For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

সুখে-শান্তিতে থাকতে এবং অনেক অনেক টাকার মলিক যদি হতে চান তাহলে বাড়িতে এই ছবিগুলি রাখতেই হবে!

বাস্তু বিশেষজ্ঞদের মতে এমন কিছু ছবি রয়েছে, যা নানাভাবে বাস্তুকে খারাপ করে দেয়। আর একবার বাস্তু দোষ দেখা দিলে কিন্তু বেজায় বিপদ! এখন প্রশ্ন হল, কী কী ছবি বাড়িতে রাখা একেবারেই চলবে না?

|

বাস্তুশাস্ত্র অনুযায়ী আমাদের গৃহস্থের অন্দরে থাকা প্রতিটি জিনিস নানাভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে থাকে। কিছু জিনিস গুড লাককে ডেকে আনে, তো কিছু খারাপ শক্তির প্রবেশ ঘটায় বাড়িতে। তাই তো ঘর সাজানোর কোনও জিনিস কেনার আগে এই বিষয়ে জেনে নেওয়াটা একান্ত প্রয়োজন যে, সে জিনিসটি বাড়িতে রাখা আদৌ উচিত কিনা। যেমন পেন্টিং-এর কথাই ধরুন না! বাস্তু বিশেষজ্ঞদের মতে এমন কিছু ছবি রয়েছে, যা নানাভাবে বাস্তুকে খারাপ করে দেয়। আর একবার বাস্তু দোষ দেখা দিলে কিন্তু বেজায় বিপদ!

এখন প্রশ্ন হল, কী কী ছবি বাড়িতে রাখা একেবারেই চলবে না?

১. নদীর ছবি:

১. নদীর ছবি:

এমনটা বিশ্বাস করা হয় যে নদীর ছবি, যাতে মাছেরা খেলে বেরাচ্ছে এমন পেন্টিং বাড়িতে রাখলে পরিবারে স্টেবিলিট ফিরে আসে। সেই সঙ্গে গৃহস্থের অন্দরে পজেটিভ শক্তির প্রভাবও বাড়ে। ফলে কোনও ধরনের খারাপ ঘটনা ঘটার আশঙ্কা তো কমেই, সেই সঙ্গে অর্থনৈতিক সমৃদ্ধি লাভের পথও প্রশস্ত হয়। তাই তো বলি বন্ধু, সুখে শান্তিতে থাকতে এবং অনেক টাকার মালিক যদি হতে চান, তাহলে এমন ধরনের ছবি বাড়ির ড্রয়িং রুমে এনে রাখতে ভুলবেন না যেন!

২.অনেক টাকার মালিক হতে:

২.অনেক টাকার মালিক হতে:

চটজলদি ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াতে চান নাকি? তাহলে আজই এমন একটি পেন্টিং কিনে অনুন, যাতে পাকি উড়ে যাচ্ছে অথবা বাগান বা জঙ্গলের পরিবেশ আঁকা রয়েছে। আসলে এমন ধরনের ছবি বাড়িতে রাখলে বাস্তু দোষ কেটে যেতে শুরু করে। ফলে গৃহস্থে ধন দেবতা এবং মা লক্ষ্মীর প্রবেশ ঘটতে সময় লাগে না। আর একবার এমনটা ঘটলে অর্থনৈতিক সমৃদ্ধি লাভের পথ যে প্রশস্ত হয়, সে বিষয়ে কোনও সন্দেহ নেই!

৩. সকালের সূর্য:

৩. সকালের সূর্য:

বাস্তু বিশেষজ্ঞদের মতে বাড়িতে সূর্যালোক প্রবেশ করা একান্ত প্রয়োজন। কারণ এমনটা না হলে গৃহস্থের প্রতিটি কোনায় খারাপ শক্তির প্রভাব বাড়তে শুরু করে। ফলে যা হওয়ার তাই হয়! একদিকে অর্থনৈতিক ক্ষতি তো হয়ই, সেই সঙ্গে খারাপ শক্তির প্রভাবে জীবন দুর্বিসহ হয়ে উঠতেও সময় লাগে না। এখন প্রশ্ন হল, বাড়ির অবস্থানের কারণে যাদের ঘরে সূর্যালোক একেবারেই প্রবেশ করে না, তারা কী করবেন? সেক্ষেত্রে কম করে দুটো ঘরে সূর্যের ছবি রাখতে হবে। আসলে এমনটা করলে পজেটিভ শক্তির মাত্রা বাড়তে শুরু করে। ফলে কোনও ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা যায় কমে।

