For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

মুখের দুর্গন্ধ দূর করার সহজ একটি উপায় সম্পর্কে জানতে চান কি?

মুখ গহ্বরে ঘর বেঁধে থাকা হাজারো জীবানুর করণে মুখ থেকে বাজে গন্ধ বেরোয়।

|

সারা বিশ্বে প্রায় কয়েক কোটি মানুষ এই সমস্যার শিকার। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন কেন মুখ থেকে এমন বাজে গন্ধ বেরোয়? আসলে মুখ গহ্বরে ঘর বেঁধে থাকা হাজারো জীবানু এই সমস্যার পিছনে দায়ি থাকে। আর একবার যদি এই জীবানুদের মেরে ফেলা যায়। তাহলেই কেল্লাফতে!

এখন প্রশ্ন হল, কী উপায়ে এই সব ব্যাকটেরিয়াদের দূর করা সম্ভব? এক্ষেত্রে মাউখ ওয়াশ ব্যবহার করতেই পারেন। তবে এই প্রবন্ধে যে সহজ পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে সেটি কিন্তু মুখের গন্ধ দূর করতে বাজার চলতি যে কোনও প্রডাক্টের থেকে বেশি ভাল কাজে দেয়। আর এটি কিনতে একেবারেই বেশি খরচ হয় না। তাই তো মুখের গন্ধ দূর করতে একবার চোখ রাখতেই পারেন এই প্রবন্ধে।

সারা বিশ্বে প্রায় কয়েক কোটি মানুষ এই সমস্যার শিকার

১. এক্ষেত্রে যে উপাদানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, সেটি হল খাবার সোডা।

২. মুখের ভিতরে তৈরি হওয়া অ্যাসিডের কর্মক্ষমতা কমিয়ে দুর্গন্ধ দূর তো করেই, সেই সঙ্গে মুখ গহ্বর পরিষ্কার করতেও বেকিং সোডা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

৩. মুখের গন্ধ দূর করতে দুভাবে কাজে লাগাতে পারেন খাবার সোডাকে।

৪. হাফ চামচ খাবার সোডা, পরিমাণ মতো জলে মেশান। তারপর সেই মিশ্রনটি দিয়ে ভাল করে কুলকুচি করুন। এমনটা করলে দেখবেন বদ গন্ধ একেবারে চলে গেছে।

৫. আরেকভাবে খাবার সোডাকে ব্যবহার করতে পারেন। টুথব্রাশে অল্প করে সোডা লাগিয়ে দাঁত মাজুন। এমনটা করলেও একই উপকার পাবেন।

৬. এই ঘরোয়া পদ্ধতিটির সাহায্য নিলে শুধুমাত্র মুখের গন্ধ দূর হয় না, সেই সঙ্গে ক্যাভিটি বা দাঁতে পোকা লাগার আশঙ্কাও হ্রাস পায়। তাই তো দাঁতের স্বাস্থ্য ভাল রাখতে এবং মুখের গন্ধ দূর করতে এত মানুষ এই ঘরোয়া পদ্ধতিটির সাহায্য নিয়ে থাকেন।

English summary

মুখের দুর্গন্ধ দূর করার সহজ একটি উপায় সম্পর্কে জানতে চান কি?

You all know that everyone wakes up with a bad breath in the morning. Did you ever think of the reason for this? This is because the bacteria keep multiplying in the mouth at night and there is no continuous flow of saliva to wash it away until morning.
Story first published: Thursday, April 6, 2017, 15:12 [IST]
X
Desktop Bottom Promotion