For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

এ বছর ভাইফোঁটায় দিন ভইকে কী গিফ্ট দেবেন বুঝে উঠতে পারছেন না? তাহলে চোখ রাখতেই হবে এই লেখায়!

এই প্রবন্ধে আমরা ১২ টি রাশির জাতক-জাতিকাদের স্বভাব বিশ্লেষণ করে তাঁদের কেমন উপহার পছন্দ হতে পারে সেই বিষয়টি জানার চেষ্টা করা হবে।

|

হেড লাইনটা পড়ে কি ভাবছেন এই লেখায় নানাবিধ "ইউনিক" গিফ্টের বিষয়ে আলোচনা করা হয়েছে, তাই ভুল ভাবছেন বন্ধু! বরং এমন একটি বিষয়ের উপর আলোকপাত করার চেষ্টা করা হয়েছে, যা বেজায় চমকপ্রদ। কী বিষয়? জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে কার কেমন স্বভাব হবে, কী জিনিস পছন্দের হবে, আর কী জিনিস নয়, তা অনেকাংশেই নির্ভর করে রাশির উপর। তাই তো কারও রাশি জেনে নিলে তার চরিত্র সম্পর্কে অনেক কিছুই জেনে ফেলা সম্ভব হয়। যেমন এই প্রবন্ধে আমরা ১২ টি রাশির জাতক-জাতিকাদের স্বভাব বিশ্লেষণ করে তাঁদের কেমন উপহার পছন্দ হতে পারে সেই বিষয়টি জানার চেষ্টা করা হবে। তাই তো আপনারা একবার ভাই অথবা বা বোনের রাশিটা একবার জেনে নিয়ে যদি এই লেখাটি পড়ে ফেলেন, তাহলে গিফ্ট সম্পর্কিত যে কোনও কনফিউশন কেটে যেতে যে সময় লাগবে না, তা তো বলাই বাহুল্য!

তাহলে আর অপেক্ষা কেন, চলুন জেনে নেওয়া যাক কোন রাশির জাতক-জাতিকাদের কেমন জিনিস পছন্দে, সে সম্পর্কে...

১. মেষরাশি:

১. মেষরাশি:

এই রাশির জাতক-জাতিকারা ধৈর্য ধরে বই পড়তে বা দাবার মতো খেলা খেলতে একেবারে পছন্দ করেন না। তাই এমন কিছু গিফ্ট হিসেবে দেবের না। বরং এক্সপেন্সিভ ব্যাগ, সানগ্লাস অথবা ব্র্যান্ডেড জামা-কাপড়ও উপহার হিসেবে দিতে পারেন। প্রসঙ্গত, মেষরাশির জাতক-জাতিকারা ঘর সাজানোর জিনিসও বেজায় পছন্দ করেন। তাই এই ধরনের কিছুও গিফ্ট হিসেবে দেওয়ার কথা ভাবা যেতে পারে।

২. বৃষরাশি:

২. বৃষরাশি:

সুইস চকোলেট অথবা রান্নার বই, দামি কোনও লেদার ব্যাগ অথবা পার্ফিউমও এদের গিফ্ট হিসেবে দেওয়া যেতে পারে। আসলে এই রাশির জাতক-জাতিকারা বেজায় শৌখিন মানসিকতার হন। তাই তো এমন জিনিস এদের বেজায় পছন্দের হয়। প্রসঙ্গত, বৃষরাশির অধিকারীদের পাশমিনা স্কার্ফ জাতীয় স্টাইলিশ জামা-কাপড়ও বেজায় পছন্দ হতে পারে, পছন্দ হতে পারে ঘর সাজানোর নানা জিনিস, এমনকি গার্ডেনিং সম্পর্কিত নানা কিছুও। তাই এগুলির কোনও একটি উপহার হিসেবে থাকতেই পারে...!

৩. মিথুনরাশি:

৩. মিথুনরাশি:

এরা বেজায় ইন্টেলেকচুয়াল গোছের হন। সেই সঙ্গে নতুন কিছু জানার বিষয়ে সদা আগ্রহী হন মিথুনরাশির জাতক-জাতিকারা। তাই তো এবার ভাইফোঁটার দিনে এদের নানা বিশয়ের উপর লেখা বই যেমন গিফ্ট হিসেবে দিতে পারেন, তেমনি উপহার হিসেবে ভাল কোনও পেন বা ডায়েরিও দেওয়া চলতে পারে। প্রসঙ্গত, জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে মিথুন রাশির জাতকেরা ঘর সাজানোর জিনিসও বেজায় পছন্দ করেন। তাই একটা গিফ্ট ব্যাগে ঘর সাজানোর ছোট ছোট নানা জিনিস একসঙ্গে পুরে উপহার হিসেবে দেওয়া যেতেই পারে।

৪. কর্কটরাশি:

৪. কর্কটরাশি:

এরা যেমন ইন্টেলেকচুয়াল হন, তেমনি নতুন নতুন জিনিস জানার বিষয়ে এরা সদা প্রস্তুত থাকেন। তাই তো এমন মানুষদের গিফ্ট হিসেবে বইপত্র যেমন দেওয়া যেতে পারে, তেমনি খেতে ভালবাসার কারণে উঁচু দরের কোনও রেস্টরেন্টের পাসও উপহার হিসেবে ভাল অপশন হতে পারে। তাছাড়া ঘর সাজানোর জিনিসও উপহার হিসেবে দিতে পারেন। কারণ কর্কটরাশির জাতক-জাতিকারা ঘরদোর সাজাতে যেমন পছন্দ করেন, তেমনি বাড়ি-ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেও খুব ভালবাসেন।

৫. সিংহরাশি:

