Just In
- 20 hrs ago
সাপ্তাহিক রাশিফল : ২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ
- 22 hrs ago
দৈনিক রাশিফল : ২৮ ফেব্রুয়ারি ২০২১
- 1 day ago
চালের পায়েস রান্নার সহজ রেসিপি দেখে নিন
- 1 day ago
গর্ভাবস্থায় এই সাতটি কাজ কখনোই করবেন না, মারাত্মক বিপদ হতে পারে
Don't Miss
নতুন বছরে আপনার বাড়ি কীভাবে নতুন করে তুলবেন? রইল বাড়ি সাজানোর কিছু আইডিয়া
নতুন বছর মানে নতুন করে শুরু। নিজের কাছে নিজেরই প্রতিজ্ঞা করার সময়। আমরা নতুন বছরে অনেক কিছুই পরিকল্পনা করে রাখি। কী করবো আর কী করবো না আগে থেকেই তার তালিকা তৈরি থাকে। পুরনো বছরের সব খারাপগুলো ঝেড়ে ফেলে নতুন করে এগোনোই হয়ে ওঠে নতুন বছরের মূল উদ্দেশ্য।
নিজের জীবন যাত্রার পরিবর্তনের পাশাপাশি ঘরের আনুষাঙ্গিক কিছু জিনিসেরও আমরা পরিবর্তন করে থাকি নতুন বছরে। অনেকেই বছরের শুরুতে বদলে ফেলতে চান ঘরের ইন্টিরিয়ার। অনেকেই হয়ত ইতিমধ্যেই বাড়ি সাজানোর প্ল্যান শুরু করে দিয়েছেন। কিন্তু, কেমন ভাবে সাজাবেন? কেমন হবে দেওয়ালের রং? কী দিয়ে সাজাবেন? কোথায় থাকবে ফুলের টব? এই সবই নিয়ে ভাবছেন, তাইতো? তবে চলুন দেখে নিই হোম ডেকরেশনের কিছু নতুন ট্রেন্ড।

বাড়ির রং
ঘর ডেকোরেট করার আগে প্রথমেই আপনাকে বাড়িটি নতুন রং-এর মোড়োকে মুড়ে ফেলতে হবে। নিজের পছন্দের রং দিয়ে ঘরের প্রত্যেকটি দেওয়াল নতুন করে সাজিয়ে তুলুন।

সুন্দর আল্পনা দিতে পারেন
নিজে বানিয়ে ফেলুন কাগজের আল্পনা অথবা অনলাইনে বিভিন্ন সাইট থেকে দেওয়াল সাজানোর নানারকম আল্পনা কিনে ফেলুন। এগুলি দামেও সাশ্রয়ী এবং দেখতেও সুন্দর হয়। নিজের হাতেও আল্পনা আঁকতে পারেন। ঘরের দেওয়ালে, মেজেতে এগুলি দিয়ে সাজিয়ে তুলুন। ড্রইংরুম থেকে বেডরুম সব জায়গাতেই পরিবর্তন আনতে পারে এই আল্পনা।

সবুজের ছোঁয়া দিন বাড়ির আনাচে কানাচে
নিজে বানিয়ে ফেলুন কাগজের আল্পনা অথবা অনলাইনে বিভিন্ন সাইট থেকে দেওয়াল সাজানোর নানারকম আল্পনা কিনে ফেলুন। এগুলি দামেও সাশ্রয়ী এবং দেখতেও সুন্দর হয়। নিজের হাতেও আল্পনা আঁকতে পারেন। ঘরের দেওয়ালে, মেজেতে এগুলি দিয়ে সাজিয়ে তুলুন। ড্রইংরুম থেকে বেডরুম সব জায়গাতেই পরিবর্তন আনতে পারে এই আল্পনা।

