For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

আপনার ভাইয়ের রাশি অনুসারে কি রঙের রাখি এবং কেমন উপহার কেনা উচিত সে সম্পর্কে জেনে নিন!

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে ভাই এবং দাদাদের রাশি অনুযায়ী যদি তাদের রাখির রং নির্বাচন করা যায়, তাহলে গ্রহ-নক্ষত্রের প্রভাবে তাদের আশেপাশে পজেটিভ শক্তির প্রভাব বাড়তে থাকে।

|

ভাই-বোনেরা সারা বছর যে দিনটির জন্য অপেক্ষা করে থাকে সেই দিন শেষমেশ এসেই গেল। কাল রাখি। ভাইয়ের হাতে রংবে রঙের রাখি পরিয়ে তাদের সুভেচ্ছা জানাবেন তাদের দিনি এবং বোনারা। আর আনন্দ এবং উপহারের ভরে উঠবে বাড়ি। তাই তো কালকের দিনটা যাতে প্রতিটা ভাই এবং দাদার বেজয় স্পেশাল যায় সে কথা মাথায় রেখে আজ আপনাদের এমন একটা বিষয়ে জানাতে চলেছে, যে সম্পর্কে হয়তো এর আগে কখনও ভেবে দেখেননি। কী বিষয়ের সম্পর্কে কথা বলছি তাই নিশ্চয় ভাবছেন?

আসলে জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে ভাই এবং দাদাদের রাশি অনুযায়ী যদি তাদের রাখির রং নির্বাচন করা যায়, তাহলে গ্রহ-নক্ষত্রের প্রভাবে তাদের আশেপাশে পজেটিভ শক্তির প্রভাব বাড়তে থাকে। ফলে মনের ছোট থেকে ছোটতর ইচ্ছা পূরণ হওয়ার পথ যেমন প্রশস্ত হয়, তেমনি খারাপ শক্তির প্রভাব কমে যাওয়ার কারণে কোনও ক্ষতি হওয়ার আশঙ্কাও কমে। তাই তো বলি বোন এবং দিদিরা, আপনারা যদি চান কাল আপনাদের ভাই বা দাদার সারা দিনটা বেজেয় ভাল কাটুক, তাহলে ঝটপট তাদের রাশিটা জেনে নিয়ে এই প্রবন্ধটিতে চোখ রেখে। আসলে এই লেখায় রাশি অনুসারে কেমন রঙের রাখি কেনা উচিত সে সম্পর্কে যেমন আলোচনা করা হয়েছে, তেমনি কেমন গিফ্ট উপহার দেওয়া উচিত সে বিষয়ের উপরও আলোকপাত করা হয়েছে।

তাহলে আর অপেক্ষা কেন, চলুন পড়ে ফেলা যাক বাকি প্রবন্ধটা।

১. মেষরাশি:

১. মেষরাশি:

এই রাশির জাতকদের উপর মঙ্গল গ্রহের প্রভাব খুব বেশি মাত্রায় থাকে। তাই তো এদের জন্য লাল রঙের রাখি কেনা উচিত। আর যদি লাল না পান, তাহলে হলুদ রঙের রাখিও কিনতে পারেন। আসলে এমনটা বিশ্বাস করা হয় যে এই রঙের রাখি, মেষরাশির ভাই বা দাদাকে পরালে তাদের জীবনে খারাপ শক্তির প্রভাব কমতে থাকে। ফলে জীবন আনন্দে ভরে উঠতে সময় লাগে না। আর যদি উপহারের কথা বলেন, তাহলে বলতে হয়, মেষরাশির জাতকেরা খেলাধুলা খুব পছন্দ করেন, তাই এই সম্পর্কিত কিছু কিনতে পারেন।

২. বৃষরাশি:

২. বৃষরাশি:

