For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

মুখের আলসার সারাতে ঘরোয়া পদ্ধতি

মুখ গহ্বরের আলসার সারাতে ঘরোয়া পদ্ধতি দারুন কাজে আসে। জেনে নিন সে সম্পর্কে।

|

আপনি যদি কোনও সময় মুখের আলসারে ভুগে থাকেন তাহলে নিশ্চয় জানেন এই রোগে কতটা কষ্ট হয়। আলসার সারাতে তথাকথিত চিকিৎসা তো রয়েছেই, কিন্তু আপনাদের কি জানা আছে, এমন কিছু ঘরোয়া পদ্ধতি আছে যার সাহায্য়ে খুব সহজেই এই রোগের চিকিৎসা করা সম্ভব। প্রসঙ্গত, মাড়িতে বা জিভের উপর সাধারণত এই ধরনের আলসার হয়ে থাকে।

মাত্রাতিরিক্ত স্ট্রেস, অপরিষ্কার মুখগহ্বর, অ্যালার্জি, হরমোনাল ইমবেলেন্স, বদ হজম, জ্বর, শরীরের তাপমাত্রা বৃদ্ধি, অপুষ্টি প্রভৃতি নানা কারণে এই রোগ হতে পারে। আর একথা কারও অজানা নেই যে মুখ গহ্বরের আলসার খুবই যন্ত্রণাদায়ক। সেই সঙ্গে জ্বালা এবং খাবার খাওয়ার সময় কষ্ট হওয়ার মতো নানা লক্ষণও দেখা দেয়।

আলসারের বেশ কিছু আধুনিক চিকিৎসা রয়েছে। তবু বলতে দ্বিধা নেই এক্ষেত্রে কিছু ঘরোয়া পদ্ধতি দারুন কাজে আসে। চলুন জেনে নেওয়া সেইসব ঘরোয়া পদ্ধতি সম্পর্কে।

১. নারকেল দুধ:

১. নারকেল দুধ:

প্রতিদিন নারকেলের দুধ দিয়ে কুলি করলে মুখ গহ্বরের প্রদাহ কমে। ফলে স্বাভাবিকভাবেই কমতে শুরু করে আলসার।

২. ধনে পাতা:

২. ধনে পাতা:

এক গ্লাস জলে পরিমাণ মতো ধনে পাতা দিয়ে সেই জল ফুটিয়ে নিন। তারপর তা দিয়ে কুলকুচি করলেই দখেবেন সংক্রমণ কমে গিয়ে আলসরাও মিলিয়ে গেছে।

৩. গরম এবং ঠান্ডা জল দিয়ে গার্গেল:

৩. গরম এবং ঠান্ডা জল দিয়ে গার্গেল:

ঘুরিয়ে ফিরিয়ে গরম এবং ঠান্ডা জল দিয়ে গার্গেল শুরু করুন। দেখবেন জ্বালা ভাব কমে যাবে।

৪. মেথির বীজ:

৪. মেথির বীজ:

এক গ্লাস জলে পরিমাণ মতো মেথি বীজ দিয়ে জল টা ফুটিয়ে নিন। তারপর বীজগুলি ছেঁকে নিয়ে ওই জল দিয়ে মুখ কুলকুচি করুন। তাহলেই দেখবেন যন্ত্রণা কমে গিয়ে রোগ দূরে পালাচ্ছে।

৫. অ্যালো ভেরা:

৫. অ্যালো ভেরা:

মুখ গহ্বরের আলসার কমাতে দিনে তিনবার ক্ষত স্থানে অ্যালোভেরা জেল লাগাতে হবে। মনে রাখবেন খাওয়া যায় এমন অ্যালো ভেরা জেলই ব্য়বহার করবেন।

৬. তুলসি:

৬. তুলসি:

কয়েকটা তুলসি পাতা নিয়ে চিবিয়ে ফেলুন। দেখবেন কেমন কমতে শুরু করে যন্ত্রণা। আসলে তুলসি পাতায় অ্যান্টি-ইনফ্লেমেটরি প্রপাটিজ থাকায় এটি মুখের ভিতরের প্রদাহ কমাতে সাহায্য় করে।

৭. টমাটো:

৭. টমাটো:

এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং টেনিন রয়েছে, যা আলসারের জন্য় হওয়া যন্ত্রণা এবং প্রদাহ কমিয়ে রোগ সরিয়ে তোলে।

English summary

মুখের আলসার সারাতে ঘরোয়া পদ্ধতি

If you have ever suffered from ulcers in your mouth, you will definitely know how horribly painful they can be, right? Well, if you are looking for home remedies to treat ulcers naturally, you have come to the right place!
Story first published: Monday, January 23, 2017, 17:46 [IST]
X
Desktop Bottom Promotion