Just In
Don't Miss
সুন্দর ডুডলের মাধ্যমে নোবেল জয়ীদের শুভেচ্ছা জানাল আমূল
আমূল, ভারতের অন্যতম প্রধান খাদ্য-উৎপাদনকারী সংস্থা। কেবলমাত্র খাদ্য উৎপাদনই নয়, বিভিন্ন অনুষ্ঠানের জন্য সৃজনশীল ডুডলের জন্যও পরিচিত আমূল। প্রত্যেক সময়ই তারা আকর্ষণীয় এবং সৃজনশীল কিছু চিত্র নিয়ে আসে সেই উপলক্ষ্যটিকে স্মরণীয় করে রাখার জন্য। ঠিক সেইরকমই একচি চিত্র আমূল প্রকাশ্যে এনেছে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং এস্থার ডুফ্লোর উভয় অর্থনীতিবিদ নোবেল পুরষ্কারে ভূষিত হওয়ার পর। আমূলের অফিশিয়াল অ্যাকাউন্টে একটি ক্রিয়েটিভ পোস্টারের পাশাপাশি একটি টুইট করা হয়েছিল।
ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এস্থার ডুফ্লো এবং মাইকেল ক্রেমার নামে আরও দু'জন অর্থনীতিবিদের সঙ্গে নোবেল পুরস্কার জিতেছেন। তিনজনকেই "বিশ্ব থেকে দারিদ্র্য দূরীকরণে এক অসামান্য পরীক্ষামূলক পদ্ধতি"-এর জন্য নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে। অভিজিৎ এবং এস্থার উভয়েই ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির (MIT) অধ্যাপক। তাঁদের এই বিজয় উদযাপন এবং তাঁদের সম্মান জানাতে, আমূল একটি ডুডল পোস্টার ডিজাইন করেছে।
যেখানে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নোবেল জয়ের প্রতি শ্রদ্ধা জানাতে লেখা আছে "নোবেল অভি জিত গ্যায়া"। সিঁড়িতে বসে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং এস্টার ডুফ্লোর ছবিটি পরিবর্তন করা হয়েছে। তাঁদের হাতে আছে পাউরুটি এবং মাখন টোস্ট। '#Amul Topical: Winners of the 2019 Nobel for Economics!'। এটি দেখে আমূলের কাজের প্রশংসা করেছেন নেটিজেনরাও। আসুন, আমরাও তাঁদের প্রশংসা করি এবং শুভকামনা জানাই।