৫. সিংহরাশি:

এরা সারাক্ষণ লোকের নজরে থাকতে চান। তাই তো আশেপাশের মানুষদের অ্যাটেনশন পেতে সিংহরাশির জাতাক-জাতিকারা যেমন দামি-দামি জামাকাপড় পরতে পিছপা হন না, তেমনি সারাক্ষণ টিপটপ থাকেন। তাই তো এমন মানুষদের গিফ্ট হিসেবে দামি কোম্পানির কসমেটিক্স বা ব্র্যান্ডেড জামা-কাপড় দিতে পারে না। এমনকি দামি ঘড়ি, পার্ফিউম, স্কার্ফ এবং লেদার ব্যাগও উপহার হিসেবে দেওয়া যেতে পারে।

৬. কন্যারাশি:

৬. কন্যারাশি:

এদের জন্য গিফ্ট কেনাটা যুদ্ধের কম নয়। কারণ এরা যে কোনও কিছু নিয়েই বেজায় খুঁতখুঁতে হন। তাই তো কেমন জিনিস এদের পছন্দ হতে পারে সে সম্পর্কে ধরণা করাটা বেজায় কঠিন কাজ। তবু বলবো কন্যারাশির জাতক-জাতিকারা যেহেতু বেজায় "ক্লাসি" প্রকৃতির হন, তাই এদের উপহার হিসেবে কিচেন গ্যাজেট, গিফ্ট কুপন, দামি ব্যাগ অথবা বইও দেওয়া যেতে পারে।

৭. তুলারাশি:

৭. তুলারাশি:

এরা বেশ খোলা মনের মানুষ হন। তাই যে যাই গিফ্ট করুক না কেন, সবই এদের পছন্দ হয়। কোনও উপহার নিয়ে অভিযোগ করা বা অসন্তোষ প্রকাশ করার মতো মানুষ এরা নন। তাই আপনার ভাই বা বোন যদি এই রাশির হয়ে থাকেন, তাহলে নিজের পছন্দ মতো যে কোনও কিছুই উপহার হিসেবে দিতে পারেন। তাও যদি কনফিউশন থাকে, তাহলে বলতো এদের উপহার হিসেবে চকোলেট, ব্রেন্ডেড জামাকাপড় অথবা দামি কোনও রেস্ট্ররেন্টের পাসও দিতে পারেন।

৮. বৃশ্চিকরাশি:

৮. বৃশ্চিকরাশি:

হিউমেন সাইকোলজির উপর লেখা কোনও বই অথবা ক্রিমিনাল নভেল, অ্যাস্টোলজির উপর লেখা বই, ফটো ফ্রেম, দামি জামা-কাপড়, এমনকি ঘর সাজানোর কিছুও যদি উপহার হিসেহে এদের দেওয়া যায়, তাহলে দেখবেন বৃশ্চিকরাশির জাতক-জাতিকার মন জয় করতে আপনার সেকেন্ডও সময় লাগবে না।

৯. ধনুরাশি:

৯. ধনুরাশি:

এরা এদিক-সেদিক ঘুরতে যেতে বেজায় পছন্দ করেন। তাই তো ট্রেভেল সম্পর্কিত কোনও কিছু অথবা ট্রেভেল ফটোগ্রাফির উপর বই, ফিলোজফির উপর লেখা কোনও বই, এমনকি কোনও হোটেলের গিফ্ট কুপনও এই রাশির জাতক-জাতিকাদের উপহার হিসেবে দেওয়া যেতে পারে।

১০. মকররাশি:

১০. মকররাশি:

এরা নিজের কাজকে বেজায় পছন্দ করেন। তাই তো কাজ সম্পর্কিত কোনও কিছু যদি এই রাশির জাতক-জাতিকাদের গিফ্ট হিসেবে দেওয়া যায়, তাহলে এদের মন জয় করতে সময়ই লাগবে না। তবে ইচ্ছা হলে ভাল কোনও বই, বায়োগ্রাফি অথবা দামি কোনও ওয়াইনও উপহার হিসেবে দেওয়া চলতে পারে।

১১. কুম্ভরাশি:

১১. কুম্ভরাশি:

এদের চরিত্রে বাকি সবার থেকে একেবারেই আলাদা গোছের হয়। তাই তো কোনও "ইউনিক" কিছু এদের উপহার হিসেবে দেওয়া উচিত। আর যদি কী দেবেন সে সম্পর্কে শেষ পর্যন্তও ভেবে উঠতে না পারেন, তাহলে স্মার্ট ফোন, ই-বুক, কোনও গেজেট অথবা কোনও ইন্টারেস্টিং বইও গিফ্ট ভাল অপশন হতে পারে।

১২. মীনরাশি:

১২. মীনরাশি:

এর বেজায় ইমোশনাল গোছের হন। তাই যা নিমেষে এদের মনকে ভিজিয়ে দেবে এমন কিছু উপাহার হিসেবে ভাল অপশন হতে পারে। যেমন ধরুন বিশেষ মুহূর্তে নেওয়া কোনও ছবি লাগানো ফটো ফ্রেম অথবা কবিতার বই, রোমান্টিক গানের সিডি অথবা একটা কুকুর ছানা...!

Read more about: বিশ্ব
English summary

Bhai Phota: Great Gift Ideas for the Twelve Zodiac Signs

you can tailor your gifts to your loved ones’ Sun signs. Finally, you’ll please your gadget-loving Aquarius brother, your epicurean Taurus best friend, and everyone in between. Get a pen and notepad ready, and read on for great gift ideas based on the Zodiac signs.
Story first published: Friday, November 2, 2018, 12:47 [IST]
X
Desktop Bottom Promotion