For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Independence Day: স্বাধীনতা সংগ্রামীদের বিখ্যাত কিছু স্লোগান, যা শুনে ব্রিটিশদের কপালে ভাঁজ পড়েছিল

|

আজ ১৫ অগস্ট, ইংরেজদের অকথ্য অত্যচারের থেকে মুক্তির উদীয়মান সূর্য এই দিনেই উদয় হয়েছিল। লাখ লাখ বীরের রক্তক্ষয়ী সংগ্রামের পর এইদিন ভারতের মানুষ পেয়েছিল স্বাধীনতার সুখ। আজ সেই বীর যোদ্ধাদের জন্যই আমরা প্রাণ ভরে সুখের নিঃশ্বাস নিতে পারি। অনেক সংগ্রাম, রক্তক্ষয় ও অশ্রুজলের মধ্যে দিয়ে প্রায় দুশো বছরের পরাধীনতার হাত থেকে মুক্তি পেয়েছি আমরা। এমন অনেক মুক্তিযোদ্ধা আছেন যাঁরা স্বাধীন ভারতের উদীয়মান সূর্যও দেখে যেতে পারেননি।

স্বাধীনতার লড়াই অত সহজ ছিল না। সেই সময় দেশের প্রতিটি অঞ্চল থেকে বয়স, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ একসাথে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গর্জে উঠেছিল। দেশের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য চলেছিল লড়াই। সেই সময় বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হয়েছিল, যা ব্রিটিশদের ঘাম ঝরিয়ে দিয়েছিল। এই বছর, ১৫ অগস্ট ভারতের স্বাধীনতা দিবস ৭৫তম বর্ষে পদার্পণ করবে। আজ এই স্বাধীন ভারতে দাঁড়িয়ে আমাদের উচিত সেই বিপ্লববাদী স্লোগানগুলি মনে করা, যা শুনে ব্রিটিশদের কপালে ভাঁজ পড়েছিল।

১)

১)

তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। - নেতাজী সুভাষ চন্দ্র বসু

২)

২)

স্বরাজ আমাদের জন্মগত অধিকার এবং আমরা তা অর্জন করবই। - বাল গঙ্গাধর তিলক

৩)

৩)

স্বাধীনতা কেউ দেয় না, অর্জন করে নিতে হয়। - নেতাজী সুভাষ চন্দ্র বসু

৪)

৪)

ছাইয়ের প্রতিটি ক্ষুদ্র অণু আমার উত্তাপের সঙ্গে চলমান। আমি এমনই এক পাগল, যে কারাগারে বসেও স্বাধীন। - ভগৎ সিং

৫)

৫)

করেঙ্গে ইয়া মরেঙ্গে - মহাত্মা গান্ধী

৬)

৬)

সত্যমেব জয়তে - পণ্ডিত মদনমোহন মালব্য

Independence Day : জেনে নিন স্বাধীনতা সংগ্রামের বিশিষ্ট কিছু নারী মুক্তিযোদ্ধার সম্পর্কেIndependence Day : জেনে নিন স্বাধীনতা সংগ্রামের বিশিষ্ট কিছু নারী মুক্তিযোদ্ধার সম্পর্কে

৭)

৭)

ইনকিলাব জিন্দাবাদ - ভগৎ সিং

৮)

৮)

আমি স্বাধীন ছিলাম, স্বাধীন আছি এবং স্বাধীন থাকব। - চন্দ্রশেখর আজাদ

৯)

৯)

সারফারোশি কি তামান্না অব হামারে দিল মে হ্যায় -রামপ্রসাদ বিসমিল

১০)

১০)

জয় জওয়ান জয় কিষাণ - লাল বাহাদুর শাস্ত্রী

English summary

Famous And Inspiring Slogans Of Indian Freedom Fighters

Independence Day Special: Lets take a trip down the memory lane and rejoice in the courageous words of our freedom fighters.
X
Desktop Bottom Promotion