For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Bal Gangadhar Tilak's 165th Birth Anniversary : জেনে নিন লোকমান্য তিলক সম্পর্কে কিছু অজানা তথ্য

|

আজ, ২৩ জুলাই, মুক্তিযোদ্ধা এবং ভারতীয় জাতীয়তাবাদী বাল গঙ্গাধর তিলকের ১৬৫তম জন্মবার্ষিকী। তিনিই ছিলেন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের প্রথম নেতা। তিনি ছিলেন একাধারে সমাজসংস্কারক, স্বাধীনতা সংগ্রামী, জাতীয় নেতা, আবার অন্যদিকে ভারতীয় ইতিহাস, সংস্কৃত, গণিত, জ্যোতির্বিদ্যা ও হিন্দুদর্শনে অগাধ পাণ্ডিত্যের অধিকারী। তাঁকে বলা হয় লোকমান্য তিলক। আজ বাল গঙ্গাধর তিলক-এর জন্মবার্ষিকীতে আসুন জেনে নেওয়া যাক কিছু তাঁর সম্পর্কে কিছু অজানা কথা।

Bal Gangadhar Tilak Birth Anniversary

১) ১৮৫৬ সালের ২৩ জুলাই রত্নগিরি-তে জন্মগ্রহণ করেন বাল গঙ্গাধর তিলক। ছোট থেকে তিনি মেধাবী ছাত্র ছিলেন। তিনি অন্যায় অবিচার একেবারেই বরদাস্ত করতে পারতেন না। সত্যের প্রতি ছিলেন অবিচল।

২) ১৮৭৭ সালে পুণের ডেকান কলেজ থেকে সংস্কৃত ও গণিতে গ্র্যাজুয়েশন করার পর, তিলক বোম্বের সরকারি ল কলেজে এলএলবি পড়েন।

৩) ১৮৮৪ সালে, তিলক তাঁর বন্ধুদের সঙ্গে ডেকান এডুকেশন সোসাইটি শুরু করেছিলেন। তবে ১৮৯০ সালে তিনি তাঁর রাজনৈতিক কাজকে প্রসারিত ও প্রশস্ত করতে ডেকান এডুকেশন সোসাইটি ছেড়ে চলে যান।

৪) বাল গঙ্গাধর তিলক হলেন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের প্রথম নেতা। ব্রিটিশরা তাঁকে 'The Father of the Indian unrest' বলে ডাকতেন।

৫) তাঁকে 'লোকমান্য' বলা হত, যার অর্থ 'জনগণ দ্বারা গৃহীত' (নেতা হিসেবে)।

৬) ভারতীয় স্বাধীনতা আন্দোলনের প্রথম নেতা বাল গঙ্গাধর তিলক 'স্বরাজের জনক' হিসেবে পরিচিতি লাভ করেছিলেন।

৭) স্বাধীনতা সংগ্রামে তিনি বলিষ্ঠ কন্ঠে ঘোষণা করেছিলেন, 'স্বরাজ আমাদের জন্মগত অধিকার এবং আমরা তা অর্জন করবই'। তিলকের এই উক্তি উদ্বুদ্ধ করেছিল লক্ষ লক্ষ মানুষকে।

৮) তিলক ১৮৯০ সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে (INC) যোগদান করেছিলেন এবং স্ব-শাসনের লড়াই শুরু করেছিলেন।

৯) ১৮৮০ সালে, বাল গঙ্গাধর তিলক তাঁর নিজস্ব পত্রিকা শুরু করেছিলেন, 'Kesari' যা এখনও প্রকাশিত হয়। তিনি ভারতে স্বদেশী আন্দোলন শুরু করেছিলেন।

১০) স্বাধীনতা সংগ্রামের সময় তাঁর জেলও হয়েছিল। এই সময়ে, তিলক 'গীতা-রহস্য' নামক একটি বই লিখেছিলেন।

১১) তিলক ইন্ডিয়ান হোমরুল লিগ প্রতিষ্ঠা করেছিলেন এবং এর সভাপতিও ছিলেন।

১২) ১৯০6 সালে, তিনি ভারতীয় জাতীয় কংগ্রেস নেতা বিপিন চন্দ্র পাল এবং লালা লাজপত রাই-এর সঙ্গে একটি জোট গঠন করেছিলেন - এবং তাঁদের 'লাল-বাল-পাল' হিসেবেই বিখ্যাত হন।

১৩) ভারতের হিন্দু-মুসলিম ঐক্য দৃঢ় করতে ১৯১৬ সালে তিনি মহম্মদ আলী জিন্নাহ-র সঙ্গে লখনউ চুক্তি সম্পাদন করেন।

১৪) ১৯২০ সালের ১ আগস্ট, এই মহান নেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরও পড়ুন : লালা লাজপত রায় : জেনে নিন তাঁর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য

English summary

Bal Gangadhar Tilak 165th Birth Anniversary : Here Are 14 Interesting Facts About the Freedom Fighter

Bal Gangadhar Tilak 165th Birth Anniversary: Here Are 14 Interesting Facts About the Freedom Fighter. Read on to know.
X
Desktop Bottom Promotion