শুক্র গ্রহের প্রভাব বেশি থাকার কারণে বৃষরাশির জাতকদের জন্য নীল নয়তো রূপালী রঙের রাখি কেনা উচিত। আর উপহার হিসেবে যদি এদের চকোলেট বা স্টাইলিশ জামা-কাপড় দিতে পারেন, তাহলে দেখবেন নিমেষে ভাই বা দাদার মন একেবারে খুশিতে ভরে উঠবে।

৩. মিথুনরাশি:

৩. মিথুনরাশি:

সবুজ বা সাদা রঙের রাখি কিনতে হবে এদের হবে। কারণ মিথুনরাশির উপর বুধ গ্রহের প্রভাব খুব বেশি থাকে। আর বিশেষজ্ঞদের মতে বুধের প্রিয় রং হল সবুজ এবং সাদা। এবার বুঝেছেন তো এই রঙের রাখি কেনার পরামর্শ কেনা দেওয়া হচ্ছে। এবার নিশ্চয় ভাবছেন কী উপহার কেনা যেতে পারে? বন্ধু আপনার ভাই বা দাদা বেজায় ইন্টেলেকচুয়াল গোছার, কি তাই তো? এই কারণে বলছি, এদের ভাল কোনও বই বা ইউনিক গোছের কোনও ফটো ফ্রেম গিফ্ট করুন। দেখবেন এদের মন খুশিতে ভরে উঠবে।

৪. কর্কটরাশি:

৪. কর্কটরাশি:

এই রাশির উপর চাঁদের প্রভাব খুব বেশি থাকে। তাই তো এদের জন্য সাদা সিল্কের রাখি কেনা উচিত। কারণ এমনটা বিশ্বাস করা হয় যে এই ধরনের রাখি কর্কটরাশির জাতকদের পরালে দারুন সব উপকার মেলে। বিশেষত পজেটিভ শক্তির প্রভাবে মনের ছোট থেকে ছোটতর ইচ্ছা পূরণ হতে সময় লাগে না। প্রসঙ্গত, বিশেষজ্ঞদের মতে সাদা সিল্কের রাখিতে যদি মুক্ত বাঁধা থাকে, তাহলে নাকি আরও বেশি মাত্রায় উপকার পাওয়া যায়। এবার গিফ্টের পালা। এই রাশির অধিকারীদের ঘর সাজানোর জিনিস বেজায় পছন্দ করেন, তাই এমন ধরনের কিছু উপহার হিসেবে দিতে পারেন।

৫. সিংহরাশি:

৫. সিংহরাশি:

এদের কুষ্টিতে সূর্যের প্রভাব বেশি থাকার কারণে কমলা,গোলাপী এবং লালা রং এদের জন্য বেজায় লাখি। তাই এই রংগুলির মধ্যে কোনও একটি রঙের রাখি কিনতে পারেন। আর উপহার হিসেহে দিতে পারেন জুয়েলারি, কসমেটিক্স অথবা পার্ফিউম।

৬. কন্যারাশি:

৬. কন্যারাশি:

এই রাশির রুলিং প্ল্যানেট হল বুধ। তাই ভাই বা দাদার জন্য সবুজ বা সাদা রঙের রাখি কিনতে ভুলবেন না যেন! সেই সঙ্গে গিফ্ট হিসেবে ঘরি বা ম্যাগাজিন বাস্কেট দিলে কিন্তু নিমেষে এদের মন কুশিতে ভরে উঠবে। কারণ এমন ধরনের উপহার এমন মানুষদের চরিত্রের সঙ্গে বেজায় খাপ খায়।

৭. তুলারাশি:

৭. তুলারাশি:

এদের উপর শুক্রের প্রভাব বেশি রয়েছে। তাই তো তুলারাশির জাতকদের জন্য খেয়াল করে নীল অথবা পার্পেল রঙের রাখি কিনতে হবে। আর যদি নিমেষে ভাই বা দাদার মন জয় করে নিতে চান, তাহলে এক ব্যাগ সেন্টেট সাবান বা সুগন্ধি মোমবাতি উপহার হিসেবে দিতে ভুলবেন না যেন! প্রসঙ্গত, এদের জন্য পার্ফিউমও উপহার হিসেবে দারুন চয়েজ হতে পারে।

