Just In
- 4 hrs ago
Annapurna Puja 2021 : দেবী অন্নপূর্ণার পুজো করলে অভাব-অনটন ঘুচবে, রইল অন্নপূর্ণা পুজোর সময়সূচি ও নির্ঘণ্ট
- 11 hrs ago
দৈনিক রাশিফল : কেমন কাটবে সপ্তাহের প্রথম দিন? জানতে পড়ুন ১৯ এপ্রিলের রাশিফল
- 1 day ago
চুল পড়া কমাতে চাইলে আজ থেকে এই খাবারগুলি খাওয়া বন্ধ করুন!
- 1 day ago
সাপ্তাহিক রাশিফল : ১৮ এপ্রিল থেকে ২৪ এপ্রিল
Don't Miss
লিপ ইয়ার সম্পর্কে কিছু মজার তথ্য
অধিবর্ষ বা লিপ ইয়ার হচ্ছে একটি বিশেষ বছর, যা সাধারণ বছরের তুলনায় একটি দিন বেশি হয় অর্থাৎ ৩৬৫ দিনের জায়গায় ৩৬৬ দিন হয়। প্রতি চার বছর অন্তর অন্তর লিপ ইয়ার হয়। তাই, হিসেব অনুযায়ী ২০১৬ সালের পর লিপ ইয়ার পড়েছে এই বছর অর্থাৎ ২০২০ সালে এবং পরের লিপ ইয়ার পড়বে ২০২৪ সালে। ৪ বছর পরপর ক্যালেন্ডারে আরও একটি দিন সংযোজন বছরটিকে বিশেষ করে তোলে। লিপ ইয়ার নিয়ে বিভিন্ন ঐতিহ্যের বিভিন্ন বিশ্বাস রয়েছে। এ সম্পর্কে মজাদার তথ্যগুলি দেখে নিন -
১) একটি লিপ ইয়ারে সাধারণ বছরে ৩৬৫ দিন থাকে না, ৩৬৬ দিন থাকে। পরের লিপ ইয়ারটি হবে ৪ বছর পর অর্থাৎ ২০২৪!
২) ক্যালেন্ডারে লিপ ইয়ার যুক্ত করার ধারণাটি মিশরীয়রা চালু করেছিল।
৩) হাজার হাজার বছর আগে জুলিয়াস সিজার আনুষ্ঠানিকভাবে ২৯ ফেব্রুয়ারি তারিখটি রোমান ক্যালেন্ডারে যুক্ত করেছিলেন।
৪) যারা লিপ ইয়ারে জন্মগ্রহণ করেন তারা ৪ বছরে একবার তাদের জন্মদিন উদযাপন করেন! বিশ্বে ৪ মিলিয়ন মানুষ ২৯ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করে।
ঘরে বসে বোর হচ্ছেন? চলে যান বন্ধুদের সাথে বিনোদনমূলক পার্কে
৫) লিপ ইয়ারে অনেক দেশের মেয়েরাই তাদের পছন্দের পুরুষকে প্রেমের প্রস্তাব দেন।
৬) আয়ারল্যান্ডে মহিলারা পুরুষদের প্রেমের প্রস্তাব দেয়, অন্যদিকে ফিনল্যান্ডে যদি কোনও পুরুষ প্রেমের প্রস্তাবটি প্রত্যাখ্যান করে তবে তাকে সেই নারীকে পোশাক কিনে দিতে হয়।
৭) গ্রীসে প্রেমিক-প্রেমিকারা লিপ ইয়ারে বিয়ে করেন না। তারা বিশ্বাস করেন যে, লিপ ইয়ারে বিয়ে করা তাদের বিবাহিত জীবনে দুর্ভাগ্য বয়ে নিয়ে আসবে।
৮) লিপ ইয়ার সম্পর্কে একটি মজার তথ্য হল, অনেকেই বিশ্বাস করেন লিপ ইয়ারে জন্ম নেওয়া বাচ্চাদের অস্বাভাবিক প্রতিভা থাকে।