ভিন্ন রঙের আলো দিয়ে সাজান
নিজে বানিয়ে ফেলুন কাগজের আল্পনা অথবা অনলাইনে বিভিন্ন সাইট থেকে দেওয়াল সাজানোর নানারকম আল্পনা কিনে ফেলুন। এগুলি দামেও সাশ্রয়ী এবং দেখতেও সুন্দর হয়। নিজের হাতেও আল্পনা আঁকতে পারেন। ঘরের দেওয়ালে, মেজেতে এগুলি দিয়ে সাজিয়ে তুলুন। ড্রইংরুম থেকে বেডরুম সব জায়গাতেই পরিবর্তন আনতে পারে এই আল্পনা।

পুরোনো ছবিকে ফ্রেমে বন্দি করুন
নিজে বানিয়ে ফেলুন কাগজের আল্পনা অথবা অনলাইনে বিভিন্ন সাইট থেকে দেওয়াল সাজানোর নানারকম আল্পনা কিনে ফেলুন। এগুলি দামেও সাশ্রয়ী এবং দেখতেও সুন্দর হয়। নিজের হাতেও আল্পনা আঁকতে পারেন। ঘরের দেওয়ালে, মেজেতে এগুলি দিয়ে সাজিয়ে তুলুন। ড্রইংরুম থেকে বেডরুম সব জায়গাতেই পরিবর্তন আনতে পারে এই আল্পনা।

সৌখিন সামগ্রী দিয়ে সাজান
নিজে বানিয়ে ফেলুন কাগজের আল্পনা অথবা অনলাইনে বিভিন্ন সাইট থেকে দেওয়াল সাজানোর নানারকম আল্পনা কিনে ফেলুন। এগুলি দামেও সাশ্রয়ী এবং দেখতেও সুন্দর হয়। নিজের হাতেও আল্পনা আঁকতে পারেন। ঘরের দেওয়ালে, মেজেতে এগুলি দিয়ে সাজিয়ে তুলুন। ড্রইংরুম থেকে বেডরুম সব জায়গাতেই পরিবর্তন আনতে পারে এই আল্পনা।

রঙিন লন্ঠন
নিজে বানিয়ে ফেলুন কাগজের আল্পনা অথবা অনলাইনে বিভিন্ন সাইট থেকে দেওয়াল সাজানোর নানারকম আল্পনা কিনে ফেলুন। এগুলি দামেও সাশ্রয়ী এবং দেখতেও সুন্দর হয়। নিজের হাতেও আল্পনা আঁকতে পারেন। ঘরের দেওয়ালে, মেজেতে এগুলি দিয়ে সাজিয়ে তুলুন। ড্রইংরুম থেকে বেডরুম সব জায়গাতেই পরিবর্তন আনতে পারে এই আল্পনা।

পুরোনো আসবাব নতুন করে সাজান
নিজে বানিয়ে ফেলুন কাগজের আল্পনা অথবা অনলাইনে বিভিন্ন সাইট থেকে দেওয়াল সাজানোর নানারকম আল্পনা কিনে ফেলুন। এগুলি দামেও সাশ্রয়ী এবং দেখতেও সুন্দর হয়। নিজের হাতেও আল্পনা আঁকতে পারেন। ঘরের দেওয়ালে, মেজেতে এগুলি দিয়ে সাজিয়ে তুলুন। ড্রইংরুম থেকে বেডরুম সব জায়গাতেই পরিবর্তন আনতে পারে এই আল্পনা।

ভেলভেটের আভিজাত্য
নিজে বানিয়ে ফেলুন কাগজের আল্পনা অথবা অনলাইনে বিভিন্ন সাইট থেকে দেওয়াল সাজানোর নানারকম আল্পনা কিনে ফেলুন। এগুলি দামেও সাশ্রয়ী এবং দেখতেও সুন্দর হয়। নিজের হাতেও আল্পনা আঁকতে পারেন। ঘরের দেওয়ালে, মেজেতে এগুলি দিয়ে সাজিয়ে তুলুন। ড্রইংরুম থেকে বেডরুম সব জায়গাতেই পরিবর্তন আনতে পারে এই আল্পনা।