৮. বৃশ্চিকরাশি:

৮. বৃশ্চিকরাশি:

লাল রং এদের জন্য বেজায় শুভ। আসলে এই রাশির উপর মঙ্গল গ্রহের প্রভাব খুব বেশি থাকে। তাই তো এদের লাল রঙের রাখি পরালে নানাবিধ উপকার মেলার পথ পশস্ত হয়। সেই সঙ্গে কোনও বিপদ ঘটার সম্ভবনাও যায় কমে। আর যদি লাল রখিতে এক-দুটো মুক্ত বাঁধা থাকে, তাহলে তো কথাই নেই! কারণ সেক্ষেত্রে আরও বেশি মাত্রায় উপকার মেলে। প্রসঙ্গত এদের যা চরিত্র, তাতে উপহার হিসেবে পার্ফিউম অথবা ডিজাইনার জুতো দিতে পারেন।

৯. ধনুরাশি:

৯. ধনুরাশি:

এদের রুলিং প্ল্যানেট বৃহস্পতি হওয়ার কারণে হলুদ ছাড়া আর কোনও রঙের রাখি কেনা চলবে না। আর যদি একান্তই এই রঙের রাখি না পান, তাহলে চন্দন রঙের রাখি কিনতে পারেন। প্রসঙ্গত, এরা সোজা-সাপটা কথা বলতে বেজায় পছন্দ করেন, শুধু তাই নয়, এদিক-সেদিক ঘুরে বেড়ানোও এদের নেশা। তাই তো ট্রেভেল সম্পর্কিত কিছু উপহার হিসেহে যদি দিতে পারেন, তাহলে আপনার ভাই বা দাদা যে বেজায় খুশি হবেন, সে বিষয়ে কোনও সন্দেহ নেই!

১০. মকররাশি:

১০. মকররাশি:

আপনার ভাইয়ের রাশি কি মকর? তাহলে বন্ধু গোলাপী রঙের রাখি কিনতে হবে। আসলে এদের উপর শনির প্রভাব বেশি থাকে, তাই তো ডার্ক গোলাপী অথবা যে কোনও গাড় রঙের রাকি কেনার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আর উপহার হিসেবে এদের পেন অথবা হ্যান্ড ব্যাগ গিফ্ট করতে পারেন।

১১. কুম্ভরাশি:

১১. কুম্ভরাশি:

মকররাশির মতো এই রাশির জাতকদের উপরও শনি দেবের প্রভাব বেশি থাকে। তাই তো গাড় রঙের রাখি কিনতে হবে এবং খেয়াল রাখতে হবে রাখিটা যেন বেশি চমকপ্রদ না হয়। আর যদি চান আপনার গিফ্ট দেখে আপনার ভাই বা দাদার মুখে হাসি খেলে যাক, তাহলে কোনও গেজেট উপহার হিসেবে দিতে ভুলবেন না যেন!

১২. মীনরাশি:

১২. মীনরাশি:

এদের রুলিং প্ল্যানেট হল বৃহস্পতি। তাই তো হলুদ রহের রাখি কেনা মাস্ট! আর যদি উপহারের কথা জিজ্ঞাস করেন, তাহলে বলবো ব্র্যান্ডেড জামা-কাপড় বা কসমেটিক্স রিফ্ট হিসেবে দিতে পারেন!

Read more about: বিশ্ব
English summary

Choose rakhi colours and gifts as per your brother's zodiac sign

Make your brother-sister bond stronger by choosing the right rakhi colour according to your zodia sign. If your brother’s star sign is Aries, then you should choose a rakhi which is red in colour and if your brother is a Cancerian get a rakhi which is made of silk threads or pearls, says an expert. Madhu Kotiya, Spiritual Healer at indiatarot.com has shared tips for choosing the right coloured Rakhis and gifts.
Story first published: Saturday, August 25, 2018, 11:42 [IST]
X
Desktop Bottom Promotion