৪. বাঁশ গাছের ছবি:

৪. বাঁশ গাছের ছবি:

শুনতে আজব লাগলেও বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির সদর দরজায় বাঁশ গাছের একটা ছবি যদি ঝলানো যায়, তাহলে খারাপ শক্তির প্রবেশ আটকে যায়। সেই সঙ্গে পরিবারের প্রতিটি সদস্যের কোনও না কোনও ভাবে উন্নতি হতেই থাকে। একথায় সারা জীবন যদি সুখ-শান্তিতে থাকতে চান, তাহলে এই টোটকাটিকে কিন্তু কাজে লাগিয়ে দেখতে পারেন। এমনটা করলে যে দারুন উপকার মিলবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই!

৫. আগুনের ছবি নৈব নৈব চ:

৫. আগুনের ছবি নৈব নৈব চ:

এমনটা বিশ্বাস করা হয় যে আগুন রয়েছে এমন কোনও পেন্টিং বাড়িতে রাখা একেবারেই উচিত নয়। কারণ এমনটা করলে নাকি পরিবারিক অশান্তি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে। সেই সঙ্গে ভায়ে-ভায়ে বিবাদ বাঁধার সম্ভাবনাও যায় বেড়ে। তবে যে ছবিতে আগুনের পাশাপাশি জল অথবা বাতাসের ছবি রয়েছে, তা নিশ্চিন্তে ড্রয়িং রুমে ঝলানো যেতে পারে।

৬. বেডরুমে:

৬. বেডরুমে:

বাস্তুশাস্ত্র অনুযায়ী শোয়ার ঘরে কখনও প্রতৃতিক দুর্যোগ অথবা যুদ্ধের ছবি রাখা উচিত নয়। কারণ এমনটা করলে বৈবাহিক জীবনে নানাবিধ সমস্যা মাথা চাড়া দিয়ে ওঠার আশঙ্কা যায় বেড়ে। তাই তো বেড রুমে যদি পেন্টিং রাখতেই হয়, তাহলে তা হতে হবে ভালবাসা সম্পর্কিত। কারণ এমন ছবি সুখি দাম্পত্য জীবনের পথ প্রশস্ত করে।

৭. হরিণের ছবি:

৭. হরিণের ছবি:

মাস্টার বেড রুমে এবং বাচ্চাদের শোয়ার ঘরে হরিণের ছবি রাখলে সেই স্থানে পজেটিভ শক্তির বিকাশ এত মাত্রায় হতে থাকে যে কোনও ধরনের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা যায় কমে। শুধু তাই নয়, আয়ুও বৃদ্ধি পায় চোখে পরার মতো।

৮. পাইন গাছের ছবি:

৮. পাইন গাছের ছবি:

বাস্তু বিশেষজ্ঞদের মতে ড্রয়িং রুমে পাইন গাছের ছবি ঝোলালে একদিকে যেমন বাস্তু দোষ কেটে যায়, তেমনি বাড়ির প্রতিটি কোনায় পজেটিভ শক্তির বিকাশ ঘটতে শুরু করে। ফলে কোনও ধরনের খারাপ ঘটনা ঘটার আশঙ্কা যায় কমে। সেই সঙ্গে সামাজিক এবং কর্মজীবনে সম্মান বৃদ্ধির সম্ভাবনাও বাড়ে।

Read more about: বিশ্ব
English summary

For better Vastu, hang pictures of these in the house!

It is said that whatever we know of our ancient culture and history is through our paintings. Paintings has been part of world culture since time immemorial, but apart from being a decorative element, paintings can also influence the Vastu of your house.
Story first published: Thursday, May 10, 2018, 12:55 [IST]
X
Desktop Bottom Promotion