For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

২০২০ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম হিন্দু প্রার্থী হতে পারেন তুলসী গাবার্ড

|

তুলসী গাবার্ড হলেন একজন হিন্দু আমেরিকান রাজনীতিবিদ। তিনি মার্কিন কংগ্রেসের প্রতিনিধি হয়ে হাওয়াই থেকে চার বার ডেমোক্র্যাট সদস্য হয়েছিলেন। পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২০ সালে। শোনা যাচ্ছে, ৩৭ বছর বয়সে সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে প্রথম বার মার্কিন প্রেসিডেন্টের পদে লড়তে পারেন এই হিন্দু রাজনীতিবিদ। lতিনি ইরাক-যুদ্ধ বিরোধী একজন রাজনীতিক। জানা গেছে, ইতিমধ্যেই তাঁর টিম নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে। আসন্ন নির্বাচনে যদি তিনি লড়ার সুযোগ পান এবং জেতেন তাহলে তিনি হবেন আমেরিকার প্রথম সর্বকনিষ্ঠ হিন্দু রাষ্ট্রপতি, এবং মার্কিন ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট। এর আগে ডেমোক্র্যাট দল থেকে সেনেটর এলিজাবেথ ওয়ারেন একই আগ্রহ প্রকাশ করেছেন। তাঁর সঙ্গে আরও কয়েকজনের নাম ডেমোক্র্যাটদের প্রার্থী হিসেবে উঠে আসছে। তার মধ্যে আছেন মার্কিন সেনেটর কমলা হ্যারিস। নাম শোনা যাচ্ছে গত নির্বাচনের প্রার্থী হিলারি ক্লিন্টনেরও।

tulsi gabbard

তুলসি গাবার্ড তাঁর জীবনের প্রথম দিকেই হিন্দু ধর্মে ধর্মান্তরিত হন। তাঁর বাবা মাইক গাবার্ড ও মা ক্যারোল গাবার্ড বাস করতেন আমেরিকার সামোয়াতে। যখন গাবার্ড খুব ছোটো তখনই তাঁরা পাকাপাকিভাবে হাওয়াই-য়ে চলে আসেন। বাবা-মা খ্রিস্টান হলেও হিন্দু ধর্মের মন্ত্রতন্ত্র, কীর্তন চর্চা করতেন। তাঁর মা হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন। সেই সূত্রেই তিনি হিন্দু। ২০১৩ সালে তুলসি গাবার্ড প্রথম হিন্দু সাংসদ হিসেবে হিন্দুদের ধর্মীয় গ্রন্থ ভগবদ গীতায় হাত রেখে মার্কিন সেনেটে শপথ গ্রহণ করেন। ২০১৫ সালে হাওয়াইয়ে তিনি বৈদিক রীতিতে বিয়ে করেন সিনেমাটোগ্রাফার অ্যাব্রাহাম উইলিয়ামসকে। তিনি ভারতীয় বংশোদ্ভূত মার্কিনিদের কাছে খুবই জনপ্রিয় একজন ব্যক্তি।

জানা গেছে, শুরু থেকেই নরেন্দ্র মোদির সঙ্গে গাবার্ড সুসম্পর্ক বজায় রেখেছেন। গুজরাট দাঙ্গার পর আমেরিকা মোদীর ভিসা ব্যান করলে সেই সময় ওই ঘটনার তীব্র বিরোধিতা করেছিলেন তিনি। স্বাভাবিকভাবেই তাঁর হাতে আমেরিকার ক্ষমতা এলে ভারত-আমেরিকার সম্পর্ক আরও জোরদার হবে, এমনটাই মনে করছেন যুক্তরাষ্ট্র ও ভারতের রাজনৈতিক বিশেষজ্ঞগণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে এনগেজমেন্টের পরই তিনি ভারত সফরে এসেছিলেন, দেখা করেছিলেন নরেন্দ্র মোদি সহ শীর্ষ ভারতীয় নেতৃত্বের সঙ্গে।
ধর্মীয় গোঁড়ামির শিকার হয়ে তিনি লিখেছিলেন, "ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আমার বৈঠককে প্রমাণ হিসেবে তুলে ধরা হচ্ছে। বিষয়টিকে একরকম সন্দেহজনকভাবে দেখা হচ্ছে। অথচ প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা, হিলারি ক্লিনটন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ কংগ্রেসের বহু সহকর্মী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। তার সঙ্গে কাজ করেছেন।"

হিন্দু কংগ্রেসম্যান হিসেবে গর্ব প্রকাশ করে তিনি লেখেন- "কংগ্রেসের প্রথম হিন্দু সদস্য নির্বাচিত হয়ে এবং এখন প্রথম হিন্দু প্রেসিডেন্ট প্রার্থী হয়েও আমি গর্বিত।"

Read more about: usa hindu
English summary

First hindu us senator tulsi gabbard to run for president in 2020

Tulsi Gabbard is the first Hindu member of the US Congress, has been chosen as a candidate for the Democratic nomination for the 2020 United States presidential election.
Story first published: Monday, August 5, 2019, 16:21 [IST]
X
Desktop Bottom Promotion