For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Subhas Chandra Bose Jayanti: নেতাজি বারবার ফিরেছেন সিনেমায়! দেখে নিন তাঁর জীবন নিয়ে তৈরি কিছু ছবি

|

গোটা ব্রিটিশ সাম্রাজ্যের ভীত যিনি নড়িয়ে দিয়েছিলেন, তিনি নেতাজি। ব্রিটিশের অত্যাচার থেকে ভারতকে মুক্ত করতে তিনি গড়ে তুলেছিলেন আজাদ হিন্দ ফৌজ। আজ, ২৩ জানুয়ারি দেশমাতৃকার বীর সন্তান নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৭তম জন্মদিন উদযাপন হচ্ছে দেশজুড়ে।

তাঁর জন্ম থেকে দেশের জন্য লড়াই এবং অন্তর্ধান, এই গল্প কম-বেশি সকলেরই জানা। নেতাজির রহস্যময় জীবন নিয়ে মানুষের মনে কৌতূহল চিরন্তন।

Films Based On Netajis Life

নেতাজির মৃত্যু নিয়ে একাধিক তথ্য সামনে আসলেও এখনও পর্যন্ত কোনও অকাট্য প্রমাণ মেলেনি। তাই, আজও তাঁর মৃত্যু নিয়ে ধোঁয়াশা অব্যাহত। তাঁর জীবনী সংক্রান্ত একাধিক সিনেমা তৈরি হয়েছে। বাংলার বাইরে অন্য ভাষাতেও তাঁকে নিয়ে সিনেমা হয়েছে। তুলে ধরা হয়েছে তাঁর জীবনের নানা দিক।

সমাধি (১৯৫০)

সমাধি (১৯৫০)

রমেশ সায়গল পরিচালিত 'সমাধি' একটি স্পাই থ্রিলার সিনেমা। এই ফিল্মে মুক্তিযোদ্ধাদের সংগ্রামের কাহিনী তুলে ধরার পাশাপাশি নেতাজী সুভাষ চন্দ্র বসুর মতাদর্শ এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গিও চিত্রিত হয়েছে। ইন্ডিয়ান ন্যাশানাল আর্মির এক সৈনিক হিসেবে নেতাজির জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের কাহিনী দেখানো হয়েছে। দেশের স্বার্থে তাঁর কঠোর সংগ্রামকে তুলে ধরা হয়েছে সিনেমার প্রতিটি দৃশ্যে।

সুভাষ চন্দ্র (১৯৬৬)

সুভাষ চন্দ্র (১৯৬৬)

পীযূষ বসু পরিচালিত 'সুভাষ চন্দ্র' সিনেমাটি পুরোপুরি নেতাজির জীবনের উপর ভিত্তি করে নির্মিত। এই সিনেমায় সুভাষের শৈশব জীবন থেকে মহান দেশপ্রেমিক হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে। ছেলেবেলা থেকেই সুভাষের ভিতরে কী ভাবে ধীরে ধীরে দেশপ্রেম জেগে উঠেছে, সেই গল্পই বলেছেন পরিচালক। নেতাজি হওয়ার আগে তাঁর শৈশব, কলেজের দিন, আইসিএস পাস, রাজনৈতিক জীবন ও পুলিশি গ্রেপ্তারের দৃশ্য ফুটে ওঠে এই ছবিতে।

নেতাজি সুভাষ চন্দ্র বসু: দ্য ফরগটেন হিরো (২০০৪)

নেতাজি সুভাষ চন্দ্র বসু: দ্য ফরগটেন হিরো (২০০৪)

২০০৪ সালে শ্যাম বেনেগালের পরিচালনায় মুক্তি পায় এই সিনেমাটি। নেতাজির চরিত্রে অভিনয় করেন শচীন খেদেকর। অন্যান্য চরিত্রে ছিলেন যীশু সেনগুপ্ত (শিশির বসু), কুলভূষণ খরবান্দা (উত্তমচাঁদ মালহোত্রা), দিব্যা দত্ত (ইলা বোস)। এই ছবিটি দু'টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল।

এই সিনেমাতে গৃহবন্দী অবস্থা থেকে সুভাষের পালিয়ে যাওয়া, ভারত থেকে তাঁর প্রস্থান, দেশের জন্য সংগ্রামের প্রস্তুতি এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি (Azad Hind Fauj) প্রতিষ্ঠার কথাই বলেছেন পরিচালক। ব্রিটিশ আধিপত্য থেকে ভারতকে মুক্ত করার জন্য নেতাজির আজাদ হিন্দ ফৌজ গঠনের প্রচেষ্টাকে তুলে ধরা হয়েছে এই ছবিতে।

আমি সুভাষ বলছি (২০১১)

আমি সুভাষ বলছি (২০১১)

মিঠুন চক্রবর্তী অভিনীত 'আমি সুভাষ বলছি' সিনেমাতে একজন ছাপোসা বাঙালির মধ্য দিয়ে নেতাজির কথা তুলে ধরা হয়েছে। মহেশ মাঞ্জরেকর পরিচালিত এই সিনেমাটিতে দেবব্রত বোস (মিঠুন চক্রবর্তী) তাঁর মাতৃভূমির জন্য লড়াইয়ে নামে। আর, তাঁর এই লড়াইয়ের অনুপ্রেরণা ছিল দেশনায়ক সুভাষ চন্দ্র বসু।

বোস: ডেড/অ্যালাইভ (২০১৭)

বোস: ডেড/অ্যালাইভ (২০১৭)

রাজকুমার রাও অভিনীত এই টেলিভিশন সিরিজটি নয়টি পর্বে তৈরি হয়েছিল। এর পরিচালনায় ছিলেন একতা কাপুর। নেতাজির রহস্যময় মৃত্যু নিয়ে নানা তত্ত্ব তুলে ধরা হয় এতে।

দ্য ফরগটেন আর্মি (২০২০)

দ্য ফরগটেন আর্মি (২০২০)

নেতাজির জীবনী নিয়ে তৈরি ওয়েব সিরিজ 'দ্য ফরগটেন আর্মি' ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় ২০২০ সালের ২৪ জানুয়ারি। কবীর খান পরিচালিত এই সিরিজে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সৈন্যদের সম্পর্কে অনেক অজানা তথ্য উঠে এসেছে। তাদের কঠোর সংগ্রামের চিত্র তুলে ধরেছেন পরিচালক।

গুমনামি (২০১৯)

গুমনামি (২০১৯)

সৃজিত মুখার্জি পরিচালিত 'গুমনামি' সিনেমাটি নিয়ে অনেক বিতর্ক দেখা দিয়েছিল। গুমনামি বাবাই যে নেতাজি সুভাষ চন্দ্র বসু, এমন দাবির সপক্ষে একাধিক তত্ত্বের কথা তুলে ধরা হয়েছে এই সিনেমায়। প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি।

English summary

Netaji Subhas Chandra Bose Birth Anniversary: Films based on the life of Netaji Subhash Chandra Bose

Today as the nation celebrates the birth anniversary of Subhash Chandra Bose, here's a look back at some of Films based on the life of Indian nationalist Subhash Chandra Bose.
X
Desktop Bottom Promotion