For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

সাদা পোশাক নতুনের মতো ঝকঝকে থাকবে এই ৫ উপায়ে, দেখে নিন কী করবেন

|

শপিং করার সময় সবার আগে সাদা পোশাকের দিকেই চোখ যায়। তবে দেখতে যতই ভাল লাগুক না কেন, সাদা পোশাকের উজ্জ্বলতা টিকিয়ে রাখা বেশ ঝক্কির কাজ। সাদা জামা খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায়, তাই ইচ্ছে থাকলেও অনেক সময় আমরা কিনতে পারি না। দৈনন্দিন ব্যবহার করলেও সাদা জামায় দাগছোপ বসে যায়। আবার দিনের পর দিন আলমারিতে রাখা থাকলেও কিন্তু সাদা পোশাকে হলদেটে ছাপ পড়ে যায়। দাগ তুলতে গিয়ে বেশ কাঠখড় পোড়াতে হয়।

Tips to Wash White Clothes at Home

সাদা পোশাক সর্বদা ধবধবে সাদা রাখতে চাইলে একটু বাড়তি মনোযোগ তো দিতেই হবে। আপনার ঘরেই এমন কিছু উপাদান আছে, যেগুলি ব্যবহার করে খুব সহজেই সাদা পোশাকের দাগছোপ উঠতে পারে-

বেকিং সোডা

বেকিং সোডা

গরম জলে এক কাপ বেকিং সোডা মিশিয়ে তাতে কয়েক ঘণ্টা আপনার সাদা পোশাক ভিজিয়ে রাখুন। এর পর ডিটারজেন্ট দিয়ে পোশাকটি ধুয়ে ফেলুন। দাগছোপ উঠে যাবে নিমেষেই!

ভিনেগার

ভিনেগার

এক বালতি গরম জলে এক কাপ সাদা ভিনিগার মিশিয়ে নিন। এতে সাদা পোশাক ভিজিয়ে রাখুন সারা রাত। পর দিন ডিটারজেন্ট দিয়ে ভাল করে ধুয়ে নিলেই বাড়বে পোশাকের জেল্লা।

লেবুর রস

লেবুর রস

লেবুর রস সাদা কাপড়ের দাগ তুলতে দারুণ কাজ করে। গরম জলে আধ কাপ লেবুর রস মিশিয়ে সারারাত ভিজিয়ে রাখুন। পরের দিন ডিটারজেন্ট দিয়ে কেচে নিন।

শখের কাপে চায়ের দাগ পড়ে গিয়েছে? ঘরোয়া উপায়েই দাগ উঠবে নিমেষে!শখের কাপে চায়ের দাগ পড়ে গিয়েছে? ঘরোয়া উপায়েই দাগ উঠবে নিমেষে!

বাসন মাজার সাবান

বাসন মাজার সাবান

এক বালতি জলে এক কাপ বাসন মাজার লিক্যুইড সাবান মেশান ভাল করে। এতে সাদা পোশাকটি ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। তারপর কেচে ধুয়ে নিন।

নীল

নীল

নীলের গুঁড়ো বা লিক্যুইড নীল সাদা পোশাকে নীলাভ আভা নিয়ে আসে, যার ফলে পোশাক আরও উজ্জ্বল দেখায়। তাই, সাদা কাপড় ধোওয়ার পরে নীল জলে ডুবিয়ে নিতে পারেন। তবে পরিমাণের দিকে অবশ্যই খেয়াল রাখবেন।

English summary

Tips and Tricks to Wash White Clothes at Home

Below we have a few tricks which can help not only keep your whites white but also make soiled or faded clothes look brand new!
Story first published: Friday, June 10, 2022, 21:04 [IST]
X
Desktop Bottom Promotion