For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

দ্যুতি চাঁদ, নির্বাচিত হলেন IAAFদোহা বিশ্ব চ্যাম্পিয়নশিপে

|

গোটা বিশ্বে ভারতীয় অ্যাথলেটিক্স বেশ ভালো জায়গা করে নিয়েছে। বিশ্বের দরবারে অ্যাথলেটিক্সরা যে আমাদের দেশের নাম বারবার উজ্জ্বল করেছে তা আর বলার অপেক্ষা রাখে না। সেরকমই, আবার বিশ্বের কাছে ভারতের নাম উজ্জ্বল করলেন ওড়িশার স্প্রিন্টার দ্যুতি চাঁদ। আসন্ন IAAFদোহা বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য ভারতীয় টিমে ঠাঁই পেলেন ২৩ বছর বয়সী দ্যুতি চাঁদ।

IAAF Doha World Championship

এই সুযোগ পেয়ে দ্যুতি ট্যুইট করে লিখেছেন,"আমি দোহা বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য ২৫ জনের জাতীয় দলে নির্বাচিত হয়েছি। আমার জন্য সবাই প্রার্থনা করুন। যেন আমার গতি আরও বাড়ে।"

এই বছরের ২৭ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত দোহায় IAAF বিশ্ব চ্যাম্পিয়নশিপ। তার জন্য পারফরম্যান্সের ভিত্তিতেই ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ অ্যাথলেটিক্স ফেডারেশনস (IAAF) ভারতীয় দলের জন্য বেছে নেন ২৫ জনকে। মেয়েদের ১০০ মিটারের বিশ্ব ক্রমতালিকায় দ্যুতি যে স্থানে রয়েছেন, তার ফলেই দ্যুতি চাঁদ এই বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য নির্বাচিত হয়েছেন।

ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ অ্যাথলেটিক্স ফেডারেশনস (IAAF) এর নির্বাচন কমিটি সোমবার, ৯ সেপ্টেম্বর ঘোষণা করেছে যে, ভারতীয় দলে ১৬ জন পুরুষ এবং ৯ জন মহিলা থাকবে।

এর আগে, ১০ জুলাই দ্যুতি চাঁদ নপোলিতে বিশ্ব ইউনিভার্সিটি মিটে প্রথম ভারতীয় হিসেবে মাত্র ১১.৩২ সেকেন্ডে ১০০ মিটারে স্বর্ণপদক জিতেছিলেন। এছাড়া, তিনি ১১.২৪ সেকেন্ডে ১০০ মিটারে জাতীয় রেকর্ডও রেখেছেন। ২০১৮ জাকার্তা, এশিয়ান গেমসে তিনি মহিলাদের ১০০ মিটারে রৌপ্য পদক জিতেছেন।

২০১২ সালে তিনি অনুর্ধ্ব ১৮ বিভাগে জাতীয় চ্যাম্পিয়ন হন। ১০০ মিটার ইভেন্টে তিনি সময় নেন ১১.৮ সেকেন্ড। পুণেতে অনুষ্ঠিত ২০০ মিটার প্রতিযোগিতায় তিনি ২৩.৮১১ সেকেন্ড সময় নেন। ২০১৩ সালে তিনি ১০০ ও ২০০ মিটারে জাতীয় চ্যাম্পিয়ন হন।

১৯৯৬ সালে ৩ ফেব্রুয়ারী ওড়িশার গোপালপুরে জন্মগহণ করেন দ্যুতি চাঁদ। তাঁর বাবার নাম চক্রধর চাঁদ এবং মায়ের নাম আকুঞ্জি চাঁদ। গরীব তাঁতী পরিবারে চার বোনের মধ্যে তিনি একজন। ২০১৩ সালে তিনি আইন পড়তে কে আই আই টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

English summary

Dutee Chand Gets selected for IAAF Doha World Championship

The fastest woman of India, Dutee Chand has been selected on the Indian team for the upcoming IAAF Doha World Championship.
X
Desktop Bottom Promotion