Just In
- 5 hrs ago
শুক্র প্রবেশ করল মকর রাশিতে, দেখুন এটি ১২টি রাশির উপর কেমন প্রভাব ফেলবে
- 5 hrs ago
জিভে কালো দাগ? বাড়িতে বসেই সহজ উপায়ে মুক্তি পেতে পারেন
- 12 hrs ago
দৈনিক রাশিফল : লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ হবে কি? জানতে পড়ুন ২৮ জানুয়ারির রাশিফল
- 21 hrs ago
সিল্কি এবং ঘন চুল পেতে ডায়েটে এই ভিটামিনগুলি অন্তর্ভুক্ত করুন
Don't Miss
বাড়িতে শিব ঠাকুরের ছবি বা মূর্তি রাখা কি আদৌ উচিত?
এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে শিব লিঙ্গ বা দেবাদিদেবের মূর্তি রাখা উচিত নয়। কারণ ঠিক ঠিক নিয়ম মেনে শিবের পুজো করতে না পারলে নাকি নানা ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। সেই সঙ্গে সুখের জায়গা নেয় দুঃখ। কিন্তু এই ধরণা কি আদৌ বাস্তব সম্মত?
শাস্ত্র মতে ভাগবান শিবের মূর্তি বাড়িতে রাখা যেতেই পারে। কিন্তু ভুলেও শিব লিঙ্গ রাখা চলবে না। কারণ শিব লিঙ্গের পুজো করার সময় বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হয়, যা অনেকের পক্ষেই ঠিক মেনে চলা সম্ভব হয় না। ফলে পরিবারের ভাল হওয়ার থেকে খারাপ হওয়ার আশঙ্কা যায় বেড়ে। পসঙ্গত, বাড়িতে শিব লিঙ্গ থাকলে যে যে নিয়ম মনে দেবাদিদেবের পুজো করতে হয়, সেগুলি হল- ১. নিয়মিত পুজো করতে হবে। ২. প্রতিদিন দুধ এবং মধু দিয়ে শিব লিঙ্গের অভিষেক করা মাস্ট! ৩. দিনে পাঁচবার শিব লিঙ্গের অরতি করতে হবে। ৪. শিব লিঙ্গের সামনে মিথ্যা কথা বলা চলবে না। সেই সঙ্গে খেয়াল রাখতে হবে যে জায়গায় শিব লিঙ্গ রাখা হয়েছে সেই জায়গাটি যেন পবিত্র থাকে। ৫. শিব লিঙ্গের পুজো করার সময় কোনও ভুল করে ফেললে মারাত্মক বিপদ! কারণ সেক্ষেত্রে যে কোনও ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা বেড়ে যায়। তাই প্রতিবার ঠিক ঠিক নিয়ম মেনে পুজো করা হচ্ছে কিনা সদিকে নজর রাখতে হবে। ৬. শিব লিঙ্গের উপরে যাতে ধিরে ধিরে জল পরে, তার ব্যবস্থা করতে হবে। এমনটা করলে লিঙ্গের অন্দরে মজুত শক্তির ভারসাম্য বিগড়ে যাওয়ার আশঙ্কা থাকে না। আকর যদি এই নিয়মটি না মানেন, তাহলে কিন্তু বিপদ! সেক্ষেত্রে পরিবারের অন্দরে রোগ-ব্যাধির প্রকোপ বৃদ্ধি পাবে। সেই সঙ্গে অর্থনৈতিক সমস্যাও মাথা চাড়া দিয়ে উঠবে। প্রসঙ্গত, বাড়িতে শিব ঠাকুরের ছবি বা মূর্তি রাখলে সেক্ষেত্রেও কতগুলি নিয়ম মাতায় রাখা জরুরি। না হলে সর্বশক্তিমানের নেক দৃষ্টির থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা যায় বেড়ে। তাই একান্তই যদি শিবের পুজো করতে মন চায়, তাহলে কী কী বিষয় এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, সে সম্পর্কে জেনে নেওয়া জরুরি। আর এই কাজে আপনাকে সাহায্য করতে পারে এই প্রবন্ধ। কারণ এই লেখায় সেই সব নিয়মগুলির উপরে আলোকপাত করার চেষ্টা করা হল, যা নজরে রেখে দেবাদিদেবের পুজো করতে হবে।
এক্ষেত্রে যে যে নিয়ম মেনে ভগবান শিবের মূর্তি বা ছবির পুজো করা জরুরি, সেগুলি হল...

১.কোথায় রাখবেন শিবের ছবি:
বাস্তুশাস্ত্র অনুসারে শিব ঠাকুরের ছবি রাখতে হবে বাড়ির উত্তর-পূর্ব দিকে মুখে করে। কারণ এই জায়গায় দেবাদিদেবের ছবি রাখলে সারা বাড়িতে পজিটিভ শক্তির বিকাশ ঘটে। ফলে খারাপ কোনও ঘটনা ঘটার আশঙ্কা যেমন কমে, তেমনি অর্থনৈতিক উন্নতি হওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পায়। প্রসঙ্গত, এক্ষেত্রে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে। তা হল ঠাকুরের ছবি মাটিতে রাখা চলবে না। আর যদি একান্তই রাখতে হয়, তাহলে একটি পরিষ্কার কাপড়ের উপর রাখতে হবে। আর জায়গাটি হতে হবে পবিত্র।

২. ধ্যানরত শিব:
এমনটা বিশ্বাস করা হয় যে ধ্যানে মগ্ন দেবাদিদেবের ছবি বাড়িতে রাখা বেজায় শুভ। কারণ এমন ছবি গৃহস্তের অন্দর থাকলে পজেটিভ শক্তির বিকাশ ঘটতে শুরু করে। শুধু তাই নয়, পরিবারের প্রতিটি সদস্যের মন শান্ত হয় এবং রাগ দূরে পালায়। ফলে কোনও ধরনের মনোমালিন্য হওয়ার আশঙ্কা কমে যায়। প্রসঙ্গত, ভুলেও বাড়িতে নটরাজের মূর্তি রাখবেন না যেন! কারণ বাস্তুশাস্ত্র মতে এমন মূর্তি বা ছবি রাখলে খারাপ কিছু ঘটে যাওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়।

৩. ছবির সংখ্যা:
অনেকেই ঠাকুর ঘরে একাধিক শিবের ছবি বা মূর্তি রেখে থাকেন। এমনটা করা একেবারেই উচিত নয়। বরং একটা মাত্র ছবি বা মূর্তি রাখতে হবে এবং সেই ছবিরই ঠিক মতো পুজো করতে হবে। তাহলেই দেখবেন সুফল মিলতে শুরু করবে। এমনটা বিশ্বাস করার কোনও কারণ নেই যে একাধিক শিবের ছবি রাখলে বেশি সুফল মিলবে!

৪. কীভাবে করতে হবে দেবের পুজো?
প্রতিদিন সকাল এবং বিকালবেলা স্নান সেরে ভগবান শিবের পুজো করতে হবে। এই সময় ধূপ-ধুনো জ্বালিয়ে "ওম নমঃ শিবায়", এই মন্ত্রটি জপ করতে হবে। আর সোমবার খেয়াল করে দুধ দিয়ে স্নান করাতে হবে দেবাদিদেবকে। প্রসঙ্গত, ভগবান শিবের পুজো শুরুর আগে মনে করে গণেশ ঠাকুরের পুজো করতে ভুলবেন না। এই নিয়মগুলি মেনে যদি দেবের আরাধনা করতে পারেন, তাহলে সুখের ঝাঁপি যে কখনও খালি হবে না, সে কথা হলফ করে বলা যেতেই পারে।