Just In
- 4 hrs ago
Aloe Vera For Hair: চুলের নানা সমস্যা দূর করবে অ্যালভেরার হেয়ার মাস্ক! দেখে নিন কী ভাবে ব্যবহার করবেন
- 6 hrs ago
সারাদিন AC চালিয়েও কম আসবে ইলেকট্রিক বিল! কীভাবে? জেনে নিন
- 12 hrs ago
Mangal Gochar 2022 : মীন রাশিতে মঙ্গলের প্রবেশ, ৪০ দিন দুর্দান্ত কাটবে এই রাশির জাতকদের!
- 19 hrs ago
Ajker Rashifal : আজ আপনার ভাগ্যে কী আছে? দেখুন ১৬ মে-র রাশিফল
‘নমস্কে প্রেসিডেন্ট ট্রাম্প’! আমূলের রসিকতার প্রশংসায় নেটিজেনরা
মজার ছলে যেকোনও বড় কিছুর প্রচার করতে আমূল কোম্পানির আমূল গার্ল বরাবরই সক্রিয়, সে রাজনৈতিক ইস্যু হোক বা সামাজিক। সুযোগ পেলে কাউকেই ছাড়ে না আমূল ইন্ডিয়া। সেরকমই, এবার আমূল ইন্ডিয়ার আমূল গার্লকে নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা গেল আমূলের একটি মজার ছবিতে। যেখানে লেখা আছে, 'নমস্কে প্রেসিডেন্ট ট্রাম্প'! এই ছবি-সহ বিজ্ঞাপনী হোর্ডিং ছেয়ে গেছে নরেন্দ্র মোদির জন্মভূমি গুজরাতেও এবং এটি দেখে আমূলের রসবোধের প্রশংসা করছেন সাধারণ মানুষ থেকে বিভিন্ন রাজনীতিবিদ।
২৪ এবং ২৫ ফেব্রুয়ারি স্ত্রী মেলানিয়া ট্রাম্প-কে নিয়ে দু'দিনের ভারত সফরে এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই নিয়েই মজার ছবি তৈরি করল আমূল ইন্ডিয়া। আমদাবাদের মতেরা স্টেডিয়ামে ট্রাম্পকে নিয়ে যে অনুষ্ঠান আয়োজিত হয়েছিল, তার নাম ছিল 'নমস্তে ট্রাম্প'। সেটাকেই অন্যরকম করে আমূল ইন্ডিয়া লিখেছে, 'নমস্কে প্রেসিডেন্ট ট্রাম্প'!
আরও পড়ুন : ঘরে বসে বোর হচ্ছেন? চলে যান বন্ধুদের সাথে বিনোদনমূলক পার্কে
এরকম হেডলাইন বানানোর মানে অনেক কিছুই দাঁড়ায়। অনেকের মতে, এর দুটি অর্থ। প্রথমত, ট্রাম্পের একাধিক ভুল উচ্চারণের অনুকরণ এই বিজ্ঞাপনী হোর্ডিং। দ্বিতীয়ত, 'মাস্কা' শব্দের অর্থ মাখন মাখানো। তাহলে কি ভারতে মার্কিন প্রেসিডেন্টের আগমনের কারণ একে অন্যকে 'মাস্কা' লাগানো? আমূলের ইঙ্গিতটা ঠিক কোনদিকে?
#Amul Topical: Hon. President of USA visits Ahmedabad! pic.twitter.com/0Jo9JuRvNb
— Amul.coop (@Amul_Coop) February 23, 2020
ছবিতে দেখা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মাখনের মোটা প্রলেপ লাগানো পাঁউরুটি খাওয়ার প্রস্তাব দিচ্ছেন। আর, আমূল গার্ল তাঁদের পাশে হাতে রুটি-মাখনের প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে, পরনে গুজরাতি কায়দায় শাড়ি। ছবির ক্যাপশনে লেখা আছে, 'ট্র্যাডিশনাল ইন্ডিয়ান ওয়েলকাম'।