quotes.
X
Desktop Bottom Promotion